মেয়েদের ক্রিকেটে ইংল্যান্ড বেশ শক্তিশালী। দলটির বিপক্ষে টি-টোয়েন্টিতে আগে তিনবারের সাক্ষাতে তিনবারই হেরেছে বাংলাদেশ। তিনটিই টি-টোয়েন্টি বিশ্বকাপে। আগামীকালও নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ ইংলিশ মেয়েরা।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শারজায় ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। আগের ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে টুর্নামেন্টে ১০ বছর পর জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। সেই আত্মবিশ্বাস নিয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
সেমিফাইনালে যাওয়ার জন্য এই ম্যাচটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ সংবাদ সম্মেলনে এসে সেই কথা বললেন বাংলাদেশ দলের পেসার জাহানারা আলমও, ‘ইংল্যান্ডের ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, আমাদের লক্ষ্যই ছিল এক থেকে দুইটা ম্যাচ জেতা এবং দুটি ম্যাচ জিতলে হয়তো আমরা সেমিফাইনালের কাছাকাছি পৌঁছাতে পারব। আমাদের হাতে তিনটা পথ খোলা আছে, আমরা প্রথম অপশনটাই নেব। ইংল্যান্ডের সঙ্গেও যদি আমরা ভালোভাবে উতরে যেতে পারি তাহলে আমাদের জন্য আরও অনেক সহজ হয়। আসল কথা হচ্ছে আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব। আর ইংল্যান্ড একেবারে সহজ প্রতিপক্ষ না। আমরা সবাই জানি আগামীকাল কঠিন একটা লড়াই হবে। সেদিক থেকে আমরা অবশ্যই আমাদের সেরা ক্রিকেটটা খেলার চেষ্টা করব। যেভাবে সবাই মিলে অবদান রেখে প্রথম ম্যাচে জিতেছি। চেষ্টা করব দ্বিতীয় ম্যাচেও সবাই মিলে এমন পারফরম্যান্স করে দেখাতে পারব।’
ইংল্যান্ডের বিপক্ষে আগে বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। সেই অভিজ্ঞতা থাকায় এবার তাদের বিপক্ষে জয়ের খাতাটা খুলতে চান জাহানারা, ‘ইংল্যান্ডের সঙ্গে প্রত্যেক বিশ্বকাপেই আমরা খেলি। যখন আপনি অপরিচিত কোন প্রতিপক্ষের সঙ্গে খেলবেন তখন এটা আসলেই কঠিন। অনেক সময় এটা ভিডিও বিশ্লেষণের মাধ্যমে সম্ভব হয় না এবং স্ট্র্যাটেজিগুলো বাস্তবায়ন করা কঠিন হয়ে যায়। তারপর বলব আমাদের ভালো একটা মোমেন্টাম আছে, প্রথম ম্যাচে ভালো একটা জয় পেয়েছি। সেই মোমেন্টাম থেকে আমরা যে মোটিভেশন পেয়েছি এবং আমাদের যে এনার্জি আছে আমরা চেষ্টা করব সবগুলো নিয়ে সামনে এগোনোর জন্য। অবশ্যই, আমরা জেতার জন্য খেলব। বাকিটা আল্লাহ ভরসা।’
মেয়েদের ক্রিকেটে ইংল্যান্ড বেশ শক্তিশালী। দলটির বিপক্ষে টি-টোয়েন্টিতে আগে তিনবারের সাক্ষাতে তিনবারই হেরেছে বাংলাদেশ। তিনটিই টি-টোয়েন্টি বিশ্বকাপে। আগামীকালও নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ ইংলিশ মেয়েরা।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শারজায় ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। আগের ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে টুর্নামেন্টে ১০ বছর পর জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। সেই আত্মবিশ্বাস নিয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
সেমিফাইনালে যাওয়ার জন্য এই ম্যাচটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ সংবাদ সম্মেলনে এসে সেই কথা বললেন বাংলাদেশ দলের পেসার জাহানারা আলমও, ‘ইংল্যান্ডের ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, আমাদের লক্ষ্যই ছিল এক থেকে দুইটা ম্যাচ জেতা এবং দুটি ম্যাচ জিতলে হয়তো আমরা সেমিফাইনালের কাছাকাছি পৌঁছাতে পারব। আমাদের হাতে তিনটা পথ খোলা আছে, আমরা প্রথম অপশনটাই নেব। ইংল্যান্ডের সঙ্গেও যদি আমরা ভালোভাবে উতরে যেতে পারি তাহলে আমাদের জন্য আরও অনেক সহজ হয়। আসল কথা হচ্ছে আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব। আর ইংল্যান্ড একেবারে সহজ প্রতিপক্ষ না। আমরা সবাই জানি আগামীকাল কঠিন একটা লড়াই হবে। সেদিক থেকে আমরা অবশ্যই আমাদের সেরা ক্রিকেটটা খেলার চেষ্টা করব। যেভাবে সবাই মিলে অবদান রেখে প্রথম ম্যাচে জিতেছি। চেষ্টা করব দ্বিতীয় ম্যাচেও সবাই মিলে এমন পারফরম্যান্স করে দেখাতে পারব।’
ইংল্যান্ডের বিপক্ষে আগে বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। সেই অভিজ্ঞতা থাকায় এবার তাদের বিপক্ষে জয়ের খাতাটা খুলতে চান জাহানারা, ‘ইংল্যান্ডের সঙ্গে প্রত্যেক বিশ্বকাপেই আমরা খেলি। যখন আপনি অপরিচিত কোন প্রতিপক্ষের সঙ্গে খেলবেন তখন এটা আসলেই কঠিন। অনেক সময় এটা ভিডিও বিশ্লেষণের মাধ্যমে সম্ভব হয় না এবং স্ট্র্যাটেজিগুলো বাস্তবায়ন করা কঠিন হয়ে যায়। তারপর বলব আমাদের ভালো একটা মোমেন্টাম আছে, প্রথম ম্যাচে ভালো একটা জয় পেয়েছি। সেই মোমেন্টাম থেকে আমরা যে মোটিভেশন পেয়েছি এবং আমাদের যে এনার্জি আছে আমরা চেষ্টা করব সবগুলো নিয়ে সামনে এগোনোর জন্য। অবশ্যই, আমরা জেতার জন্য খেলব। বাকিটা আল্লাহ ভরসা।’
ম্যাচের আগে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের বাইরে গলা ফাটাচ্ছিলেন হাজারো মানুষ। তাই ছাদ ঢাকা গ্যালারির আবহ কেমন হবে তা আগে থেকে আন্দাজ করা যাচ্ছিল বেশ। কিন্তু দিনশেষে সমর্থকদের ফিরতে হয় হতাশ হয়ে। প্রত্যাবর্তনের যে স্বপ্ন নিয়ে ঘরের মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ, তা স্বপ্নই থেকে গেল৷
৫ ঘণ্টা আগেজিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২০ এপ্রিল সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি সামনে রেখে সিলেটে চলছে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের প্রস্তুতি ক্যাম্প। দুই দিন টানা অনুশীলনের পর আজ বিশ্রামে ছিলেন তাঁরা। তবে বিশ্রামের দিনটা দলের কয়েকজন ক্রিকেটারের সময় কেটেছে একসঙ্গে—হোটেলের নিজস্ব
১০ ঘণ্টা আগেফ্র্যাঞ্চাইজি লিগে ফিক্সিং ইস্যু প্রায় সময় জড়িয়ে যায়। এ ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন ইউনিটও সব সময় সরব। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেও হঠাৎ আলোচনায় ফিক্সিং। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে নির্দেশিকা পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
১১ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের মাঝপথে লিওনেল মেসি পা রাখবেন ৩৯ বছরে। প্রায় ১৪ মাস দূরে এখনো বিশ্বকাপ। কিন্তু বিশ্বমঞ্চে খুদে জাদুকরের শৈল্পিক কারুকার্য কি আবার দেখা যাবে? এ প্রশ্ন কাতার বিশ্বকাপের পর থেকেই আলোচনায়। আরেকটি বিশ্বকাপ এখন অনেক কাছাকাছি। মেসির ফর্মের ধারও ততটা কমেনি। মাঠে নামলেই করছেন গোল।
১২ ঘণ্টা আগে