সময়ের সঙ্গে পাল্লা দিয়ে রান করছেন বাবর আজম। আন্তর্জাতিক ক্রিকেট, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট-সব জায়গাতেই তাঁর ব্যাটে ছুটছে রানের ফোয়ারা। টি-টোয়েন্টিতে সেঞ্চুরির রেকর্ডে গতকাল ক্রিস গেইলের আরও কাছে গেলেন বাবর।
এবারের লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলছেন বাবর। পাল্লেকেলেতে গতকাল বিকালে গল টাইটানসের বিপক্ষে ৫৯ বলে করেছেন ১০৪ রান। এলপিএলে এটা বাবরের প্রথম সেঞ্চুরি আর সব মিলিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে এই নিয়ে দশম সেঞ্চুরি করলেন পাকিস্তানি এই ব্যাটার। ১০ সেঞ্চুরির মধ্যে ৩টিই করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। দুটো করে সেঞ্চুরি করেছেন ভাইটালিটি ব্লাস্টে ও ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে। ভাইটালিটি ব্লাস্টে সমারসেট ও ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে ছুঁয়েছেন তিন অঙ্ক। দ্বিতীয় ক্রিকেটার হয়ে টি-টোয়েন্টিতে ১০ বা তার বেশি সেঞ্চুরি করেছেন বাবর। টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ ২২ সেঞ্চুরি করেছেন গেইল। ক্যারিবীয় এই ব্যাটার বিপিএল, আইপিএল, সিপিএল, বিগ ব্যাশ, পিএসএল-বিশ্বব্যাপী বিখ্যাত ফ্র্যাঞ্চাইজিগুলোতে খেলেছেন। আইপিএলে করেছেন ৬ সেঞ্চুরি ও বিপিএলে করেছেন ৫টি সেঞ্চুরি।
বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৪ সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে সেঞ্চুরি করেন তিনি। যা বাংলাদেশের ব্যাটারদের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি। বিপিএলে বাঁহাতি ব্যাটার করেছেন দুটি সেঞ্চুরি, যার একটি ২০১৯ বিপিএলের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ানসের জার্সিতে। তামিমের পর স্বীকৃত টি-টোয়েন্টিতে দুটি সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত। ২০২০ বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে সেঞ্চুরি করেন শান্ত।
গেইল, বাবরের পর স্বীকৃত টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ ৮টি সেঞ্চুরি রয়েছে। ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, অ্যারন ফিঞ্চ, মাইকেল ক্লিঙ্গার প্রত্যেকেই ৮টি করে সেঞ্চুরি করেছেন। কোহলির ৮ সেঞ্চুরির ৭টিই আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। আর ভারতের জার্সিতে ১টি সেঞ্চুরি করেছেন তিনি। ২০২২ এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেন ভারতীয় এই ব্যাটার।
স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সেঞ্চুরি:
ক্রিস গেইল: ২২
বাবর আজম: ১০
ডেভিড ওয়ার্নার: ৮
বিরাট কোহলি: ৮
অ্যারন ফিঞ্চ: ৮
মাইকেল ক্লিঙ্গার: ৮
বাংলাদেশি ব্যাটারদের মধ্যে স্বীকৃত টি-টোয়েন্টিতে বেশি সেঞ্চুরি
তামিম ইকবাল: ৪
নাজমুল হোসেন শান্ত: ২
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে রান করছেন বাবর আজম। আন্তর্জাতিক ক্রিকেট, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট-সব জায়গাতেই তাঁর ব্যাটে ছুটছে রানের ফোয়ারা। টি-টোয়েন্টিতে সেঞ্চুরির রেকর্ডে গতকাল ক্রিস গেইলের আরও কাছে গেলেন বাবর।
এবারের লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলছেন বাবর। পাল্লেকেলেতে গতকাল বিকালে গল টাইটানসের বিপক্ষে ৫৯ বলে করেছেন ১০৪ রান। এলপিএলে এটা বাবরের প্রথম সেঞ্চুরি আর সব মিলিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে এই নিয়ে দশম সেঞ্চুরি করলেন পাকিস্তানি এই ব্যাটার। ১০ সেঞ্চুরির মধ্যে ৩টিই করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। দুটো করে সেঞ্চুরি করেছেন ভাইটালিটি ব্লাস্টে ও ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে। ভাইটালিটি ব্লাস্টে সমারসেট ও ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে ছুঁয়েছেন তিন অঙ্ক। দ্বিতীয় ক্রিকেটার হয়ে টি-টোয়েন্টিতে ১০ বা তার বেশি সেঞ্চুরি করেছেন বাবর। টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ ২২ সেঞ্চুরি করেছেন গেইল। ক্যারিবীয় এই ব্যাটার বিপিএল, আইপিএল, সিপিএল, বিগ ব্যাশ, পিএসএল-বিশ্বব্যাপী বিখ্যাত ফ্র্যাঞ্চাইজিগুলোতে খেলেছেন। আইপিএলে করেছেন ৬ সেঞ্চুরি ও বিপিএলে করেছেন ৫টি সেঞ্চুরি।
বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৪ সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে সেঞ্চুরি করেন তিনি। যা বাংলাদেশের ব্যাটারদের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি। বিপিএলে বাঁহাতি ব্যাটার করেছেন দুটি সেঞ্চুরি, যার একটি ২০১৯ বিপিএলের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ানসের জার্সিতে। তামিমের পর স্বীকৃত টি-টোয়েন্টিতে দুটি সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত। ২০২০ বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে সেঞ্চুরি করেন শান্ত।
গেইল, বাবরের পর স্বীকৃত টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ ৮টি সেঞ্চুরি রয়েছে। ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, অ্যারন ফিঞ্চ, মাইকেল ক্লিঙ্গার প্রত্যেকেই ৮টি করে সেঞ্চুরি করেছেন। কোহলির ৮ সেঞ্চুরির ৭টিই আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। আর ভারতের জার্সিতে ১টি সেঞ্চুরি করেছেন তিনি। ২০২২ এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেন ভারতীয় এই ব্যাটার।
স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সেঞ্চুরি:
ক্রিস গেইল: ২২
বাবর আজম: ১০
ডেভিড ওয়ার্নার: ৮
বিরাট কোহলি: ৮
অ্যারন ফিঞ্চ: ৮
মাইকেল ক্লিঙ্গার: ৮
বাংলাদেশি ব্যাটারদের মধ্যে স্বীকৃত টি-টোয়েন্টিতে বেশি সেঞ্চুরি
তামিম ইকবাল: ৪
নাজমুল হোসেন শান্ত: ২
আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে ভারত-সংযুক্ত আরব আমিরাত। এই চার ম্যাচের মধ্যে তিনটিই ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি। টি-টোয়েন্টিতে সেই ২০১৬ এশিয়া কাপে মুখোমুখি হয়েছে দুই দল। ৯ বছর পর ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে আজ খেলতে নামছে ভারত-সংযুক্ত আরব আমিরাত। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে
১৫ মিনিট আগেআইসিসি র্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টির শীর্ষ দল ভারত। আরব আমিরাতের অবস্থান ১৫ নম্বরে। এশিয়া কাপে আজ দুই দলের ম্যাচটি তাই অসম লড়াইয়ের। তবে মাঠের লড়াই শুরুর আগে ‘যে কাউকে হারিয়ে দেওয়া’র আত্মবিশ্বাস আরব আমিরাতের। অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম বলেন, কয়েক মাস ধরেই কঠোর পরিশ্রম করেছেন তাঁরা। খেলাটা যেহেতু টি-টোয়েন্টি
১ ঘণ্টা আগেশারজায় ৭ সেপ্টেম্বর পাকিস্তানের কাছে ৭৫ রানে হেরে রানার্সআপ হয়েছিল আফগানিস্তান। তবে পাকিস্তানের কাছে দুমড়ে-মুচড়ে যাওয়া আফগানদের ঘুরে দাঁড়াতে লেগেছে ৪৮ ঘণ্টা। সংযুক্ত আরব আমিরাত-পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজটা যে আফগানদের জন্য ছিল কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যাপার, সেটা গত রাতে
১ ঘণ্টা আগেরেকর্ডের পেছনে আমি ছুটি না, রেকর্ডই আমাকে তাড়া করে—সামাজিক মাধ্যমে কয়েক বছর আগে ক্রিস্টিয়ানো রোনালদো এমন কিছু পোস্ট করে সাড়া ফেলে দিয়েছিলেন। শুধু মুখের কথাতেই নয়, রোনালদো যে কাজেও বিশ্বাসী। ৪০ পেরোনো এই পর্তুগিজ তারকা গড়ছেন একের পর এক রেকর্ড।
২ ঘণ্টা আগে