Ajker Patrika

সাকিব-মুশফিকদের ইতিহাস গড়ার ১৬ বছর

আপডেট : ১৭ মার্চ ২০২৩, ১৫: ৩৭
সাকিব-মুশফিকদের ইতিহাস গড়ার ১৬ বছর

১৭ মার্চ দিনটি বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের কাছে স্মরণীয় এক দিন। ১৬ বছর আগে পোর্ট অব স্পেনে ইতিহাস গড়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপে ভারতকে হারিয়ে অঘটন ঘটিয়েছিল বাংলাদেশ।

বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হয়েছিল দুঃসংবাদকে সঙ্গী করে। ২০০৭-এর ১৬ মার্চ সড়ক দুর্ঘটনায় মারা যান মাঞ্জারুল ইসলাম রানা। ২২ বছর বয়সেই তরুণ এই ক্রিকেটারের অকালপ্রয়াণের খবর চলে যায় সুদূর পোর্ট অব স্পেনে। শোককে শক্তিতে পরিণত করতেই যেন এদিন খেলতে নেমেছিল বাংলাদেশ। শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড়দের নিয়ে গড়া শক্তিশালী ভারত হাঁসফাঁস করা শুরু করে। মাশরাফি বিন মর্তুজা, আব্দুর রাজ্জাকদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারতীয়রা। ৪৯.৩ ওভারে ১৯১ রানে গুটিয়ে যায় ভারত। সর্বোচ্চ ৬৬ রান করেছিলেন গাঙ্গুলী। বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছিলেন মাশরাফি। রাজিথা ও তিনটি করে উইকেট নিয়েছিলেন রাজ্জাক ও মোহাম্মদ রফিক।

১৯২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন তামিম ইকবাল। জহির খান, মুনাফ প্যাটেলদের ওপর যেভাবে চড়াও হয়ে খেলছিলেন, বোঝাই যাচ্ছিল না যে বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নেমেছেন তামিম। বিশ্বকাপের প্রথম ম্যাচেই তুলে নিয়েছেন ফিফটি। ৫৩ বলে ৫১ রান আসে বাংলাদেশের এই বাঁহাতি ওপেনারের ব্যাট থেকে। যেখানে জহিরকে ডাউন দ্য উইকেটে তামিমের ছক্কা মারার কথা আজও অনেকের মুখে শোনা যায়। তামিমের পাশাপাশি ফিফটি পেয়েছিলেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। ৫৩ রান করেন সাকিব। আর তুলির শেষ আচড়টা দেন মুশফিক। ৪৯ তম ওভারের শেষ বলে মুনাফ প্যাটেলকে কভার ড্রাইভ করে বাংলাদেশকে ৫ উইকেটের জয় এনে দেন মুশফিক। ভারত বধের এই ম্যাচে ম্যাচসেরা হয়েছেন মাশরাফি।

বাংলাদেশের ভারত বধের দিন অঘটনের শিকার হয়েছিল পাকিস্তানও। জ্যামাইকার স্যাবাইনা পার্কে ডাকওয়ার্থ-লুইস মেথডে (ডিএলএস) পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়েছিল আইরিশরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত