অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের আগে এই সংস্করণে ১৬টির বেশি ম্যাচ পাচ্ছে বাংলাদেশ।
পূর্বনির্ধারিত ম্যাচগুলো তো আছেই, এর বাইরে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে নিউজিল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজ খেলার কথা গত মাসেই নিশ্চিত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুধু জানার বাকি ছিল, তৃতীয় দলটি কে হতে চলেছে। আজ সেটিও নিশ্চিত হয়ে গেছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা নিশ্চিত করেছেন, স্বাগতিক নিউজিল্যান্ড ও বাংলাদেশের সঙ্গে সিরিজটি খেলবে তাঁর দল পাকিস্তান।
রমিজ বলেছেন, ‘সেপ্টেম্বরে পাকিস্তান সফরে আসবে ইংল্যান্ড। সেটি শেষ করেই আমরা নিউজিল্যান্ডে সিরিজ খেলার সিদ্ধান্ত নিয়েছি। বিশ্বকাপের আগে ওই কন্ডিশনে দলকে আরও বেশি ম্যাচ খেলাতে চেয়েছিলাম। এখন খেলোয়াড়েরা সেই সুযোগ পাবে। এই সিরিজ খেলে আমরা বিশ্বকাপের জন্য সঠিক দল বেছে নিতে পারব।’ সুযোগ পাবে নিজেদের ঠিক রসায়ন খুঁজে বের করার।’
ত্রিদেশীয় সিরিজের দল চূড়ান্ত হলেও ভেন্যু নিশ্চিত করেনি নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। যদিও সম্ভাব্য ভেন্যু হিসেবে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের নাম উঠে এসেছে।
সিরিজটি হবে লিগ পদ্ধতিতে। একে-অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে দলগুলো। শীর্ষ দুই দল ফাইনাল খেলবে, নাকি পয়েন্ট তালিকা সেরা দল চ্যাম্পিয়ন হবে, সেসব পরে জানা যাবে।
বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে ক্যাম্প করবে বাংলাদেশ। ক্যাম্প চলাকালীন স্থানীয় দল সাউদার্ন রেডব্যাকসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। সেখান থেকে প্রতিবেশী দেশ নিউজিল্যান্ডে গিয়ে ত্রিদেশীয় সিরিজটি খেলবে।
অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের আগে এই সংস্করণে ১৬টির বেশি ম্যাচ পাচ্ছে বাংলাদেশ।
পূর্বনির্ধারিত ম্যাচগুলো তো আছেই, এর বাইরে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে নিউজিল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজ খেলার কথা গত মাসেই নিশ্চিত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুধু জানার বাকি ছিল, তৃতীয় দলটি কে হতে চলেছে। আজ সেটিও নিশ্চিত হয়ে গেছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা নিশ্চিত করেছেন, স্বাগতিক নিউজিল্যান্ড ও বাংলাদেশের সঙ্গে সিরিজটি খেলবে তাঁর দল পাকিস্তান।
রমিজ বলেছেন, ‘সেপ্টেম্বরে পাকিস্তান সফরে আসবে ইংল্যান্ড। সেটি শেষ করেই আমরা নিউজিল্যান্ডে সিরিজ খেলার সিদ্ধান্ত নিয়েছি। বিশ্বকাপের আগে ওই কন্ডিশনে দলকে আরও বেশি ম্যাচ খেলাতে চেয়েছিলাম। এখন খেলোয়াড়েরা সেই সুযোগ পাবে। এই সিরিজ খেলে আমরা বিশ্বকাপের জন্য সঠিক দল বেছে নিতে পারব।’ সুযোগ পাবে নিজেদের ঠিক রসায়ন খুঁজে বের করার।’
ত্রিদেশীয় সিরিজের দল চূড়ান্ত হলেও ভেন্যু নিশ্চিত করেনি নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। যদিও সম্ভাব্য ভেন্যু হিসেবে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের নাম উঠে এসেছে।
সিরিজটি হবে লিগ পদ্ধতিতে। একে-অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে দলগুলো। শীর্ষ দুই দল ফাইনাল খেলবে, নাকি পয়েন্ট তালিকা সেরা দল চ্যাম্পিয়ন হবে, সেসব পরে জানা যাবে।
বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে ক্যাম্প করবে বাংলাদেশ। ক্যাম্প চলাকালীন স্থানীয় দল সাউদার্ন রেডব্যাকসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। সেখান থেকে প্রতিবেশী দেশ নিউজিল্যান্ডে গিয়ে ত্রিদেশীয় সিরিজটি খেলবে।
অধিনায়ক হিসেবে গত ২১০ দিনে পাঁচটি আন্তর্জাতিক সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। এর মধ্যে শুধু শেষ দুই মাসেই চারটি সিরিজ খেলেছে বাংলাদেশ। জয় এসেছে দুটি সিরিজে। এখন আপাতত কিছুটা বিশ্রামের সুযোগ পাচ্ছেন লিটনরা।
৮ ঘণ্টা আগেএশিয়ান ক্রিকেটকে এক করেছে ঢাকা—এশিয়ান ক্রিকেট খেলুড়ে দেশগুলোর শীর্ষ কর্তাদের ছবি আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এমন এক ক্যাপশন দিয়ে পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ দেখতে যেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এশিয়ান ক্রিকেটের শীর্ষ কর্তাদের মিলনমেলা বসেছে।
১০ ঘণ্টা আগে৪১ রানে নেই ৭ উইকেট। মিরপুরে ৯ বছর আগের সেই লজ্জার রেকর্ড চোখরাঙানি দিচ্ছিল বাংলাদেশকে। ২০১৬ সালে ইডেন গার্ডনে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই সংস্করণে নিজেদের সর্বনিম্ন ৭০ রানে অলআউট হওয়ার রেকর্ড গড়েছিল। তবে আজ পাকিস্তানের বিপক্ষে নিজেদের মাঠে ব্যাটিং আরও ভয়ংকর খারাপ ছিল, ৪১ রানে ৭ উইকেট হারায়...
১০ ঘণ্টা আগেসাত বছর আগে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। আজ তিনি খেলছেন ১২তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ২০১৮ সালে অভিষেক হওয়ার পর মাঝে পাঁচ বছর দলেই সুযোগ পাননি সাহিবজাদা ফারহান। তবে নিজের কৌশল, ধারাবাহিকতা আর শটের রেঞ্জ ও বৈচিত্র্যে বাড়িয়ে ২০২৪ সালে আবারও সাহিবজাদা ফেরেন পাকিস্তান দলে। তবে গত বছর তেমন ভালো
১১ ঘণ্টা আগে