Ajker Patrika

একদিনের মধ্যেই সাকিবের নাম প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭: ৪৮
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) দল বদলের আনুষ্ঠানিকতা শেষ করার ২৪ ঘণ্টার মধ্যেই নিজের নাম প্রত্যাহারের সিদ্ধান্ত জানালেন সাকিব আল হাসান।

মিরপুরে গতকাল সিসিডিএম অফিসে সবাইকে চমকে দিয়ে অনলাইনে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে দলবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছিলেন তিনি। এই দলবদল ছিল দিনভর আলোচনার কেন্দ্রে। তবে সাকিব আদৌ ডিপিএলে খেলতে পারবেন কি না, তা নিয়ে ছিল অনিশ্চয়তা।

সাকিবের দেশে ফেরা নিয়ে সংশয় ছিল, কারণ তার বিরুদ্ধে একাধিক মামলা, গ্রেপ্তারি পরোয়ানা ও আর্থিক অনিয়ম সংক্রান্ত জিজ্ঞাসাবাদের ঝুঁকি রয়েছে। এর মধ্যে তিনি বোলিং অ্যাকশনে নিষিদ্ধ হয়ে কয়েক সপ্তাহ মাঠের বাইরে। যদিও শোনা যাচ্ছে, তিনি শিগগিরই লন্ডনে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন।

আজ দুপুরের পর সিসিডিএমে মোহামেডান, রূপগঞ্জ ও আবাহনীসহ কয়েকটি দল দলবদল সম্পন্ন করে। এর মধ্যেই আসে সাকিবের দলবদল প্রত্যাহারের খবর।

রূপগঞ্জ ও মোহামেডানের ক্লাব কর্মকর্তা তারিকুল ইসলাম টিটু বলেন, ‘গতকাল আমরা সাকিবের সঙ্গে যোগাযোগ করেই অনলাইনে দলবদল সম্পন্ন করেছিলাম। তবে আজ সে জানায়, খেলবে না। তাই আমরা দলবদলের তালিকা থেকে তার নাম প্রত্যাহার করে নিচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত