Ajker Patrika

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে অনিশ্চিত কোহলি

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৪: ০৪
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে অনিশ্চিত কোহলি

সময়টা ভালো যাচ্ছে না বিরাট কোহলির। টি-টোয়েন্টিতে স্বেচ্ছায় নেতৃত্ব ছাড়ার মাশুল দিয়েছেন ওয়ানডেতেও নেতৃত্ব হারিয়ে। সাম্প্রতিক সময়ে ব্যাট খুব একটা কথা বলছে না তাঁর পক্ষে। এমন পরিস্থিতিতে জানা গেছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকেও সরে দাঁড়াতে পারেন এই তারকা ব্যাটার। তবে অন্য কোনো কারণ নয়, কোহলি না খেলতে পারেন পরিবারকে সময় দেওয়ার জন্য। 

ভারতের একাধিক সংবাদমাধ্যম বলছে, ১১ জানুয়ারি মেয়ে ভামিকার জন্মদিন। সেদিনই অবশ্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ টেস্ট খেলতে নামবেন কোহলি। আর ১৫ জানুয়ারি টেস্ট সিরিজ শেষ করেই দল ছাড়তে চান তিনি। টেস্ট অভিযান শেষ করে কোহলি যদি দল ছাড়েন, তবে ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে খেলা হবে না তাঁর। একাধিক সংবাদমাধ্যম বলছে, সেই সময়টা পরিবারকে দিতে চান কোহলি। 

তবে অনেকের প্রশ্ন, শুধু মেয়েকে সময় দিতেই কি খেলতে চাইছেন না কোহলি, নাকি অন্য কারণ আছে? ওয়ানডে থেকে নেতৃত্ব কেড়ে নেওয়ার বিষয়টি যে কোহলি ভালোভাবে নিতে পারেননি তা পরিষ্কার। অনেক সমর্থকের ধারণা, নেতৃত্ব যাওয়ার জেরেই হয়তো ওয়ানডে না খেলার এই সিদ্ধান্ত তাঁর। তবে এ বিষয়ে এখনো মুখ খোলেনি কেউই। 

শেষ পর্যন্ত কোহলি না খেললে দুই ভারত অধিনায়ককে একসঙ্গে খেলতে দেখার অপেক্ষা আরও বাড়বে। এর আগে বিশ্বকাপের পর রোহিত শর্মা নেতৃত্বে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলেননি কোহলি। এরপর কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন না রোহিত। চোটে পড়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও ছিটকে গেছেন রোহিত। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

যুবককে আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর পাল্টাপাল্টি দাবি

বরিশাল-৩ আসনে বিএনপির দুই হেভিওয়েট নেতার দ্বন্দ্ব প্রকাশ্যে

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত