Ajker Patrika

লিটনের বাজে আউটের ব্যাখ্যায় কী বললেন হৃদয়

আপডেট : ০৭ মে ২০২৪, ২২: ৪৯
লিটনের বাজে আউটের ব্যাখ্যায় কী বললেন হৃদয়

একের পর এক সুযোগ পেয়ে যাচ্ছেন লিটন দাস। তবে সেগুলো ঠিকমতো কাজে লাগাতে পারছেন কোথায়? এক অঙ্কের ঘরে আউট হচ্ছেন। আউটও হচ্ছেন বাজে শট খেলে। তবে তাওহীদ হৃদয়ের মতে লিটন বড় ইনিংস একদিন ঠিকই খেলবেন। 

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ১ রানে আউটের পর দ্বিতীয় ম্যাচে করেন ২৩ রান। চট্টগ্রামে আজ তৃতীয় টি-টোয়েন্টিতে করেছেন ১২ রান। রান যা-ই হোক, আউট হওয়ার ধরনটা দৃষ্টিকটু। ব্লেসিং মুজারাবানিকে দুইবার স্কুপ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন লিটন। ভুল থেকে শিক্ষা না নিয়ে আবারও করতে গেছেন স্কুপ। লিটনের শট আঘাত হেনেছে লেগ স্টাম্পে। ম্যাচ শেষে সংবাদসম্মেলনে যখন বাংলাদেশের প্রতিনিধি হিসেবে হৃদয় আসেন, তার কাছেও এসেছে লিটনের প্রসঙ্গ। হৃদয় বলেন, ‘ঠিক আছে দু একটা ইনিংস এদিক সেদিক হতেই পারে। আবার যেদিন ভালো শুরু করবে সেদিন দেখবেন তারাই ম্যাচ জিতিয়ে দিয়েছে। টপ অর্ডারে ব্যাটিং করে। তারাই দেখবেন ম্যাচে একদিন ১০০ বা আমাদের জন্য অবদান রাখবে।’ 

তিন টি-টোয়েন্টিতে ১২৭ রান হৃদয়ের। ১২৭ গড়, স্ট্রাইকরেটও নজরকাড়া ১৫৬.৭৯। সে অনুযায়ী টপ অর্ডার ব্যাটারদের ইনিংসের মতো স্ট্রাইকরেটও নিম্ন। লিটনের স্ট্রাইকরেট প্রসঙ্গ টেনেই হৃদয় বললেন, ‘একজন ক্রিকেটার সব সময় ভালো খেলবে না। লিটন ভাই তিনি কেমন ক্রিকেটার বা তাঁর স্ট্রাইকরেট নিয়ে অনেক কথা হচ্ছে শুনছি। আসলে যাচাই করে দেখলে দেখা যাবে এখনও তাঁর মতো স্ট্রাইকরেট বাংলাদেশের মনে হয় দুই তিনজনের ভেতরে আছে। এমনও হতে পারে খুব বড় খেলায় দেখা যাচ্ছে খেলার দৃশ্যপট বদলে দেবেন। আমাদের সবার বিশ্বাস রাখতে হবে। বিশ্বাসটা হারালে হবে না।’

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত