ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে লড়ছে সাবেক দুই চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস আর কলকাতা নাইট রাইডার্স। শিরোপা নির্ধারণী ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কলকাতা। দুর্দান্ত ব্যাটিংয়ে সাকিব আল হাসানের দলকে ১৯৩ রানের কঠিন লক্ষ্য ছুড়ে দিয়েছে ধোনির চেন্নাই।
সাকিবকে দিয়ে ইনিংসের শুরু করে কলকাতা। প্রথম ওভারে ৬ রান দিয়ে আস্থার প্রতিদানও দিয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার। দ্বিতীয় ওভারে এসে শিবম মাভিও ৩ রান দিলে কলকাতার ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়াকে ইতিবাচকই মনে হচ্ছিল। তৃতীয় ওভারে আবারও সাকিব। ওভারের প্রথম বলেই স্টাম্পড হয়ে ফিরে যেতে পারতেন ফাফ ডু প্লেসি। তবে সুযোগটা কাজে লাগাতে পারেননি দিনেশ কার্তিক। কার্তিকের এই ভুলটাই যেন কাল হয়ে দাঁড়াল!
জীবন পেয়ে ডু প্লেসি পরের দুই বলে টানা চার-ছয় হাঁকিয়ে খোলস ছেড়ে বের হন। আরেক ওপেনার রুতুরাজ গায়কোয়াড়ও চালিয়ে খেলতে শুরু করেন। তাঁদের উদ্বোধনী জুটি ভাঙে ৬১ রানে রুতুরাজ (৩২) নারিনের বলে লং অফে মাভির হাতে ক্যাচ দিলে। রুতুরাজ আউট হলে উইকেট আসা রবিন উথাপ্পাকে নিয়ে রানের চাকা সচল রাখেন ডু প্লেসি। দলীয় ১২৪ রানে ১৫ বলে ৩১ রান করা উথাপ্পা নারিনকে রিভার্স সুইপ করে এলবিডব্লু না হলে কলকাতার বোলারদের আরও ভুগতে হতো!
বাকি কাজটা সারেন উইকেটে থাকা ডু প্লেসি আর মঈন আলী। কলকাতার বোলারদের ওপর রীতিমতো ঝড় বইয়ে দিয়ে শেষ ৫ ওভারে তোলেন ৬১ রান। ২ রানে জীবন পাওয়া ডু প্লেসি থামেন ইনিংসের শেষ বলে ৮৬ রান করে। ২০ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন মঈন। দুজনের ঝোড়ো ব্যাটিংয়ে ৩ উইকেটে ১৯২ রানের সংগ্রহ পায় চেন্নাই।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে লড়ছে সাবেক দুই চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস আর কলকাতা নাইট রাইডার্স। শিরোপা নির্ধারণী ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কলকাতা। দুর্দান্ত ব্যাটিংয়ে সাকিব আল হাসানের দলকে ১৯৩ রানের কঠিন লক্ষ্য ছুড়ে দিয়েছে ধোনির চেন্নাই।
সাকিবকে দিয়ে ইনিংসের শুরু করে কলকাতা। প্রথম ওভারে ৬ রান দিয়ে আস্থার প্রতিদানও দিয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার। দ্বিতীয় ওভারে এসে শিবম মাভিও ৩ রান দিলে কলকাতার ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়াকে ইতিবাচকই মনে হচ্ছিল। তৃতীয় ওভারে আবারও সাকিব। ওভারের প্রথম বলেই স্টাম্পড হয়ে ফিরে যেতে পারতেন ফাফ ডু প্লেসি। তবে সুযোগটা কাজে লাগাতে পারেননি দিনেশ কার্তিক। কার্তিকের এই ভুলটাই যেন কাল হয়ে দাঁড়াল!
জীবন পেয়ে ডু প্লেসি পরের দুই বলে টানা চার-ছয় হাঁকিয়ে খোলস ছেড়ে বের হন। আরেক ওপেনার রুতুরাজ গায়কোয়াড়ও চালিয়ে খেলতে শুরু করেন। তাঁদের উদ্বোধনী জুটি ভাঙে ৬১ রানে রুতুরাজ (৩২) নারিনের বলে লং অফে মাভির হাতে ক্যাচ দিলে। রুতুরাজ আউট হলে উইকেট আসা রবিন উথাপ্পাকে নিয়ে রানের চাকা সচল রাখেন ডু প্লেসি। দলীয় ১২৪ রানে ১৫ বলে ৩১ রান করা উথাপ্পা নারিনকে রিভার্স সুইপ করে এলবিডব্লু না হলে কলকাতার বোলারদের আরও ভুগতে হতো!
বাকি কাজটা সারেন উইকেটে থাকা ডু প্লেসি আর মঈন আলী। কলকাতার বোলারদের ওপর রীতিমতো ঝড় বইয়ে দিয়ে শেষ ৫ ওভারে তোলেন ৬১ রান। ২ রানে জীবন পাওয়া ডু প্লেসি থামেন ইনিংসের শেষ বলে ৮৬ রান করে। ২০ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন মঈন। দুজনের ঝোড়ো ব্যাটিংয়ে ৩ উইকেটে ১৯২ রানের সংগ্রহ পায় চেন্নাই।
দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন সাগরিকা। বাংলাদেশের মেয়েরা আবারও জিতেছেন সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। হ্যাটট্রিকের প্রথম গোল ও জয় সাগরিকা উৎসর্গ করেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত ব্যক্তিদের প্রতি।
৩ ঘণ্টা আগেআত্মবিশ্বাস নাকি জেদ—কোনটি বেশি কাজ করছিল মোসাম্মত সাগরিকার। জেদকে এগিয়ে রাখলে মন্দ হবে না। কারণ, নেপালের বিপক্ষেই লাল কার্ড দেখে তিন ম্যাচ মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। ফেরার ম্যাচেও প্রতিপক্ষ নেপাল। প্রতিশোধের মঞ্চে নেপালকে একাই গুঁড়িয়ে দিলেন সাগরিকা। হ্যাটট্রিকসহ ৪ গোল করে বাংলাদেশকে ভাসালেন শি
৫ ঘণ্টা আগেসমীকরণটা সহজ—ড্র করলেই মিলবে শিরোপা। শুধু ড্র নয়, বাংলাদেশ হাঁটছে জয়ের পথে। অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে অলিখিত ফাইনাল। বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথমার্ধ শেষে নেপালের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ।
৬ ঘণ্টা আগেস্টেডিয়ামে বাইরের খাবার ও পানীয় নিয়ে ঢোকার ব্যাপারে দীর্ঘদিন নিষিদ্ধ থাকলেও বাংলাদেশ-পাকিস্তান সিরিজের জন্য সেটা তুলে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষণা দেওয়া হয়েছিল—দর্শক চাইলে হালকা খাবার ও পানীয় সঙ্গে করে আনতে পারবেন। তবে গতকাল প্রথম টি-টোয়েন্টির পরই সিদ্ধান্ত বদলে ফেলে বোর্ড।
৯ ঘণ্টা আগে