Ajker Patrika

পাকিস্তানে সোনায় মোড়ানো আইফোন পেলেন রিশাদ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৪ মে ২০২৫, ১৫: ৪৩
ইসলামাবাদের বিপক্ষে গতকাল ৩ উইকেট শিকার করেন রিশাদ। ছবি: পিসিবি
ইসলামাবাদের বিপক্ষে গতকাল ৩ উইকেট শিকার করেন রিশাদ। ছবি: পিসিবি

শারজায় আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হার, পারফরম্যান্সেও বড় কোনো ঝলক না থাকায় ছিলেন আলোচনার বাইরে। তবে পাকিস্তানে ফিরেই বাজিমাত করলেন রিশাদ হোসেন। পিএসএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে দুর্দান্ত বোলিংয়ে লাহোর কালান্দার্সকে ফাইনালে তোলেন এই লেগ স্পিনার। আর ম্যাচ শেষে ড্রেসিংরুমে উল্লাসের মুহূর্তে তাঁর হাতে তুলে দেওয়া হলো সোনায় মোড়ানো বিশেষ আইফোন।

পিএসএলে প্লে অফের আগে শেষ দুই ম্যাচে খুব একটা নজর কাড়তে পারেননি রিশাদ। আরব আমিরাত সফরে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে খেললেও ৩ উইকেট ছাড়া খুব একটা বলার মতো ছিল না। তবে কোয়ালিফায়ারে যখন সবচেয়ে বেশি প্রয়োজন, তখনই জ্বলে উঠলেন তিনি। গতকাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ৩ ওভারে ৩৪ রান দিয়ে শিকার করলেন ৩ উইকেট। শাদাব খান, সালমান আগা ও জিমি নিশাম তাঁর শিকারে পরিণত হন। অথচ এলিমিনেটরে একাদশেই ছিলেন না তিনি। কোয়ালিফায়ারে দলে ফেরানো হয় পাকিস্তানি পেসার জামান খানের বদলে।

লাহোর কালান্দার্সের পরিচালক সামিন রানা সব সময়ই ড্রেসিংরুমের ভেতরের দৃশ্য আর আবেগময় মুহূর্তগুলো সামাজিক মাধ্যমে তুলে ধরেন। ম্যাচ শেষে দলের উদ্‌যাপনকালে রানা সবার উদ্দেশে বলেন, ‘আজকের (গতকাল) পারফরম্যান্স বিবেচনায় আইফোনটা কে পাওয়ার যোগ্য?’ কিছুক্ষণ চুপচাপ থাকার পর একটি নাম ধ্বনিত হয়—‘রিশাদ!’ সবার সম্মতিতে এবার সেই পুরস্কারই উঠে যায় তাঁর হাতে।

পুরস্কার দেওয়ার সময় সামিন রানা বলেন, ‘জামানের জায়গায় রিশাদকে খেলানো সহজ সিদ্ধান্ত ছিল না। কিন্তু সে যেভাবে চাপের মুখে মূল ব্যাটারদের আউট করেছে, তাতে আমরা গর্বিত। স্পিনে ভালো যারা, তাদের বিপক্ষে এমন পারফরম্যান্স অসাধারণ। তুমি (রিশাদ) আমাদের গর্ব। তোমার জন্য থাকছে আইফোন। আমি তোমাকে ভালোবাসি।’

এবারের পিএসএলে এখন পর্যন্ত ৬ ম্যাচে ১২ উইকেট নিয়েছেন রিশাদ। ওভারপ্রতি রান দিয়েছেন ৯.১০। এদিন আরেক আইফোন পেয়েছেন পেসার সালমান মির্জা, যিনি ১৬ রানে ৩ উইকেট নিয়ে লাহোরের জয়ে বড় ভূমিকা রাখেন। আগেও একবার এই পুরস্কার জিতেছিলেন তিনি। বাকি দুটি আইফোন পেয়েছেন কুশল পেরেরা ও মোহাম্মদ নাঈম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত