Ajker Patrika

ক্যারিয়ারসেরা ইনিংসের পর দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মুল্ডার

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০২ জুলাই ২০২৫, ১৭: ৩২
চোটে ছিটকে গেছেন কেশভ মহারাজ। দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক উইয়ান মুল্ডার (বাঁয়ে) ছবি: এএফপি
চোটে ছিটকে গেছেন কেশভ মহারাজ। দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক উইয়ান মুল্ডার (বাঁয়ে) ছবি: এএফপি

লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হ্যামস্ট্রিংয়ে চোট পান তেম্বা বাভুমা। চোট থেকে সেরে উঠতে সময় লাগায় জিম্বাবুয়ে সিরিজে তাঁকে ছাড়াই দল ঘোষণা করেছিল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএ)। এই সিরিজের জন্য অধিনায়ক করা হয় কেশভ মহারাজকে। তাঁর নেতৃত্বে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে ৩২৮ রানের বড় জয় পেয়েছে প্রোটিয়ারা।

তবে দ্বিতীয় টেস্টের আগে দক্ষিণ আফ্রিকা দলে আবারও দুঃসংবাদ। কুঁচকির চোটে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন অধিনায়ক মহারাজ। এই অভিজ্ঞ স্পিনারের পরিবর্তে দলে ডাকা হয়েছে সেনুরান মুথুসামিকে। ৪টি টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে এ বাঁহাতি স্পিনারের। প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৪টি ও দ্বিতীয় ইনিংসে ফিফটি করেন মহারাজ।

প্রথম টেস্টের তৃতীয় দিনে ব্যাট করার সময় চোট পান মহারাজ। চোটের পর পরই তাকে দেশে ফেরত পাঠানো হয়েছে। মহারাজ ছিটকে যাওয়ায় দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকা দলকে নেতৃত্ব দেবেন উইয়ান মুল্ডার। প্রথম টেস্টে ব্যাটে-বলে দারুণ ভূমিকা রেখেছেন এই অলরাউন্ডার। দ্বিতীয় ইনিংসে খেলেছেন ক্যারিয়ারসেরা ১৪৭ রানের ইনিংস। প্রথম ইনিংসে বল হাতে নিয়েছেন ৪ উইকেট।

এ ছাড়া প্রথমে দলে যোগ দেওয়ার কথা থাকলেও পেসার লুঙ্গি এনগিদিকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হয়েছে। যাতে প্রথম টেস্টে ভালো করা পেসাররা আরেকটি সুযোগ পান নিজেদের প্রমাণের। আগের টেস্টে কোরবিন বশ, কোডি ইউসুফ, কুয়েনা মাফাকা ও মুল্ডার পেস আক্রমণে ছিলেন এবং সবাই ছন্দে ছিলেন। আগামী রোববার একই মাঠে শুরু হবে শেষ টেস্ট।

দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্টের দল: উইয়ান মুল্ডার (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, ম্যাথিউ ব্রিটজকে, ডেওয়াল্ড ব্রেভিস, কোরবিন বশ, টনি ডি জর্জি, জুবায়ের হামজা, কুয়েনা মাফাকা, সেনুরান মুথুসামি, লুয়ান-ড্রে প্রেটোরিয়াস, লেসেগো সেনোকওয়ানে, প্রেনেলান সুব্রায়েন, কাইল ভেরায়েন, কোডি ইউসুফ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত