Ajker Patrika

মধ্যাহ্নভোজের আগে তাসকিনের ২ উইকেট, উইন্ডিজের ৫০

ক্রীড়া ডেস্ক    
তাসকিন আহমেদ। এএফপি ফাইল ছবি
তাসকিন আহমেদ। এএফপি ফাইল ছবি

প্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।

আজ অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে সিরিজে প্রথম টেস্ট জিতে বোলিংয়ের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরে বাংলাদেশ দল। ক্যারিবীয়রা রানের দেখা পায় ইনিংসের তৃতীয় ওভারে।

প্রথম দুই ওভার মেইডেন দিলেও বেশ দেখেশুনে খেলছিল স্বাগতিকেরা। তবে ইনিংসের ১৪ তম ওভারে ব্রেকথ্রু এনে দেন তাসকিন। ওপেনার-অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েটকে (৪) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। নিজের পরের ওভার তাসকিন ডাক উপহার দিয়ে ফেরত পাঠান কেসি কার্টিকে।

হঠাৎ ২ উইকেট হারানোর চাপ সামাল দিয়ে উইন্ডিজ মধ্যাহ্নভোজে গেছে ২৩ ওভারে ২ উইকেটে ৫০ রান নিয়ে। ওপেনার মিকাইল লুইস (৩৬) ও কেভম হজ (১০) ও তৃতীয় উইকেটে গড়েছেন ২৫ রানের জুটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত