লর্ডস-হেডিংলি হয়ে ওভাল। কতভাবেই না রং বদলেছে ইংল্যান্ড-ভারত লড়াইয়ের মাঝে। শুধু বদলাননি সেই জার্ভো। লর্ডস-হেডিংলি হয়ে কাল শুক্রবার ওভালের মাঠেও ঢুকে পড়েছিলেন এই ইংলিশ দর্শক। আগের দুইবার সতর্ক করে দিয়ে ঘটনার শেষ হলেও এবার আর শেষ রক্ষা হয়নি জার্ভোর।
তৃতীয়বার মাঠে ঢুকে পড়ার ঘটনায় জার্ভোকে গ্রেপ্তার করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। ওভাল টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে ব্যাটিং করছিল ইংল্যান্ড। ৩৪ তম ওভারের তৃতীয় বল করবেন উমেশ যাদব। নন-স্ট্রাইক প্রান্তে তখন ইংলিশ ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। তখনই বল নিয়ে মাঠে ঢুকে পড়েন জার্ভো। দৌড়ে এসে বোলিং করার ভঙ্গিও করেন। ঝামেলা বাঁধে ফলো থ্রোতে ধাক্কা লাগে বেয়ারস্টোর সঙ্গে। টিভি রিপ্লেতে দেখে যায়, এতে যারপরনাই বিরক্ত হন ইংলিশ উইকেটকিপার ব্যাটসম্যান।
বেয়ারস্টোর সঙ্গে ধাক্কা লাগাটাই কাল হয়েছে জার্ভোর। এই ঘটনায় খানিক মেজাজ হারানো এই ইংলিশ ব্যাটসম্যানের সঙ্গে যোগ দেন সতীর্থ ওলি পোপ। জার্ভোকে কড়া দুটো তিনিও শুনিয়ে দেন। এরই মধ্যে নিরাপত্তাকর্মীরা এসে বাইরে নিয়ে যান জার্ভোকে।
জার্ভোকে গ্রেপ্তার করার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত লন্ডন মেট্রোপলিটন পুলিশ। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ‘শুক্রবার ওভাল ক্রিকেট মাঠে শারীরিক আক্রমণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে এখন দক্ষিণ লন্ডন পুলিশ বিভাগের হেফাজতে রাখা হয়েছে।’
একই ঘটনার বারবার পুনরাবৃত্তি হওয়া ভাবিয়ে তুলেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি)। এত দিন চুপ থাকলেও কালকের ঘটনার পর এক বিবৃতিতে ইসিবি জানিয়েছে, মাঠে বাইরের মানুষের প্রবেশ অগ্রহণযোগ্য। খেলোয়াড়দের নিরাপত্তা ঝুঁকিতে ফেলে এমন কোনো আচরণ ইসিবি সহ্য করবে না। নিরাপত্তা বেষ্টনী আরও জোরদার করা বিষয়ে ইসিবি কাজ করছেও বলে জানিয়েছে।
দিনের খেলা শেষে বিরক্তি লুকাতে পারেননি প্রথম ইনিংসে ইংলিশদের সর্বোচ্চ রান সংগ্রাহক পোপ। প্রথমে ব্যাপারটা হাসি-তামাশার হলেও এভাবে বারবার একই ঘটন মানতে পারছেন না তিনি। বলেছেন, ‘প্রথম দুই-একবার এটা হয়তো হাসির বিষয় ছিল। এখন আর সেরকম নেই। এসব ঘটনায় অন্তত ৫ মিনিট খেলা বন্ধ থাকে। এটা আপনার মনোযোগে ব্যাঘাত ঘটায়।’
জার্ভোর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন জনপ্রিয় ধারাভাষ্যকর হার্শা ভোগলে। এই ঘটনার পুনরাবৃত্তিতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন ইংল্যান্ড-ভারত ম্যাচের এই টিভি ধারাভাষ্যকর। এটা আর হাসির মধ্যে সীমাবদ্ধ নেই জানিয়ে লিখেছেন, আমি মনে করি, মাঠের নিরাপত্তা কাজে নিয়োজিত কিছু লোককে বহিষ্কার করা দরকার।
এর আগে লর্ডসে ভারতের জার্সি পরে ফিল্ডিংয়ে নেমে পড়েছিলেন জার্ভো। পরে হেডিংলিতে ব্যাট-প্যাড নিয়ে বিরাট কোহলির জায়গায় ব্যাটিংয়ে নেমে যেতে দেখা যায় তাঁকে। ব্যাটিং নেমে যাওয়ার ঘটনায় অবশ্য হেডিংলি গ্যালারিতে নিষিদ্ধ করা হয়েছে ইউটিউবার হিসেবে পরিচিত এই ইংলিশ দর্শককে।
লর্ডস-হেডিংলি হয়ে ওভাল। কতভাবেই না রং বদলেছে ইংল্যান্ড-ভারত লড়াইয়ের মাঝে। শুধু বদলাননি সেই জার্ভো। লর্ডস-হেডিংলি হয়ে কাল শুক্রবার ওভালের মাঠেও ঢুকে পড়েছিলেন এই ইংলিশ দর্শক। আগের দুইবার সতর্ক করে দিয়ে ঘটনার শেষ হলেও এবার আর শেষ রক্ষা হয়নি জার্ভোর।
তৃতীয়বার মাঠে ঢুকে পড়ার ঘটনায় জার্ভোকে গ্রেপ্তার করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। ওভাল টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে ব্যাটিং করছিল ইংল্যান্ড। ৩৪ তম ওভারের তৃতীয় বল করবেন উমেশ যাদব। নন-স্ট্রাইক প্রান্তে তখন ইংলিশ ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। তখনই বল নিয়ে মাঠে ঢুকে পড়েন জার্ভো। দৌড়ে এসে বোলিং করার ভঙ্গিও করেন। ঝামেলা বাঁধে ফলো থ্রোতে ধাক্কা লাগে বেয়ারস্টোর সঙ্গে। টিভি রিপ্লেতে দেখে যায়, এতে যারপরনাই বিরক্ত হন ইংলিশ উইকেটকিপার ব্যাটসম্যান।
বেয়ারস্টোর সঙ্গে ধাক্কা লাগাটাই কাল হয়েছে জার্ভোর। এই ঘটনায় খানিক মেজাজ হারানো এই ইংলিশ ব্যাটসম্যানের সঙ্গে যোগ দেন সতীর্থ ওলি পোপ। জার্ভোকে কড়া দুটো তিনিও শুনিয়ে দেন। এরই মধ্যে নিরাপত্তাকর্মীরা এসে বাইরে নিয়ে যান জার্ভোকে।
জার্ভোকে গ্রেপ্তার করার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত লন্ডন মেট্রোপলিটন পুলিশ। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ‘শুক্রবার ওভাল ক্রিকেট মাঠে শারীরিক আক্রমণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে এখন দক্ষিণ লন্ডন পুলিশ বিভাগের হেফাজতে রাখা হয়েছে।’
একই ঘটনার বারবার পুনরাবৃত্তি হওয়া ভাবিয়ে তুলেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি)। এত দিন চুপ থাকলেও কালকের ঘটনার পর এক বিবৃতিতে ইসিবি জানিয়েছে, মাঠে বাইরের মানুষের প্রবেশ অগ্রহণযোগ্য। খেলোয়াড়দের নিরাপত্তা ঝুঁকিতে ফেলে এমন কোনো আচরণ ইসিবি সহ্য করবে না। নিরাপত্তা বেষ্টনী আরও জোরদার করা বিষয়ে ইসিবি কাজ করছেও বলে জানিয়েছে।
দিনের খেলা শেষে বিরক্তি লুকাতে পারেননি প্রথম ইনিংসে ইংলিশদের সর্বোচ্চ রান সংগ্রাহক পোপ। প্রথমে ব্যাপারটা হাসি-তামাশার হলেও এভাবে বারবার একই ঘটন মানতে পারছেন না তিনি। বলেছেন, ‘প্রথম দুই-একবার এটা হয়তো হাসির বিষয় ছিল। এখন আর সেরকম নেই। এসব ঘটনায় অন্তত ৫ মিনিট খেলা বন্ধ থাকে। এটা আপনার মনোযোগে ব্যাঘাত ঘটায়।’
জার্ভোর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন জনপ্রিয় ধারাভাষ্যকর হার্শা ভোগলে। এই ঘটনার পুনরাবৃত্তিতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন ইংল্যান্ড-ভারত ম্যাচের এই টিভি ধারাভাষ্যকর। এটা আর হাসির মধ্যে সীমাবদ্ধ নেই জানিয়ে লিখেছেন, আমি মনে করি, মাঠের নিরাপত্তা কাজে নিয়োজিত কিছু লোককে বহিষ্কার করা দরকার।
এর আগে লর্ডসে ভারতের জার্সি পরে ফিল্ডিংয়ে নেমে পড়েছিলেন জার্ভো। পরে হেডিংলিতে ব্যাট-প্যাড নিয়ে বিরাট কোহলির জায়গায় ব্যাটিংয়ে নেমে যেতে দেখা যায় তাঁকে। ব্যাটিং নেমে যাওয়ার ঘটনায় অবশ্য হেডিংলি গ্যালারিতে নিষিদ্ধ করা হয়েছে ইউটিউবার হিসেবে পরিচিত এই ইংলিশ দর্শককে।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ সালাহ উদ্দিনকে এখন কথা বলতে হচ্ছে যথেষ্ট রক্ষণাত্মক সুরে। গতকাল দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা দলের সিনিয়র সহকারী কোচকে ঘুরেফিরে কথা বলতে হলো ব্যাটিং ব্যর্থতা নিয়ে। একটা দল টেস্ট গত এক বছরে ১৮ ইনিংসের ৯ বারই ২০০ রানের নিচে অলআউট...
৩ মিনিট আগেএএইচএফ কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় পুষ্কর ক্ষিসা মিমোর দল। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারাতে গিয়ে ঘাম ছুটে গেল। একপর্যায়ে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচ। কিন্তু শেষ মিনিটে ফজলে রাব্বির গোলে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে...
১ ঘণ্টা আগেবিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো আলোচনা উঠেছে আবারও। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। তবে ২০৩০ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন। প্রস্তাবটি বিশ্লেষণের পর্যায়ে রেখেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে কোনো সমস্যা...
২ ঘণ্টা আগেডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
২ ঘণ্টা আগে