Ajker Patrika

রাতে মাঠে নামলেই রোনালদোর নতুন কীর্তি

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৫: ১৪
রাতে মাঠে নামলেই রোনালদোর নতুন কীর্তি

উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ রাতে ভিয়ারিয়ালের মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডের এই ম্যাচে মাঠে নামলেই ইউরোপীয় শ্রেষ্ঠত্বের মঞ্চে নতুন এক মাইলফলক গড়বেন ক্রিস্টিয়ানো রোনালদো। 

এই ম্যাচ দিয়ে স্প্যানিশ কিংবদন্তি ও সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ ইকার ক্যাসিয়াসকে পেছনে ফেলে এককভাবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার কীর্তি গড়বেন রোনালদো। এর আগে ইয়াং বয়েজের বিপক্ষে ক্যাসিয়াসের ১৭৭ ম্যাচ খেলার রেকর্ড ছুঁয়েছিলেন সিআর সেভেন। এবার ক্যাসিয়াসকে ছাড়িয়ে আরও এগিয়ে যাওয়ার পথে পর্তুগিজ মহাতারকা। 

রোনালদোর মাইলফলকের পাশাপাশি আজকের ম্যাচটি ম্যানইউর জন্য আরেক দিক থেকেও বেশ চ্যালেঞ্জিং। ইয়াং বয়েজের বিপক্ষে গোল পেলেও তাঁর দল হেরছে ২-১ গোলে। 

আজ ভিয়ারিয়ালের বিপক্ষেও জিততে না পারলে বিপদে পড়তে হতে পারে রেড ডেভিলদের। ওলে গুনার সুলশারের দলের জন্য ম্যাচটি প্রতিশোধেরও। গত মৌসুমে ইউরোপা লিগের ফাইনালে এই ভিয়ারিয়ালের কাছেই হেরেছিল ম্যানইউ। 

নতুন কীর্তি গড়ার আগে অবশ্য ফুরফুরে মেজাজেই আছেন রোনালদো। অনুশীলন মুহূর্তের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করে ৩৬ বছর বয়সী মহাতারকা লিখেছেন, ‘সুন্দর প্রতিযোগিতা ফিরে এসেছে।’ 

সুন্দর প্রতিযোগিতা বলতে চ্যাম্পিয়নস লিগ বুঝিয়েছেন রোনালদো। শুধু বেশি ম্যাচ খেলেই নয়, সবচেয়ে বেশি গোলসহ আরও অনেক রেকর্ড গড়ে নিজেকে তিনি নিয়ে গেছেন সবার ঊর্ধ্বে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত