নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০২৫ বিপিএলে পারিশ্রমিক ইস্যুতে দুর্বার রাজশাহী ও চিটাগং কিংসকে নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, এবার তার ছায়া পড়েছে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। পারিশ্রমিক বকেয়ার কারণে আজ পারটেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা দলীয় অনুশীলন বর্জন করেছেন।
মিরপুরে আজ সকালে পারটেক্সের নির্ধারিত অনুশীলন ছিল। শুরুতে কয়েকজন ক্রিকেটার জিম সেশনে অংশ নিলেও পরে তাঁরা একত্র হয়ে পারিশ্রমিক ইস্যুতে অনুশীলন না করার সিদ্ধান্ত নেন। সমাধান না হলে আগামীকাল গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচ না খেলার হুমকি দিয়েছেন পারটেক্সের ক্রিকেটাররা। তাঁরা লিখিত অভিযোগ দাখিল করতে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটনের (সিসিডিএম) কাছে যাওয়ার কথাও ভাবছেন। পারটেক্সের স্বত্বাধিকারী মোহাম্মদ সাজ্জাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ক্রিকেটারদের পারিশ্রমিক দিয়েছি এবং আরও দেব। লিগ শুরুর আগে অধিকাংশ ক্রিকেটারকে ৫০ শতাংশ, পরে ঈদের আগে ১০ শতাংশ—মোট ৬০ শতাংশ পরিশোধ করা হয়েছে। আজ অনুশীলন করতে আসেনি তারা। তারা বাকি পারিশ্রমিক চাইলে আমি বলেছি, আগামীকালের ম্যাচের পর আলোচনায় বসব। লিগ তো এখনো শেষ হয়নি। আমি কারও বকেয়া রাখব না।’
পারটেক্সের ক্রিকেটাররা বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম ও ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীসের সঙ্গে দেখা করে লিখিত অভিযোগ দিয়েছেন। পারিশ্রমিক বকেয়া থাকলে ম্যাচ না খেলার যে ঘোষণা দেওয়া হয়েছে, সেটা বলবৎ থাকবে বলে ক্রিকেটাররা জানিয়েছেন।
ক্রিকেটারদের স্বার্থে কাজ করা সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) অ্যাডহক কমিটির প্রধান সেলিম সাহেদ বলেন, ‘আমি পারিশ্রমিক ইস্যু সম্পর্কে অবগত ছিলাম না। কেউ এখনো আমার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে বিষয়টি দেখব। আমরা বর্তমানে কোয়াবের নতুন সংবিধান প্রণয়ন নিয়ে কাজ করছি। পারিশ্রমিক ইস্যুতে যদি প্রয়োজন হয়, আমরা পারটেক্স কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব। তবে সমস্যা হলো, অধিকাংশ ক্রিকেটার মৌখিক চুক্তিতে খেলে। লিখিত প্রমাণ না থাকলে আমাদের পক্ষে পদক্ষেপ নেওয়া কঠিন হয়।’
পারটেক্স এবার ক্রিকেটারদের সঙ্গে মৌখিক চুক্তির ভিত্তিতে দল গঠন করেছে। জানা গেছে, এখন পর্যন্ত বেশির ভাগ ক্রিকেটারকে সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত পারিশ্রমিক দেওয়া হয়েছে, যার মধ্যে লিগ শুরুর আগে ৫০ শতাংশ এবং ঈদের আগে আরও ১০ শতাংশ দেওয়া হয়। পারফরম্যান্সের দিক থেকেও পারটেক্স খুব একটা ভালো অবস্থানে নেই—নয় ম্যাচে মাত্র দুটি জয় পেয়েছে তারা। সুপার লিগে ওঠার সম্ভাবনাও ক্ষীণ।
২০২৫ বিপিএলে পারিশ্রমিক ইস্যুতে দুর্বার রাজশাহী ও চিটাগং কিংসকে নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, এবার তার ছায়া পড়েছে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। পারিশ্রমিক বকেয়ার কারণে আজ পারটেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা দলীয় অনুশীলন বর্জন করেছেন।
মিরপুরে আজ সকালে পারটেক্সের নির্ধারিত অনুশীলন ছিল। শুরুতে কয়েকজন ক্রিকেটার জিম সেশনে অংশ নিলেও পরে তাঁরা একত্র হয়ে পারিশ্রমিক ইস্যুতে অনুশীলন না করার সিদ্ধান্ত নেন। সমাধান না হলে আগামীকাল গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচ না খেলার হুমকি দিয়েছেন পারটেক্সের ক্রিকেটাররা। তাঁরা লিখিত অভিযোগ দাখিল করতে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটনের (সিসিডিএম) কাছে যাওয়ার কথাও ভাবছেন। পারটেক্সের স্বত্বাধিকারী মোহাম্মদ সাজ্জাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ক্রিকেটারদের পারিশ্রমিক দিয়েছি এবং আরও দেব। লিগ শুরুর আগে অধিকাংশ ক্রিকেটারকে ৫০ শতাংশ, পরে ঈদের আগে ১০ শতাংশ—মোট ৬০ শতাংশ পরিশোধ করা হয়েছে। আজ অনুশীলন করতে আসেনি তারা। তারা বাকি পারিশ্রমিক চাইলে আমি বলেছি, আগামীকালের ম্যাচের পর আলোচনায় বসব। লিগ তো এখনো শেষ হয়নি। আমি কারও বকেয়া রাখব না।’
পারটেক্সের ক্রিকেটাররা বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম ও ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীসের সঙ্গে দেখা করে লিখিত অভিযোগ দিয়েছেন। পারিশ্রমিক বকেয়া থাকলে ম্যাচ না খেলার যে ঘোষণা দেওয়া হয়েছে, সেটা বলবৎ থাকবে বলে ক্রিকেটাররা জানিয়েছেন।
ক্রিকেটারদের স্বার্থে কাজ করা সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) অ্যাডহক কমিটির প্রধান সেলিম সাহেদ বলেন, ‘আমি পারিশ্রমিক ইস্যু সম্পর্কে অবগত ছিলাম না। কেউ এখনো আমার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে বিষয়টি দেখব। আমরা বর্তমানে কোয়াবের নতুন সংবিধান প্রণয়ন নিয়ে কাজ করছি। পারিশ্রমিক ইস্যুতে যদি প্রয়োজন হয়, আমরা পারটেক্স কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব। তবে সমস্যা হলো, অধিকাংশ ক্রিকেটার মৌখিক চুক্তিতে খেলে। লিখিত প্রমাণ না থাকলে আমাদের পক্ষে পদক্ষেপ নেওয়া কঠিন হয়।’
পারটেক্স এবার ক্রিকেটারদের সঙ্গে মৌখিক চুক্তির ভিত্তিতে দল গঠন করেছে। জানা গেছে, এখন পর্যন্ত বেশির ভাগ ক্রিকেটারকে সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত পারিশ্রমিক দেওয়া হয়েছে, যার মধ্যে লিগ শুরুর আগে ৫০ শতাংশ এবং ঈদের আগে আরও ১০ শতাংশ দেওয়া হয়। পারফরম্যান্সের দিক থেকেও পারটেক্স খুব একটা ভালো অবস্থানে নেই—নয় ম্যাচে মাত্র দুটি জয় পেয়েছে তারা। সুপার লিগে ওঠার সম্ভাবনাও ক্ষীণ।
ছেলেদের ফুটবলে ব্রাজিল পাঁচবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেও সবশেষ শিরোপা জিতেছে ২০০২ সালে। পরের ২৪ বছরে বলার মতো সাফল্য বলতে ২০১৯ কোপা আমেরিকার শিরোপা জয়। ছেলেদের ফুটবলে ব্রাজিল যেখানে ধুঁকছে, সেখানে তাদের নারী ফুটবলাররা খেলছেন দাপট দেখিয়ে। উরুগুয়েকে বিধ্বস্ত করে ফের নারী কোপা আমেরিকার ফাইনালে উঠল
৩৪ মিনিট আগেবাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন জাতীয় দলে গত ডিসেম্বরে যুক্ত হওয়ার পর গত আট মাসে মুদ্রার দুটি পিঠই দেখে ফেলেছেন। জাতীয় দলের ধারাবাহিক ব্যর্থতায় সালাহ উদ্দীন সমালোচিত হয়েছেন। অথচ ঘরোয়া ক্রিকেটের সাফল্যে তিনি এত দিন শুধু প্রশংসা পেয়ে অভ্যস্ত ছিলেন। এসব নিয়েই গতকাল মাস্কো...
১ ঘণ্টা আগেবাংলাদেশের হয়ে ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল। এ যাত্রায় তাঁদের সঙ্গ দিয়েছেন কলকাতার দুজন সাঁতারু। চার জন মিলে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে সময় লেগেছে ১২ ঘণ্টা ১০ মিনিট।
১৩ ঘণ্টা আগেসাকিব-মাশরাফিদের সৌজন্যে বাংলাদেশ ক্রিকেট হামাগুড়ি থেকে উঠে দাঁড়াতে শিখেছে। শিখেছে দৌড়াতে। ‘পঞ্চপাণ্ডব’ বাংলাদেশকে নিয়ে গেছেন ভিন্ন উচ্চতায়। তাঁদের সবার ক্যারিয়ার প্রায় শেষ। মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে। মুশফিকুর রহিম খেলছেন শুধু
১৩ ঘণ্টা আগে