Ajker Patrika

হেলিকপ্টারে নয়, সড়কপথে পদ্মা সেতুতে বিশ্বকাপ ট্রফি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ১৮: ১৩
হেলিকপ্টারে নয়, সড়কপথে পদ্মা সেতুতে বিশ্বকাপ ট্রফি

এই বছরের অক্টোবর ও নভেম্বর ভারতে হবে ওয়ানডে বিশ্বকাপ ২০২৩। এর আমেজ ইতিমধ্যে ছড়িয়ে গেছে ক্রিকেট-সমর্থকদের মাঝে। এর সঙ্গে বিশ্বকাপের ট্রফি ভ্রমণও যেন যোগ করছে বাড়তি উন্মাদনা। আইসিসি ট্রফি ট্যুরের অংশ হিসেবে বিভিন্ন দেশে ঘুরছে সোনার বিশ্বকাপ ট্রফিও।

এরই ধারাবাহিকতায় পাকিস্তান ও শ্রীলঙ্কা ঘুরে গতকাল রাতে তিন দিনের জন্য বাংলাদেশে এল ট্রফি। বিসিবি জানিয়েছে, বেলা ৩টায় আইকনিক লোকেশন পদ্মা সেতুতে বিশ্বকাপ ট্রফির ফটোসেশন হওয়ার কথা আজ। হেলিকপ্টারে পদ্মা সেতুতে নেওয়ার কথা থাকলেও বিরূপ আবহাওয়ার কারণে সড়কপথেই পদ্মা সেতুতে যাচ্ছে বিশ্বকাপ ট্রফি। 

জানা গেছে, পদ্মা সেতুতে বিশ্বকাপ ট্রফির ফটোসেশন রাতেও হবে। আগামীকাল সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মিডিয়া সেন্টারের সামনে রাখা হবে ট্রফি। নারী ও পুরুষ দলের সাবেক-বর্তমান ক্রিকেটার, মিডিয়া ও বোর্ডসংশ্লিষ্টরা দেখতে পারবেন কাল।

শুধু তা-ই নয়, সমর্থকেরাও দেখার সুযোগ পাবেন বিশ্বকাপ ট্রফি। আগামী পরশু বসুন্ধরা শপিং কমপ্লেক্সে নিয়ে যাওয়া হবে বিশ্বকাপ। সেখানে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সমর্থকেরা দেখার সুযোগ পাবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

র‍্যাবের গুলিতে নিহত কলেজছাত্র সিয়াম মাদক কারবারি নয়, দাবি পরিবারের

চীনা পণ্যে শুল্ক ‘উল্লেখযোগ্য’ পরিমাণে কমিয়ে সুখে বসবাসের ঘোষণা ট্রাম্পের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত