Ajker Patrika

অ-১৯ বিশ্বকাপ খেলতে খেলতেই বড়দের বিশ্বকাপে স্বর্ণা-দিশা

আপডেট : ২১ জানুয়ারি ২০২৩, ২০: ৪৮
অ-১৯ বিশ্বকাপ খেলতে খেলতেই বড়দের বিশ্বকাপে স্বর্ণা-দিশা

দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো নারীদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে। টুর্নামেন্টে দুর্দান্ত খেলছেন স্বর্ণা আক্তার, দিশা বিশ্বাস, দিলারা আক্তার, মারুফা আক্তাররা। এই চার ক্রিকেটারই সুযোগ পেয়েছেন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দলে। ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ রওনা দেবে আগামী পরশু। 

এই মুহূর্তে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ নিয়ে ব্যস্ত স্বর্ণা দারুণ ছন্দে রয়েছেন। আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় থাকায় স্বর্ণা প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন জাতীয় দলে। অনূর্ধ্ব-১৯ দলে থাকা দিশা, দিলারা, মারুফার অবশ্য অভিজ্ঞতা আছে জাতীয় দলের ড্রেসিংরুমে থাকার। এর মধ্যে দিলারা–মারুফার আন্তর্জাতিক অভিষেকও হয়েছে। 

মূল টুর্নামেন্ট শুরুর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। সঙ্গে আইসিসি নির্ধারিত দুটি প্রস্তুতি ম্যাচ পাচ্ছেন জ্যোতিরা। প্রথমটি ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে ও ৮ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবেন তাঁরা। ১২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের।

বাংলাদেশের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মারুফা আক্তার, দিলারা আক্তার, ফাহিমা খাতুন, সালমা খাতুন, জাহানারা আলম, শামীমা সুলতানা, রুমানা আহমেদ, লতা মন্ডল, ঝর্ণা আক্তার, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, রিতু মনি, দিশা বিশ্বাস, শোভনা মোস্তারি।

স্ট্যান্ডবাই:
রাবেয়া, সানজিদা আক্তার মেঘলা, ফারজানা হক পিংকি, শারমিন আক্তার সুপ্তা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

অদৃশ্য শর্তে বাংলাদেশের জন্য ট্রাম্পের ১৫% শুল্ক ছাড়

স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার কাছে খোলাচিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত