Ajker Patrika

বাবা হলেন মোস্তাফিজ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ১৬: ১১
ছেলে সন্তানের বাবা হয়েছেন মোস্তাফিজুর রহমান। ছবি: ফেসবুক
ছেলে সন্তানের বাবা হয়েছেন মোস্তাফিজুর রহমান। ছবি: ফেসবুক

বাবা হলেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের বাঁহাতি পেসারের ঘর আলো করে এসেছে ছেলেসন্তান। কাটার মাস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে আজ সেটা নিশ্চিত করেছেন।

ঢাকার এভারকেয়ার হাসপাতালে আজ ভূমিষ্ট হয়েছে মোস্তাফিজের ছেলে। আজকের পত্রিকাকে কাটার মাস্টার সেটা জানিয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাঁহাতি পেসার বাংলাদেশ সময় আজ বেলা ২টা ৪৮ মিনিটে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। সৃষ্টিকর্তার আশীর্বাদে আজ আমরা ছেলেসন্তানের বাবা হয়েছি। ছেলে এবং মা দুজনই ভালো আছেন। তাদের জন্য প্রার্থনা করবেন।’ ৪৪ মিনিটে (বেলা ৩টা ৩২ মিনিট পর্যন্ত) তাঁর পোস্টে মন্তব্য হয়েছে ৮ হাজারের বেশি। অনেকেই অভিনন্দন জানিয়েছেন। প্রতিক্রিয়া এসেছে ৬৫ হাজারের বেশি। যার মধ্যে ৩৯ হাজার লাভ রিঅ্যাকশন ও কেয়ার রিঅ্যাকশন পড়েছে ৭ হাজার।

বাবা হওয়ার সুখবর ফেসবুকে দিয়েছেন মোস্তাফিজুর রহমান। ছবি: ফেসবুক
বাবা হওয়ার সুখবর ফেসবুকে দিয়েছেন মোস্তাফিজুর রহমান। ছবি: ফেসবুক

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন মোস্তাফিজ। তাঁকে ছাড়াই উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ। ৮, ১০ ও ১২ ডিসেম্বর তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ।

২০১৫ থেকে শুরু করে এখন পর্যন্ত ১৫ টেস্ট, ১০৭ ওয়ানডে ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০৬ ম্যাচ খেলেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ২২৮ ম্যাচে তিনি পেয়েছেন ৩৩৫ উইকেট। শারজায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেটাই বাংলাদেশের জার্সিতে মোস্তাফিজের সবশেষ কোনো ম্যাচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত