Ajker Patrika

বাংলাদেশ সিরিজেই ১৪৭ বছরের রেকর্ড ভাঙতে পারেন কোহলি

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ২০: ২৯
Thumbnail image

সবার চোখ এখন বিরাট কোহলির দিকে। আরেকটি যে নতুন রেকর্ড গড়ার সামনে ভারতীয় ‘ক্রিকেট কিং’! বাংলাদেশ সিরিজেই সেটি করে ফেলতে পারেন ৩৫ বছর বয়সী ব্যাটার। 

সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে নিজেদের মাঠে দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে শুরু হচ্ছে সিরিজের প্রথম টেস্ট। এই সিরিজে ৫৮ রান করলেই নতুন মাইলফলক স্পর্শ করবেন কোহলি। ক্রিকেট ইতিহাসের চতুর্থ ব্যাটার হিসেবে ২৭ হাজার আন্তর্জাতিক রানের মালিক হবেন তিনি। 

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—তিন সংস্করণ মিলিয়ে কোহলির রান ৫৯১ ইনিংসে ২৬৯৪২ রান। এ তালিকায় সবার ওপরে থাকা শচীন টেন্ডুলকারের রান ৩৪৩৫৭ (৭৮২ ইনিংস), কুমার সাঙ্গাকারার ২৮০১৬ (৬৬৬ ইনিংস) ও রিকি পন্টিংয়ের ২৭৪৮৩ (৬৬৮ ইনিংস)। 

৫৮ রান করতে পারলে ছুঁতে পারলে একটি জায়গায় তিন কিংবদন্তি ব্যাটারকে ছাড়িয়ে যাবেন কোহলি। সবচেয়ে কম ইনিংসে ২৭ হাজার রানের চূড়া স্পর্শ করবেন এই ডানহাতি ব্যাটার। ১৪৭ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে ৬০০ ইনিংসেরও কম খেলে এই কীর্তি গড়বেন কোহলি। 

বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টে ৮ ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ আছে কোহলির। টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় নাজমুল হোসেন শান্তদের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে খেলবেন না তিনি। তবে টেস্টেই এই ইতিহাস গড়তে পারেন কোহলি। ম্যাচের হিসেবে তিনি এখন পর্যন্ত খেলেছেন—৫৩৩। তার মধ্যে টেস্টে ১৯১ ইনিংসে করেছেন ৮৮৪৮ রান, ওয়ানডেতে ২৮৩ ইনিংসে ১৩৯০৪ রান ও টি-টোয়েন্টিতে ১১৭ ইনিংসে ৪১৮৮ রান। 

আন্তর্জাতিক ক্রিকেটে ২৭ হাজার রান করতে শচীনের লেগেছিল ৫৪৭ ম্যাচ আর ৬২৩ ইনিংস। সাঙ্গাকারার লেগেছে ৫৮০ ম্যাচ ও ৬৪৮ ইনিংস। পন্টিংয়ের ৫৮০ ম্যাচ ও ৬৫০ ইনিংস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত