Ajker Patrika

ভারত ড্র করায় সুখবর পেল পাকিস্তান 

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ১৩: ৩৪
ভারত ড্র করায় সুখবর পেল পাকিস্তান 

বৃষ্টি ও ওয়েস্ট ইন্ডিজ—পাকিস্তান চাইলে দুই পক্ষকেই ধন্যবাদ দিতে পারে। ত্রিনিদাদে ভারতের টেস্টে ফল না আসায় দুই পক্ষেরই তো অবদান রয়েছে। ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ড্র হওয়ায় সুখবর পেয়েছে পাকিস্তান। 

ত্রিনিদাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের শেষ দিন ছিল গতকাল। তবে বৃষ্টির বাগড়ায় শেষ দিনে এক বলও মাঠে গড়ায়নি। ৩৬৫ রানের লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস শেষ হয় ৩২ ওভারে ২ উইকেটে ৭৬ রানে। তাতে ড্র হয় দুই দলের সিরিজের শেষ টেস্ট। ২৪ পয়েন্টের মধ্যে ১৬ পয়েন্ট পেয়ে শতাংশের হিসাবে ভারত এখন ৬৬.৬৭। অন্যদিকে পাকিস্তানের টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্র শুরু হয় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে। গলে লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্ট জিতেছে বাবর আজমের পাকিস্তান। এক ম্যাচের একটিতে জেতায় ১০০ শতাংশ নিয়ে শীর্ষে পাকিস্তান। 

অ্যাশেজ দিয়েই শুরু হয় টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র। পাঁচ ম্যাচের সিরিজে এখন অস্ট্রেলিয়া এগিয়ে ২-১ ব্যবধানে। লন্ডনের ওভালে শেষ টেস্ট শুরু হবে ২৭ জুলাই। আর গতকাল ত্রিনিদাদে দ্বিতীয় টেস্ট ড্র হলেও ভারত ১-০ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতেছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে বাংলাদেশ, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এখনো কোনো ম্যাচ খেলেনি। 

গত দুই চক্রের মতো এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপও হচ্ছে ৯ দল নিয়ে। জিতলে ১২ পয়েন্ট, টাই করলে ৬ পয়েন্ট ও ড্র করলে ৪ পয়েন্ট পাবে দল। হারলে কোনো পয়েন্টই পাওয়া যাবে না। 

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে চলছে শ্রীলঙ্কা-পাকিস্তান দ্বিতীয় টেস্ট। প্রথম ইনিংসে ১৬৬ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। পাকিস্তান ২ উইকেটে করেছে ১৭৮ রান। 

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের পয়েন্ট টেবিল (শতাংশের হিসেবে): 
পাকিস্তান: ১০০ 
ভারত: ৬৬.৬৭ 
ওয়েস্ট ইন্ডিজ: ১৬.৬৭

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত