Ajker Patrika

আর খেলা না হলে হারবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আর খেলা না হলে হারবে বাংলাদেশ

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এ নিয়ে তিনবার বৃষ্টি বাধায় থামল প্রথম ওয়ানডে। আফগানিস্তানের ইনিংসের ২১.৪ ওভারের সময় বন্ধ হয়েছে খেলা। ২ উইকেট হারিয়ে ৮৩ রান করেছে আফগানিস্তান।

এখান থেকে আর খেলা না হলে বৃষ্টি আইনে ম্যাচ হারবে বাংলাদেশ। বৃষ্টি আইনে এ সময় পার স্কোর ছিল ৬৭ রান। আফগানিস্তান ১৬ রান বেশি করেছে। ফলে এখান থেকে আর খেলা হলে প্রথম ওয়ানডেতে জয় পাচ্ছে তারাই।

উইকেটে আছেন দুই অপরাজিত আছেন ইব্রাহিম জাদরান ও হাশমতউল্লাহ শহিদী। ৪১ রান করেছেন ইব্রাহিম। ৫৮ বলে ৫ চার তাঁর ইনিংসে। অধিনায়ক শহিদী অপরাজিত আছেন ৯ রানে।

এখন পর্যন্ত ব্যাটিংয়ে ব্যর্থতা বোলিংয়ে ঢাকতে পারেননি বাংলাদেশের বোলাররা। ওপেনিং জুটি ভাঙতেই নাভিশ্বাস উঠেছে তাসকিন আহমেদ-মোস্তাফিজুর রহমানদের। শেষ পর্যন্ত ৫৪ রানে সাকিব আল হাসান ভাঙেন এই জুটি। এরপর অবশ্য দ্রুতই রহমত শাহকে ফেরান তাসকিন। উইকেটকিপার লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত