ক্রীড়া ডেস্ক
ক্রিকেটারদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির ঘটনা নতুন কিছু নয়। ক্রিকেটারদের পাশাপাশি অনেক সময় জড়িয়ে যান তাঁদের পরিবারের সদস্যরা। এবার ভারতের এক নারী ক্রিকেটার ভয়ংকর অভিযোগ তুললেন তাঁর সতীর্থের বিরুদ্ধে।
ভারতীয় নারী ক্রিকেটার দীপ্তি শর্মা তাঁরই সতীর্থ আরুশি গোয়েলের বিরুদ্ধে ২৫ লাখ রূপি প্রতারণার অভিযোগ তুলেছেন। এমনকি আরুশির বিরুদ্ধে বাড়ি ভেঙে টাকা–গয়না চুরির মামলাও দীপ্তির পক্ষ থেকে করা হয়েছে কদিন আগে। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে আজ এসেছে এমন খবর। দীপ্তির ভাই সুমিত শর্মা এফআইআর করেছেন। এফআইআরে লেখা হয়েছে—দীপ্তি, আরুশির বন্ধুত্ব হয়েছিল একসঙ্গে খেলার কারণে। পরে আরুশি ও তাঁর পরিবার ‘পারিবারিক সমস্যা’ ও ‘অর্থসংকট’-এর অজুহাতে দীপ্তির কাছ থেকে বারবার টাকা নিতে থাকেন।
থানার সহকারী পুলিশ কমিশনার (এসিপি) সুকন্যা শর্মা অভিযোগ হয়েছে বলে স্বীকার করেছেন। সুকন্যা বলেন, ‘দীপ্তির ভাই সুমিত শর্মা সদর পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে সত্যতা খুঁজে পেয়েছি। দণ্ডবিধি বিএনএসের ৩০৫ এ ধারায় চুরি, ৩৩৩-এর ৩-এর অধীনে ঘর ভাঙা, ৩১৬-এর ২-এর অধীনে বিশ্বাস ভাঙা ও ৩৫২ ধারার অধীনে শান্তি-শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এফআইআর করা হয়েছে।’ দীপ্তির সঙ্গে প্রতারণার অভিযোগের ব্যাপারে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে কথা বলেছেন সুমিত। দীপ্তির ভাই বলেন, ‘আমার বোন প্রায় ২৫ লাখ রুপি গত দুই বছরে দিয়েছে আরুশিকে। ফেরত চাইতে গেলে আরুশিটাকা ফেরত দিতে অস্বীকৃতি জানিয়েছে।’
জুন-জুলাইয়ে ইংল্যান্ডে সীমিত ওভারের ক্রিকেটের সিরিজ খেলবে ভারত। সিরিজ সামনে রেখে বেঙ্গালুরুতে ট্রেনিং ক্যাম্পে ব্যস্ত থাকা দীপ্তি মানসিকভাবে আঘাত পেয়েছেন বলে মনে করেন সুমিত। দীপ্তির ভাই বলেন, ‘ঘটনাটা দীপ্তিকে প্রচণ্ড মানসিক ধাক্কা দিয়েছে। বর্তমানে সে তার অনুশীলনের কাজে বেঙ্গালুরুতে ভারতীয় দলের ক্যাম্পে ট্রেনিং নিয়ে ব্যস্ত। সামনে দলের ইংল্যান্ড সফর রয়েছে।’ ২০১৪ থেকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন দীপ্তি। ভারতের জার্সিতে ১১ বছরে ৫ টেস্ট, ১০৬ ওয়ানডে ও ১২৪ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ভারতীয় এই অলরাউন্ডার উত্তর প্রদেশ রাজ্যের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (ডিএসপি) হিসেবেও কাজ করছেন।
ক্রিকেটারদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির ঘটনা নতুন কিছু নয়। ক্রিকেটারদের পাশাপাশি অনেক সময় জড়িয়ে যান তাঁদের পরিবারের সদস্যরা। এবার ভারতের এক নারী ক্রিকেটার ভয়ংকর অভিযোগ তুললেন তাঁর সতীর্থের বিরুদ্ধে।
ভারতীয় নারী ক্রিকেটার দীপ্তি শর্মা তাঁরই সতীর্থ আরুশি গোয়েলের বিরুদ্ধে ২৫ লাখ রূপি প্রতারণার অভিযোগ তুলেছেন। এমনকি আরুশির বিরুদ্ধে বাড়ি ভেঙে টাকা–গয়না চুরির মামলাও দীপ্তির পক্ষ থেকে করা হয়েছে কদিন আগে। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে আজ এসেছে এমন খবর। দীপ্তির ভাই সুমিত শর্মা এফআইআর করেছেন। এফআইআরে লেখা হয়েছে—দীপ্তি, আরুশির বন্ধুত্ব হয়েছিল একসঙ্গে খেলার কারণে। পরে আরুশি ও তাঁর পরিবার ‘পারিবারিক সমস্যা’ ও ‘অর্থসংকট’-এর অজুহাতে দীপ্তির কাছ থেকে বারবার টাকা নিতে থাকেন।
থানার সহকারী পুলিশ কমিশনার (এসিপি) সুকন্যা শর্মা অভিযোগ হয়েছে বলে স্বীকার করেছেন। সুকন্যা বলেন, ‘দীপ্তির ভাই সুমিত শর্মা সদর পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে সত্যতা খুঁজে পেয়েছি। দণ্ডবিধি বিএনএসের ৩০৫ এ ধারায় চুরি, ৩৩৩-এর ৩-এর অধীনে ঘর ভাঙা, ৩১৬-এর ২-এর অধীনে বিশ্বাস ভাঙা ও ৩৫২ ধারার অধীনে শান্তি-শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এফআইআর করা হয়েছে।’ দীপ্তির সঙ্গে প্রতারণার অভিযোগের ব্যাপারে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে কথা বলেছেন সুমিত। দীপ্তির ভাই বলেন, ‘আমার বোন প্রায় ২৫ লাখ রুপি গত দুই বছরে দিয়েছে আরুশিকে। ফেরত চাইতে গেলে আরুশিটাকা ফেরত দিতে অস্বীকৃতি জানিয়েছে।’
জুন-জুলাইয়ে ইংল্যান্ডে সীমিত ওভারের ক্রিকেটের সিরিজ খেলবে ভারত। সিরিজ সামনে রেখে বেঙ্গালুরুতে ট্রেনিং ক্যাম্পে ব্যস্ত থাকা দীপ্তি মানসিকভাবে আঘাত পেয়েছেন বলে মনে করেন সুমিত। দীপ্তির ভাই বলেন, ‘ঘটনাটা দীপ্তিকে প্রচণ্ড মানসিক ধাক্কা দিয়েছে। বর্তমানে সে তার অনুশীলনের কাজে বেঙ্গালুরুতে ভারতীয় দলের ক্যাম্পে ট্রেনিং নিয়ে ব্যস্ত। সামনে দলের ইংল্যান্ড সফর রয়েছে।’ ২০১৪ থেকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন দীপ্তি। ভারতের জার্সিতে ১১ বছরে ৫ টেস্ট, ১০৬ ওয়ানডে ও ১২৪ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ভারতীয় এই অলরাউন্ডার উত্তর প্রদেশ রাজ্যের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (ডিএসপি) হিসেবেও কাজ করছেন।
দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজে ঘুরে দাঁড়ানোর পর অধিনায়ক লিটন দাস বলেছিলেন, নিজের প্রতি আত্মবিশ্বাস ছিল তাঁর! আত্মবিশ্বাস ছিল দলকে নিয়েও। তাঁর নেতৃত্বেই প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ।
১০ ঘণ্টা আগেকলম্বোয় বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি ম্যাচ হলে ঘুরেফিরে আসে ২০১৮ নিদাহাস ট্রফির স্মৃতি। সেবার লঙ্কানদের বিপক্ষে দুবারের লড়াইয়ে দুবারই জিতেছিল বাংলাদেশ। সাত বছর পর সেই প্রেমাদাসায় রচিত হলো ইতিহাস। ৮ উইকেটে জিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ।
১১ ঘণ্টা আগেলর্ডসে সিরিজের তৃতীয় টেস্টে ‘লো-স্কোরিং থ্রিলারে’ ভারত হারলেও রবীন্দ্র জাদেজার ব্যাটিংয়ের প্রশংসা করেছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞরা। মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাদের নিয়ে প্রাণপণে লড়ে গেছেন জাদেজা। তবে পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমলের মতে জাদেজার আরেকটু দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল।
১২ ঘণ্টা আগেসিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে তেমন কিছুই করতে পারেননি মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফউদ্দিন। কলম্বোর প্রেমাদাসায় আজ সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে জায়গা মেলেনি তাঁদের। একাদশে দুই পরিবর্তন আনতেই বাজিমাত বাংলাদেশের। মিরাজের পরিবর্তে একাদশে এসেই শেখ মেহেদী হাসান দেখালেন তাঁর ঘূর্ণিজাদু।
১৩ ঘণ্টা আগে