সূর্যকুমার যাদবের সঙ্গে নাম ও কাজ দুই দিক থেকেই আকাশের সম্পর্ক। নামের সংক্ষিপ্ত রূপটা তাঁকে দিয়েছে ‘স্কাই’ তকমা। বড় বড় ছক্কা হাঁকিয়ে বরাবরই আকাশের সঙ্গে সম্পর্কের জানান দিচ্ছেন সূর্য। স্কুপ, পুল কিংবা হুক শটে ওপর দিয়ে বল পাঠাতেই যেন তাঁর পছন্দ। এরই মধ্যে টি-টোয়েন্টিতে ৫০টি ছক্কা মেরে এক পঞ্জিকাবর্ষে দারুণ এক কীর্তিও গড়েছেন তিনি।
টানা তিন ম্যাচে ৫০ পেরোনো ইনিংস খেলেছেন তিনটি। গতকাল গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছক্কা-চারের ফুলঝুরি ছুটিয়ে ২২ বলে ৬১ রান করেছেন সূর্য কুমার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ১০০০ রানের মাইলফলকও ছুঁয়েছেন তিনি। সূর্যকুমারের লেগেছে ৩৩ ইনিংস।
গতকাল টি-টোয়েন্টি ক্রিকেট আরও একটি কীর্তি গড়েছেন সূর্যকুমার। গ্লেন ম্যাক্সওয়েল, কলিন মুনরো, এভিন লুইস ও থিসারা পেরেরাদের ছাড়িয়ে সবচেয়ে কম বল খেলে দ্রুততম হাজার রান করার রেকর্ড নিজের করে নিয়েছেন ‘স্কাই’। এই রান করতে খেলেছেন মাত্র ৫৭৩ বল। স্বাভাবিকভাবেই তাঁর স্ট্রাইকরেট চোখ কপালে ওঠার মতো—১৭৪।
এ রেকর্ডে তিনি পেছনে ফেলেছেন গ্লেন ম্যাক্সওয়েলকে। ‘ম্যাক্সি’ ১০০০ রান করতে খেলেছেন ৬০৪ বল। তাঁর স্ট্রাইকরেট ছিল ১৬৬। নিউজিল্যান্ডর কলিন মুনরো ৬৩৫ বলে ১৫৭ স্ট্রাইকরেটে করেছেন ১০০০ রান। এ মাইলফলক ছুঁতে ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস ৬৪০ এবং শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার থিসারা পেরেরা খেলেছিলেন ৬৫৪ বল।
আরেকটি জায়গায়ও সবার ওপরে নাম লিখে ফেলেছেন সূর্য। পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানকে ছাড়িয়ে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডের মালিক এখন তিনি। রিজওয়ান ৪২ ছক্কা মেরেছিলেন গত বছর। ইনিংস খেলেছিলেন ২৬টি। সূর্যকুমার পাকিস্তানি ব্যাটারকে ছাড়িয়ে গেলেন ৫ ইনিংস কম খেলেই। ৪১ ছক্কা মেরে এই তালিকায় আছেন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল।
সূর্যকুমার যাদবের সঙ্গে নাম ও কাজ দুই দিক থেকেই আকাশের সম্পর্ক। নামের সংক্ষিপ্ত রূপটা তাঁকে দিয়েছে ‘স্কাই’ তকমা। বড় বড় ছক্কা হাঁকিয়ে বরাবরই আকাশের সঙ্গে সম্পর্কের জানান দিচ্ছেন সূর্য। স্কুপ, পুল কিংবা হুক শটে ওপর দিয়ে বল পাঠাতেই যেন তাঁর পছন্দ। এরই মধ্যে টি-টোয়েন্টিতে ৫০টি ছক্কা মেরে এক পঞ্জিকাবর্ষে দারুণ এক কীর্তিও গড়েছেন তিনি।
টানা তিন ম্যাচে ৫০ পেরোনো ইনিংস খেলেছেন তিনটি। গতকাল গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছক্কা-চারের ফুলঝুরি ছুটিয়ে ২২ বলে ৬১ রান করেছেন সূর্য কুমার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ১০০০ রানের মাইলফলকও ছুঁয়েছেন তিনি। সূর্যকুমারের লেগেছে ৩৩ ইনিংস।
গতকাল টি-টোয়েন্টি ক্রিকেট আরও একটি কীর্তি গড়েছেন সূর্যকুমার। গ্লেন ম্যাক্সওয়েল, কলিন মুনরো, এভিন লুইস ও থিসারা পেরেরাদের ছাড়িয়ে সবচেয়ে কম বল খেলে দ্রুততম হাজার রান করার রেকর্ড নিজের করে নিয়েছেন ‘স্কাই’। এই রান করতে খেলেছেন মাত্র ৫৭৩ বল। স্বাভাবিকভাবেই তাঁর স্ট্রাইকরেট চোখ কপালে ওঠার মতো—১৭৪।
এ রেকর্ডে তিনি পেছনে ফেলেছেন গ্লেন ম্যাক্সওয়েলকে। ‘ম্যাক্সি’ ১০০০ রান করতে খেলেছেন ৬০৪ বল। তাঁর স্ট্রাইকরেট ছিল ১৬৬। নিউজিল্যান্ডর কলিন মুনরো ৬৩৫ বলে ১৫৭ স্ট্রাইকরেটে করেছেন ১০০০ রান। এ মাইলফলক ছুঁতে ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস ৬৪০ এবং শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার থিসারা পেরেরা খেলেছিলেন ৬৫৪ বল।
আরেকটি জায়গায়ও সবার ওপরে নাম লিখে ফেলেছেন সূর্য। পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানকে ছাড়িয়ে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডের মালিক এখন তিনি। রিজওয়ান ৪২ ছক্কা মেরেছিলেন গত বছর। ইনিংস খেলেছিলেন ২৬টি। সূর্যকুমার পাকিস্তানি ব্যাটারকে ছাড়িয়ে গেলেন ৫ ইনিংস কম খেলেই। ৪১ ছক্কা মেরে এই তালিকায় আছেন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল।
নিগার সুলতানা জ্যোতির বলটা যখন বাতাসে ভেসে ছিল, মনে হচ্ছিল সেটা ছক্কা হয়ে যাবে। কিন্তু না। লংঅফে নিলাক্ষী সিলভা ক্যাচ ধরতেই শেষ বাংলাদেশের সেমিফাইনালে টিকে থাকার স্বপ্ন। জ্যোতির লড়াকু ৭৭ রানের ইনিংসের পরও বাংলাদেশ ৭ রানে হেরেছে শ্রীলঙ্কার কাছে।
২০ মিনিট আগেহারারেতে প্রথম দিনটা আফগানিস্তানের কাছে ভুলে যাওয়ার মতোই। ব্যাটিং, বোলিংয়ে জিম্বাবুয়ের ওপর বিন্দুমাত্র চাপ প্রয়োগ করতে পারেনি আফগানরা। ম্যাচের প্রথম দিন থেকেই চোখে সর্ষেফুল দেখছে আফগানিস্তান।
১ ঘণ্টা আগেএকটু অন্যরকম ঘটনা ঘটলেই হলো। সুনীল গাভাস্কার চুপ করে বসে থাকার পাত্র নন। কোনো কিছুর তোয়াক্কা না করে চাঁচাছোলা মন্তব্য করে বসেন ভারতীয় এই কিংবদন্তি। পার্থে ভারত-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে শেষেও ক্রিকেটের এক পদ্ধতিগত ব্যাপার নিয়েই প্রশ্ন তুলেছেন গাভাস্কার।
২ ঘণ্টা আগেবাংলাদেশ ফুটবল লিগে শুরুতে হোঁচট খেয়েছিল বসুন্ধরা কিংস। পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে ড্র করে ২-২ ব্যবধানে। দ্বিতীয় রাউন্ডে এসে ঘুরে দাঁড়িয়েছে তারা। ফর্টিস এফসিকে ঘরের মাঠে হারিয়েছে ২-১ ব্যবধানে। এই ম্যাচ দিয়ে ঘরোয়া ফুটবলে অভিষেক হয়েছে কিউবা মিচেলের।
২ ঘণ্টা আগে