বাংলাদেশ, আয়ারল্যান্ড—২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুই দলের শুরুটা হয়েছে দুই রকম। আয়ারল্যান্ড জয় দিয়ে শুরু করলেও বাংলাদেশ শুরু করেছে হার দিয়ে। বিশ্বকাপে টিকে থাকতে বাংলাদেশের এখন প্রতিটি জয়ই গুরুত্বপূর্ণ। টিকে থাকার লড়াইয়ে আজ বাংলাদেশকে ২৩৬ রান করতে হবে আয়ারল্যান্ডের বিপক্ষে।
ব্লুমফন্টেইনের ম্যানগং ওভালে আজও টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। ইনিংসের প্রথম ওভার বোলিংয়ে এসে রহনত দৌল্লাহ বর্ষণ মেডেন দিয়েছেন। এভাবেই নিয়ন্ত্রিত বোলিংয়ে বাংলাদেশ আজ শুরু থেকেই চাপে রেখেছে আয়ারল্যান্ডের ব্যাটারদের। দুই আইরিশ ওপেনার জর্ডান নিল ও রায়ান হান্টার ৩৬ বলে ২৬ রানের উদ্বোধনী জুটি গড়েন। ষষ্ঠ ওভারের শেষ বলে হান্টারকে ফিরিয়ে জুটি ভাঙেন মারুফ মৃধা। ১৫ বলে ১ চারে ৯ রান করেন হান্টার। তাতে আইরিশদের স্কোর হয়েছে ৬ ওভার ১ উইকেটে ২৬ রান।
উদ্বোধনী জুটি ভাঙার পর তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন গ্যাভিন রুলস্টন। ওপেনার নিলকে নিয়ে ধীরেসুস্থে এগোতে থাকেন রুলস্টন। প্রথম ১০ ওভার শেষে আইরিশরা করেছে ১ উইকেটে ৪৫ রান। এই ৪৫ রানেই আইরিশরা হারায় দ্বিতীয় উইকেট। ১১ তম ওভারের দ্বিতীয় বলে রুলস্টনকে ফিরিয়েছেন শেখ পারভেজ জীবন। আয়ারল্যান্ডের যে প্রথম দুই উইকেট পড়েছে, দুটিতেই ক্যাচ ধরেছেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান।
৪৫ রানে ২ উইকেট পড়ার পর চার নম্বরে ব্যাটিংয়ে নামেন কায়ান হিলটন। হিলটনকে নিয়ে ওপেনার নিল সাবধানে এগোতে থাকেন। সেই নিল তৃতীয় ব্যাটার হিসেবে যখন আউট হয়েছেন, আয়ারল্যান্ডের স্কোর তখন ৭২। ১৬ তম ওভারের পঞ্চম বলে নিলকে বোল্ড করেছেন মোহাম্মদ রাফিউজ্জামান রাফি। এরপর অধিনায়ক ফিলিপস লে রউক্স নামলেও বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি। ২৯ বলে করেন ১৩ রান। ২৫ তম ওভারের দ্বিতীয় বলে রউক্সকে বোল্ড করেন জীবন।
অধিনায়ক রউক্স আউট হওয়ার পর আইরিশদের স্কোর হয়ে যায় ২৪.২ ওভারে ৪ উইকেটে ৯৫ রান। এরপর ছয় নম্বরে ব্যাটিংয়ে নামেন স্কট ম্যাকবেথ। হিলটনকে নিয়ে সাবলীলভাবে এগোতে থাকেন ম্যাকবেথ। পঞ্চম উইকেটে ১০০ বলে ৮১ রানের জুটি গড়েন হিলটন ও ম্যাকবেথ। ৪১ তম ওভারের পঞ্চম বলে ম্যাকবেথকে কট এন্ড বোল্ড করে জুটি ভাঙেন রাব্বি। ৫৬ বলে ২৭ রান করা ম্যাকবেথের বিদায়ে আইরিশদের স্কোর হয়েছে ৪০.৫ ওভারে ৫ উইকেটে ১৭৬ রান। এই জুটি ভাঙার পর অবশ্য শেষের দিকে আশানুরূপ ঝড় তুলতে পারেনি আয়ারল্যান্ড। উপরন্তু হিলটন ১০ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন হিলটন। ১১২ বলের ইনিংসে ১১ চার ও ১ ছক্কায় তার ৯০ রানই দলের সর্বোচ্চ ইনিংস। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৩৫ রান করেছে আইরিশরা। বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ২টি করে উইকেট নিয়েছেন মারুফ ও জীবন। রাফি, বর্ষণ ও রাব্বি নিয়েছেন ১টি করে উইকেট।
বাংলাদেশ, আয়ারল্যান্ড—২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুই দলের শুরুটা হয়েছে দুই রকম। আয়ারল্যান্ড জয় দিয়ে শুরু করলেও বাংলাদেশ শুরু করেছে হার দিয়ে। বিশ্বকাপে টিকে থাকতে বাংলাদেশের এখন প্রতিটি জয়ই গুরুত্বপূর্ণ। টিকে থাকার লড়াইয়ে আজ বাংলাদেশকে ২৩৬ রান করতে হবে আয়ারল্যান্ডের বিপক্ষে।
ব্লুমফন্টেইনের ম্যানগং ওভালে আজও টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। ইনিংসের প্রথম ওভার বোলিংয়ে এসে রহনত দৌল্লাহ বর্ষণ মেডেন দিয়েছেন। এভাবেই নিয়ন্ত্রিত বোলিংয়ে বাংলাদেশ আজ শুরু থেকেই চাপে রেখেছে আয়ারল্যান্ডের ব্যাটারদের। দুই আইরিশ ওপেনার জর্ডান নিল ও রায়ান হান্টার ৩৬ বলে ২৬ রানের উদ্বোধনী জুটি গড়েন। ষষ্ঠ ওভারের শেষ বলে হান্টারকে ফিরিয়ে জুটি ভাঙেন মারুফ মৃধা। ১৫ বলে ১ চারে ৯ রান করেন হান্টার। তাতে আইরিশদের স্কোর হয়েছে ৬ ওভার ১ উইকেটে ২৬ রান।
উদ্বোধনী জুটি ভাঙার পর তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন গ্যাভিন রুলস্টন। ওপেনার নিলকে নিয়ে ধীরেসুস্থে এগোতে থাকেন রুলস্টন। প্রথম ১০ ওভার শেষে আইরিশরা করেছে ১ উইকেটে ৪৫ রান। এই ৪৫ রানেই আইরিশরা হারায় দ্বিতীয় উইকেট। ১১ তম ওভারের দ্বিতীয় বলে রুলস্টনকে ফিরিয়েছেন শেখ পারভেজ জীবন। আয়ারল্যান্ডের যে প্রথম দুই উইকেট পড়েছে, দুটিতেই ক্যাচ ধরেছেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান।
৪৫ রানে ২ উইকেট পড়ার পর চার নম্বরে ব্যাটিংয়ে নামেন কায়ান হিলটন। হিলটনকে নিয়ে ওপেনার নিল সাবধানে এগোতে থাকেন। সেই নিল তৃতীয় ব্যাটার হিসেবে যখন আউট হয়েছেন, আয়ারল্যান্ডের স্কোর তখন ৭২। ১৬ তম ওভারের পঞ্চম বলে নিলকে বোল্ড করেছেন মোহাম্মদ রাফিউজ্জামান রাফি। এরপর অধিনায়ক ফিলিপস লে রউক্স নামলেও বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি। ২৯ বলে করেন ১৩ রান। ২৫ তম ওভারের দ্বিতীয় বলে রউক্সকে বোল্ড করেন জীবন।
অধিনায়ক রউক্স আউট হওয়ার পর আইরিশদের স্কোর হয়ে যায় ২৪.২ ওভারে ৪ উইকেটে ৯৫ রান। এরপর ছয় নম্বরে ব্যাটিংয়ে নামেন স্কট ম্যাকবেথ। হিলটনকে নিয়ে সাবলীলভাবে এগোতে থাকেন ম্যাকবেথ। পঞ্চম উইকেটে ১০০ বলে ৮১ রানের জুটি গড়েন হিলটন ও ম্যাকবেথ। ৪১ তম ওভারের পঞ্চম বলে ম্যাকবেথকে কট এন্ড বোল্ড করে জুটি ভাঙেন রাব্বি। ৫৬ বলে ২৭ রান করা ম্যাকবেথের বিদায়ে আইরিশদের স্কোর হয়েছে ৪০.৫ ওভারে ৫ উইকেটে ১৭৬ রান। এই জুটি ভাঙার পর অবশ্য শেষের দিকে আশানুরূপ ঝড় তুলতে পারেনি আয়ারল্যান্ড। উপরন্তু হিলটন ১০ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন হিলটন। ১১২ বলের ইনিংসে ১১ চার ও ১ ছক্কায় তার ৯০ রানই দলের সর্বোচ্চ ইনিংস। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৩৫ রান করেছে আইরিশরা। বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ২টি করে উইকেট নিয়েছেন মারুফ ও জীবন। রাফি, বর্ষণ ও রাব্বি নিয়েছেন ১টি করে উইকেট।
৪৩ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে কিশোরগঞ্জ জেলা। ৩ দিনের ম্যাচে কুমিল্লা জেলাকে ১৮৪ রানের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তারা।
৩ ঘণ্টা আগেভিনিসিয়ুস জুনিয়র-রাফিনিয়া-নেইমারদের নতুন কোচ কে? এই প্রশ্নে শেষ হয়ে আসছে অপেক্ষার পালা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে নাম ঘোষণা করতে পারে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
৩ ঘণ্টা আগেপাসপোর্ট হাতে পাওয়ার মাত্র একদিনের ভেতরই ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন পেয়ে গেলেন সমিত সোম। তাই বাংলাদেশের জার্সিতে খেলতে আর বাধা নেই তাঁর। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। সবকিছু ঠিক থাকলে আগামী জুনে এএফসি এশিয়া কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হওয়ার
৩ ঘণ্টা আগেকানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পাওয়ার পর বাংলাদেশের পাসপোর্টও হাতে পেয়েছেন সোমিত সোম। বাকি রইল শুধু ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির ছাড়পত্র। সেটি পেলে বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা থাকবে না তাঁর। এর মধ্যেই সোমিত পেয়েছেন আরেকটি সুখবর। কানাডিয়ান প্রিমিয়ার লিগের সপ্তাহের সেরা দলে জায়গা করে নিয়
৪ ঘণ্টা আগে