Ajker Patrika

টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা নাও হতে পারে কোহলির

টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা নাও হতে পারে কোহলির

যে ক্রিকেট বিরাট কোহলিকে দীর্ঘ সময় দুহাত ভরে দিয়েছে, সেই ক্রিকেট যেন কোহলির দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

অথচ ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা কোহলি কয়েক মাস আগেও ছিলেন ভারতের তিন সংস্করণের অধিনায়ক। আর এখন তাঁকে দল থেকে ছেটে ফেলার চিন্তা করতে বাধ্য হচ্ছেন নির্বাচকেরা। ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, ইংল্যান্ড সফরেই কোহলির ভাগ্য নির্ধারণ হয়ে যেতে পারে। 

আজ রাতে থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড-ভারত টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজেই হয়তো লেখা আছে কোহলির টি-টোয়েন্টি বিশ্বকাপ ভাগ্য। বিশ্বকাপ দলে কোহলির জায়গা হবে কি না, এ নিয়ে টাইমস অব ইন্ডিয়া তাদের প্রতিবেদনে লিখেছে, ‘টি-টোয়েন্টি দল কেমন হবে, দল কেমন হবে, এটা এখনই বলা যাচ্ছে না। কারণ, শীর্ষ ক্রিকেটারদের বিশ্রাম দিতে হচ্ছে। বুমরা হয়তো ওয়েস্ট ইন্ডিজ যাবেন না। রোহিত, পন্ত, পান্ডিয়া টি-টোয়েন্টি খেলতে পারেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে কোহলির জন্য টিম ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নেয় সেটি দেখতে হবে। ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের এই সিরিজটা তাই তাঁর জন্য গুরুত্বপূর্ণ।’ 

সাবেক ভারতীয় ওপেনার ওয়াসিম জাফর তো বলেই দিয়েছেন, কোহলি টি-টোয়েন্টি চালিয়ে যাওয়ার অবস্থায় নেই। সর্বশেষ আইপিএলে ‘ডাকের হ্যাটট্রিক’ করা ব্যাটারকে নিয়ে জাফরের মত, এখন কোহলির ফর্ম নির্বাচকদের নজরে থাকবে। দীপক হুদা, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ারের মতো খেলোয়াড়রা টি-টোয়েন্টি দলের মিডল অর্ডারে জায়গা পাকা করে নিচ্ছেন। কোহলির পক্ষে টি-টোয়েন্টি দলে জায়গা ধরে রাখা খুব একটা সহজ হবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পত্তি বিক্রির প্রক্রিয়া শুরু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত