Ajker Patrika

হায়দরাবাদকে উড়িয়ে দিল গত আইপিএলের রানার্সআপরা

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

২০২২ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে উঠেও শিরোপা জেতা হয়নি রাজস্থান রয়্যালসের। তবে গত মৌসুমের রানার্সআপদের এবারের আইপিএলে শুরুটা হয়েছে দুর্দান্ত। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ সানরাইজার্স হায়দরাবাদকে ৭২ রানে হারিয়েছে রাজস্থান। 

২০৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই জোড়া ধাক্কা খায় হায়দরাবাদ। অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠি-এই দুটো গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন ট্রেন্ট বোল্ট। জোড়া উইকেটের সঙ্গে মেইডেন দিয়েছেন বোল্ট। এরপর তৃতীয় উইকেটে প্রাথমিক ধাক্কা সামাল দেন মায়াঙ্ক আগারওয়াল ও হ্যারি ব্রুক। ৩৭ বলে ৩৪ রানের জুটি গড়েন আগারওয়াল ও ব্রুক। সপ্তম ওভারের শেষ বলে ব্রুককে বোল্ড করেন যুজভেন্দ্র চাহাল। হায়দরাবাদের ইনিংসে ভাঙন ধরা শুরু এখান থেকেই। হায়দরাবাদের স্কোর দাঁড়ায় ১৭.৫ ওভারে ৮ উইকেটে ৯৫ রান। শেষের দিকে উমরান মালিক ও আবদুল সামাদের ব্যাটিংয়ে পরাজয়ের ব্যবধান কমায় ভুবনেশ্বর কুমারের দল। ২০ ওভারে ৮ উইকেটে ১৩১ রানে থামে হায়দরাবাদের ইনিংস। ৩২ বলে ইনিংস সর্বোচ্চ ৩২ রান করেন আবদুল সামাদ। রাজস্থানের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন চাহাল। 

ম্যাচসেরা হয়েছেন জস বাটলার। ২২ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৫৪ রানের বিস্ফোরক ইনিংস খেলেন বাটলার। 

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন হায়দরাবাদের অধিনায়ক ভুবনেশ্বর কুমার। বাটলার, সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল-এই তিন ব্যাটারের ঝোড়ো ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০৩ রান করে রাজস্থান। ৩২ বলে ইনিংস সর্বোচ্চ ৫৫ রান করেন স্যামসন। হায়দরাবাদের বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন ফজলহক ফারুকি ও টি নটরাজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত