সবকিছুর একটা শেষ থাকে। বিরাট কোহলি ও নাভিন-উল-হকও তাঁদের শত্রুতার শেষটা টানলেন। শত্রুতা ভুলে গতকাল বিশ্বকাপের ম্যাচে বন্ধু হলেন। ম্যাচ চলাকালীন একে অপরে হাত ও বুকে বুক মিলিয়ে যেন হৃদয়ের কথা শুনলেন।
আর দুজনে বলেছেন চলো বন্ধু অতীতের সবকিছু ভুলে যাই। ভ্রাতৃত্বের বন্ধন তৈরির সময় তাঁদের মধ্যে কী কথা হয়েছে, তা ম্যাচ শেষে জানিয়েছেন নাভিন। সঙ্গে আফগানিস্তানের বোলার কোহলির প্রশংসাও করেছেন। সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেছেন, ‘দর্শক তাদের ঘরের ক্রিকেটারকে নিয়ে চিৎকার করেছে। সাধারণত যা হয়। এটি কোহলির ঘরের মাঠ। সে খুব ভালো ছেলে, ভালো খেলোয়াড়। আমরা একে অপরে হাত মিলিয়েছি।’
মাঠের ভেতরে অনেক কিছু ঘটলেও বাইরে তাঁদের মধ্যে কোনো বিরোধ নেই বলে জানিয়েছেন নাভিন। ২৪ বছর বয়সী পেসার বলেছেন, ‘মাঠের ভেতরেই ঘটনাটি ছিল। মাঠের বাইরে কোনো কিছুই ছিল না। লোকজন এটিকে বড় করে তোলে। নিজেদের ফলোয়ারের সংখ্যা বাড়ানোর জন্য। সে বলল পুরোনো সব শেষ করতে এবং আমিও বললাম সব ভুলে গেছি। এরপর আমরা একে অপরে হাত মিলিয়ে জড়িয়ে ধরি।’
সর্বশেষ আইপিএলে কোহলি-নাভিনের দ্বন্দ্বের শুরু হয়েছিল। কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও নাভিনের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের এক ম্যাচে একে অপরের সঙ্গে তর্কে জড়ান। সেই তর্কে যোগ দিয়েছিলেন ভারতের সাবেক ব্যাটার গৌতম গম্ভীরও। ঘটনায় জরিমানার শাস্তি পাওয়ার পরেও জল অনেক ঘোলা হয়েছিল। অবশেষ গতকাল সেই জল বিশুদ্ধ হয়েছে একে অপরের হাত ও বুক মেলানোতে। দুই ক্রিকেটারের বন্ধুত্বের ঘটনাটি গতকাল ধারাভাষ্যকক্ষ থেকে দেখেছেন গম্ভীরও।
এর আগে গতকাল কোহলি যখন নাভিনের বোলিংয়ের মুখোমুখি হচ্ছিলেন, তখন দর্শক ভারতীয় ব্যাটারের নাম ধরে চিৎকার করছিল। সে সময় কোহলি এমনটা করতে মানা করেন। এরপর দুজনে একে অপরের দ্বন্দ্বের ইতি টানেন। হাত ও বুক মেলানোর সময় ভারতীয় কিংবদন্তি আফগান বোলারের পিঠ চাপড়ে দেন। এরপর সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়ে কোহলিকে ধন্যবাদও জানান নাভিন।
সবকিছুর একটা শেষ থাকে। বিরাট কোহলি ও নাভিন-উল-হকও তাঁদের শত্রুতার শেষটা টানলেন। শত্রুতা ভুলে গতকাল বিশ্বকাপের ম্যাচে বন্ধু হলেন। ম্যাচ চলাকালীন একে অপরে হাত ও বুকে বুক মিলিয়ে যেন হৃদয়ের কথা শুনলেন।
আর দুজনে বলেছেন চলো বন্ধু অতীতের সবকিছু ভুলে যাই। ভ্রাতৃত্বের বন্ধন তৈরির সময় তাঁদের মধ্যে কী কথা হয়েছে, তা ম্যাচ শেষে জানিয়েছেন নাভিন। সঙ্গে আফগানিস্তানের বোলার কোহলির প্রশংসাও করেছেন। সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেছেন, ‘দর্শক তাদের ঘরের ক্রিকেটারকে নিয়ে চিৎকার করেছে। সাধারণত যা হয়। এটি কোহলির ঘরের মাঠ। সে খুব ভালো ছেলে, ভালো খেলোয়াড়। আমরা একে অপরে হাত মিলিয়েছি।’
মাঠের ভেতরে অনেক কিছু ঘটলেও বাইরে তাঁদের মধ্যে কোনো বিরোধ নেই বলে জানিয়েছেন নাভিন। ২৪ বছর বয়সী পেসার বলেছেন, ‘মাঠের ভেতরেই ঘটনাটি ছিল। মাঠের বাইরে কোনো কিছুই ছিল না। লোকজন এটিকে বড় করে তোলে। নিজেদের ফলোয়ারের সংখ্যা বাড়ানোর জন্য। সে বলল পুরোনো সব শেষ করতে এবং আমিও বললাম সব ভুলে গেছি। এরপর আমরা একে অপরে হাত মিলিয়ে জড়িয়ে ধরি।’
সর্বশেষ আইপিএলে কোহলি-নাভিনের দ্বন্দ্বের শুরু হয়েছিল। কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও নাভিনের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের এক ম্যাচে একে অপরের সঙ্গে তর্কে জড়ান। সেই তর্কে যোগ দিয়েছিলেন ভারতের সাবেক ব্যাটার গৌতম গম্ভীরও। ঘটনায় জরিমানার শাস্তি পাওয়ার পরেও জল অনেক ঘোলা হয়েছিল। অবশেষ গতকাল সেই জল বিশুদ্ধ হয়েছে একে অপরের হাত ও বুক মেলানোতে। দুই ক্রিকেটারের বন্ধুত্বের ঘটনাটি গতকাল ধারাভাষ্যকক্ষ থেকে দেখেছেন গম্ভীরও।
এর আগে গতকাল কোহলি যখন নাভিনের বোলিংয়ের মুখোমুখি হচ্ছিলেন, তখন দর্শক ভারতীয় ব্যাটারের নাম ধরে চিৎকার করছিল। সে সময় কোহলি এমনটা করতে মানা করেন। এরপর দুজনে একে অপরের দ্বন্দ্বের ইতি টানেন। হাত ও বুক মেলানোর সময় ভারতীয় কিংবদন্তি আফগান বোলারের পিঠ চাপড়ে দেন। এরপর সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়ে কোহলিকে ধন্যবাদও জানান নাভিন।
যা চোখের সামনে ঘটতে দেখবেন, সেটা নিয়ে চুপ করে থাকার মতো মানুষ নন সুনীল গাভাস্কার। অপ্রত্যাশিত কিছু ঘটলে সেই ব্যাপারে কড়া মন্তব্য করতে দ্বিধাবোধ করেন না তিনি। ওভালে ভারতের বিপক্ষে সিরিজের পঞ্চম টেস্টের মাঝপথে ক্রিস ওকস যে ছিটকে গেলেন, তাতে তাঁরই দায় দেখছেন গাভাস্কার।
১১ ঘণ্টা আগে২০২৫ বিপিএল শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তৎকালীন সভাপতি ফারুক আহমেদ নতুন বিপিএল আয়োজনের অঙ্গীকার করেছিলেন। তবে সেই বিপিএল নিয়ে হয়েছে তুমুল সমালোচনা। মাঠের বাইরের ঘটনায় অনেক বেশি আলোচিত-সমালোচিত হয়েছে সেই বিপিএল।
১২ ঘণ্টা আগেএইচপি ও বাংলাদেশ ‘এ’ দল চট্টগ্রামে দুই দিনে দুটি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিল। তবে বৈরী আবহাওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। প্রথম দিনে মাঠ প্রস্তুত করা নিয়ে সমস্যা থাকলেও দ্বিতীয় দিনের ম্যাচটি পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে।
১৩ ঘণ্টা আগেপ্রতিপক্ষের সামনে গিয়ে বুনো উদ্যাপন করতে লিওনেল মেসিকে তেমন একটা দেখা যায় না বললেই চলে। খেলোয়াড়েরা তাঁদের নিজস্ব ধরনে যেভাবে উদ্যাপন করেন, মেসিও প্রায়ই করেন এমন কিছু। আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলারকে গতকাল দেখা গেল ভিন্ন রূপে।
১৩ ঘণ্টা আগে