Ajker Patrika

সাকিব-লিটনের জোড়া ফিফটিতে দারুণ খেলছে বাংলাদেশ

আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ১০: ১৫
সাকিব-লিটনের জোড়া ফিফটিতে দারুণ খেলছে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে সান্ত্বনার জয় পেতে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। একাদশে এসেছেন তাসকিন আহমেদ আর হাসান মাহমুদ।  ক্রাইস্টচার্চে  সাকিব আল হাসান, লিটন দাসের জোড়া ফিফটিতে দারুণ ব্যাটিং করছে বাংলাদেশ। এই খবর পাওয়া পর্যন্ত ১৭ ওভারে বাংলাদেশ করেছে ১৫২-৩। 

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এই ম্যাচে ইনিংসের উদ্বোধন করেছেন নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার। সৌম্য ৪ বলে ৪ রান করে আউট হলে দলীয় ৭ রানেই বাংলাদেশের উদ্বোধনী জুটি ভেঙে যায়। তিন নম্বরে নামা লিটনকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে ৩৪ রানের জুটি গড়েন শান্ত। তবে শান্ত এই ম্যাচেও ব্যর্থ হয়েছেন। ১৫ বলে করেছেন ১২ রান। এরপর তৃতীয় উইকেট জুটিতে সাকিবকে সঙ্গে নিয়ে দলকে দারুণভাবে এগিয়ে নেন লিটন। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সপ্তম ফিফটি পেয়েছেন লিটন। ৪২ বলে ৬৯ করে আউট হলে তৃতীয় উইকেটের ৮৮ রানের জুটি ভেঙে যায়। ফিফটি পেয়েছেন সাকিবও। টানা দুই ম্যাচে ফিফটি পেয়েছেন সাকিব। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২তম ফিফটি করেছেন বাংলাদেশ অধিনায়ক। সাকিব অপরাজিত আছেন ৩৬ বলে ৬০ রান করে।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কৌশলে বিনিয়োগ সরাচ্ছে বহুজাতিক কোম্পানি

বিমান বিধ্বস্ত: এক ঘণ্টা পর উদ্ধার হন পাইলট, তখনো বেঁচে ছিলেন

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

রংপুরের ১০ কিমি সড়কে ৩৬৫ টন পাথর উধাও

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত