Ajker Patrika

দুই ‘কুশলকে’ নিয়ে ফিল্ডিংয়ে শ্রীলঙ্কা

আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ১৮: ৩৪
দুই ‘কুশলকে’ নিয়ে ফিল্ডিংয়ে শ্রীলঙ্কা

অরুণ জেটলি স্টেডিয়ামে ২০২৩ বিশ্বকাপ মিশন শুরু করবে শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। 

দুই কুশলকে নিয়েই একাদশ সাজিয়েছে শ্রীলঙ্কা। যেখানে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে খেলবেন কুশল মেন্ডিস। আর কুশল পেরেরা খেলবেন ব্যাটার হিসেবে। এর পাশাপাশি ব্যাটিংয়ে আছেন পাথুম নিশাঙ্কা, চারিথ আসালাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, ধনঞ্জয় ডি সিলভা ও দাসুন শানাকা। যার মধ্যে শানাকা ও ডি সিলভা অলরাউন্ডার। বাঁহাতের ঘূর্ণি জাদুর পাশাপাশি লোয়ার মিডল অর্ডারে কার্যকরী ব্যাটিংও করতে পারেন দুনিথ ভেল্লালাগে। সঙ্গে আছেন তিন পেসার মাথিসা পাতিরানা, কাসুন রাজিথা ও দিলশান মাদুশঙ্কা। 

শ্রীলঙ্কার তুলনায়  শক্তিশালী একাদশ নিয়ে নামছে দক্ষিণ আফ্রিকা। এইডেন মার্করাম, রাসি ফন ডার ডুসেন, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলারের মতো হার্ডহিটার ব্যাটাররা আছেন। লুঙ্গি এনগিদি,কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন-এই তিন পেসার আছেন প্রোটিয়া একাদশে। যার মধ্যে ইয়ানসেন পেস বোলিং অলরাউন্ডার।

শ্রীলঙ্কার একাদশ: দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, দুনিথ ভেল্লালাগে, মাথিসা পাতিরানা, কাসুন রাজিথা, দিলশান মাদুশঙ্কা। 

দক্ষিণ আফ্রিকার একাদশ: টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফন ডার ডুসেন, জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), মার্কো ইয়ানসেন, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, লুঙ্গি এনগিদি, ডেভিড মিলার, কাগিসো রাবাদা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত