Ajker Patrika

ফারুকি-মুজিবদের নিয়েই ভারত সফরে আফগানরা 

ফারুকি-মুজিবদের নিয়েই ভারত সফরে আফগানরা 

ফজলহক ফারুকি, নাভিন-উল-হক, মুজিব উর রহমান—আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সঙ্গে ২০২৪-এর কেন্দ্রীয় চুক্তি করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। তাতে তাদের অনাপত্তিপত্র বাতিল করে দেওয়ার ঘটনাও ঘটেছিল। তবু এই তিন ক্রিকেটারকে নিয়েই ভারত সফরে যাচ্ছে আফগানরা। 

ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৯ সদস্যের দল গতকাল ঘোষণা করেছে এসিবি। এই সফরে আফগানিস্তান দলকে নেতৃত্ব দেবেন ইব্রাহিম জাদরান। আছেন দুই উইকেটরক্ষক ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ ও ইকরাম আলি খিল। স্পিন আক্রমণে মুজিবের সঙ্গে থাকছেন স্পিন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ নবী, বাঁহাতি চায়নাম্যান বোলার নুর আহমাদ। পাশাপাশি থাকছেন দুই লেগ স্পিনার রশিদ খান, কায়েস আহমাদ। 

রশিদ, মুজিব দুজনেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরছেন প্রায় ৬ মাস পর। গত বছরের ১৬ জুলাই সিলেটে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল আফগানিস্তান। আফগান দুই স্পিনারেরই এই ম্যাচটাই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বশেষ ম্যাচ। ভারত সফরের দলে থাকলেও রশিদের খেলার সম্ভাবনা কম। পিঠের চোট থেকে এখনো তাঁর সেরে ওঠার প্রক্রিয়া চলছে। 

আফগানিস্তান সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে খেলেছিল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। আমিরাত সফরে সেই টি-টোয়েন্টি সিরিজ মুজিব খেলেননি বিগ ব্যাশ লিগে খেলতে। তবে মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে টুর্নামেন্ট বেশিদিন খেলতে পারেননি অনাপত্তিপত্র বাতিল হওয়ায়। 

১ জুন শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হচ্ছে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের আগে ভারত, আফগানিস্তান—দুই দলের জন্যই এটা শেষ টি-টোয়েন্টি সিরিজ। ১১ জানুয়ারি মোহালিতে হবে প্রথম টি-টোয়েন্টি। এরপর ১৪ ও ১৭ জানুয়ারি ইন্দোর ও বেঙ্গালুরুতে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে খেলবে ভারত-আফগানিস্তান। 

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের দল: 
ইব্রাহিম জাদরান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), হজরতউল্লাহ জাজাই, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, করিম জানাত, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), আজমতউল্লাহ ওমরজাই, শরাফুদ্দিন আশরাফ, নাভিন উল হক, রশিদ খান, মুজিব উর রহমান, নুর আহমদ, ফজল হক ফারুকি, কায়েস আহমাদ, গুলবদিন নাইব, মোহাম্মদ সেলিম, ফরিদ আহমদ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত