Ajker Patrika

এবার মাশরাফিদের দলে সাকিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

এবারের মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডানের হয়ে খেলার কথা ছিল সাকিব আল হাসানের। কিন্তু জাতীয় দলের ব্যস্ততা আর পারিবারিক সমস্যার কারণে একটি ম্যাচও খেলতে পারেননি তিনি। এদিকে সুপার লিগের আগেই লিগ পর্ব থেকে ছিটকে গেছে মোহামেডান।

সুপার লিগে এবার লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলবেন সাকিব। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন লিজেন্ডস অব রূপগঞ্জের শীর্ষ কর্মকর্তা তারিকুল ইসলাম টিটো। তিনি জানিয়েছেন, আগামীকাল সন্ধ্যায় ঢাকায় পৌঁছে পরের ম্যাচ থেকে খেলবেন সাকিব। দুদিন আগে মোহামেডান থেকে শেখ জামালে যোগ দেন মুশফিকুর রহিম আর মেহেদী হাসান মিরাজ।

এবার সে পথে হাঁটলেন সাকিবও। লিজেন্ডস অব রূপগঞ্জে তিনি সতীর্থ হিসেবে পাবেন সাবেক বাংলাদেশ অধিনায়ক মাশরাফিকে। সুপার লিগের প্রথম ম্যাচে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ৫৫ রানের জয় পেয়েছেন মাশরাফিরা। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লিজেন্ডস অব রূপগঞ্জ। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে সবার ওপরে শেখ জামাল ধানমন্ডি। আগামী ২২ এপ্রিল সুপার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে বিকেএসপির চার নম্বর মাঠে প্রাইম ব্যাংকের মুখোমুখি হবে রূপগঞ্জ। এ ম্যাচ দিয়ে এবারের ডিপিএলে মাঠে নামতে পারেন সাকিব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত