ক্রিকেট চালিয়ে যেতে কী কষ্টই না করতে হয়েছে যশস্বী জয়সওয়ালকে। থাকার ঘর ছিল না। পেটের দায়ে রাস্তায় রাস্তায় বিক্রি করতে হয়েছে খাবার। তবু হাল না ছাড়া সেই যশস্বী এখন আবারও আলোচনায়। হবেই না বা কেন! জয়সওয়ালের দুর্দান্ত ডাবল সেঞ্চুরি ও জসপ্রীত বুমরা ও কুলদীপ যাদবের দুর্দান্ত বোলিংয়ে বিশাখাপত্তনম টেস্টের দ্বিতীয় দিন শেষেই সিরিজে সমতায় ফেরার স্বপ্ন দেখছে ভারত।
আগেরদিন ছয় মেরে সেঞ্চুরি, গতকাল ১৯১ রানে দাঁড়িয়ে অভিষিক্ত স্পিনার শোয়েব বশিরকে পরপর ছয় ও চার মেরে সেটিকে টেনে নিয়ে গেলেন ক্যারিয়ারের প্রথম দ্বিশতকে। তরুণ ওপেনারের এমন দুর্দান্ত ব্যাটিং মন কেড়ে নিয়েছে কেভিন পিটারসেনের। ধারাভাষ্যকক্ষে থাকা সাবেক ইংলিশ ব্যাটারের কাছে জয়সওয়াল এখন ‘সুপারস্টার’। সামাজিক মাধ্যম এক্স-এ শিখর ধাওয়ান লিখেছেন, ‘দিন দিন তোমার ব্যাট জাদুদণ্ড হয়ে উঠছে।’
‘জয়সবল’ খেলে কয়েকটি মাইলফলকও ছুঁয়েছেন জয়সওয়াল। ভারতের হয়ে টেস্টে সবচয়ে কম বয়সে (২২ বছর ৩৭ দিন) ডাবল সেঞ্চুরি পাওয়া চতুর্থ ব্যাটার তিনি। প্রথম ডাবল সেঞ্চুরি পেতে তাঁর লাগল ১০ ইনিংস। ভারতের হয়ে জয়সওয়ালের চেয়ে কম ইনিংস খেলে এই কীর্তি গড়েছিলেন করুন নায়ার (৩), বিনোদ কাম্বলি (৪), সুনীল গাভাস্কার ও মায়াঙ্ক আগরওয়াল (৮) এবং চেতশ্বর পুজারা (৯)। তার মধ্যে গাভাস্কার ও আগরওয়াল ছাড়া বাকি সবাই করেছেন ইংল্যান্ডের বিপক্ষে।
১৭৯ রান দিয়ে দ্বিতীয় দিন শুরু করেন জয়সওয়াল। প্রথম সেশনে আগেরদিনের সঙ্গী রবিচন্দ্রন অশ্বিনকে (২০) হারালেও মধ্যাহ্নভোজের আগেই উদ্যাপন করেন দ্বিশতক। তবে এরপর বেশিদূর এগোতে পারেননি। ২৯০ বলে ২০৯ রানে ফেরেন জিমি অ্যান্ডাসনের তৃতীয় শিকার হয়ে। ভারতের প্রথম ইনিংস থামে ৩৯৬ রানে। স্বাগতিকেরা প্রথম দিন করেছিল ৬ উইকেটে ৩৩৬ রান।
দ্বিতীয় সেশনে প্রথম ইনিংস শুরু করেই বাজবল খেলে ভারতকে চিন্তায় ফেলে দেয় ইংল্যান্ড। ৬২ বলেই করে ফেলে ৫৯ রান। তবে ওপেনার বেন ডাকেটকে (২১) ফিরিয়ে স্বাগতিকদের ব্রেকথ্রু এনে দেন কুলদীপ। এরপরও অবশ্য নির্ভয়ে ব্যাট চালাচ্ছিলেন আরেক ওপেনার জ্যাক ক্রলি (৭৬)। তাঁর বিদায়ের পর দ্রুত ওলি পোপ (২৩), জো রুট (৫) ও জনি বেয়াস্টোকে (২৫) ফিরিয়ে ইংলিশদের উল্টো চেপে ধরেন বুমরা। তার মধ্যে দুর্দান্ত এক ইয়র্কারে ভারতীয় পেসার যেভাবে পোপের দুই স্টাম্প উপড়ে ফেলেন, সেই দৃশ্য চোখে গেঁথে থাকার মতোন। শেষ দিকে টম হার্টলির ২১ রানের সুবাদে ফলোঅন এড়ায় ইংল্যান্ড।
বেন স্টোকস (৪৭) চেষ্টা করেছিলেন দলের রান বাড়ানোর। বোল্ড করে ইংলিশ অধিনায়ককেও ফেরান বুমরা। ভারতীয় পেসার ৪৫ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। কুলদীপের শিকার ৩টি। সফরকারীদের প্রথম ইনিংস থামে ২৫৩ রানে। তৃতীয় সেশনে দ্বিতীয় ইনিংস শুরু করে বিনা উইকেটে ৫ ওভারে ২৮ রান করেছে ভারত। লিড নিয়েছে ১৭১ রান।
ক্রিকেট চালিয়ে যেতে কী কষ্টই না করতে হয়েছে যশস্বী জয়সওয়ালকে। থাকার ঘর ছিল না। পেটের দায়ে রাস্তায় রাস্তায় বিক্রি করতে হয়েছে খাবার। তবু হাল না ছাড়া সেই যশস্বী এখন আবারও আলোচনায়। হবেই না বা কেন! জয়সওয়ালের দুর্দান্ত ডাবল সেঞ্চুরি ও জসপ্রীত বুমরা ও কুলদীপ যাদবের দুর্দান্ত বোলিংয়ে বিশাখাপত্তনম টেস্টের দ্বিতীয় দিন শেষেই সিরিজে সমতায় ফেরার স্বপ্ন দেখছে ভারত।
আগেরদিন ছয় মেরে সেঞ্চুরি, গতকাল ১৯১ রানে দাঁড়িয়ে অভিষিক্ত স্পিনার শোয়েব বশিরকে পরপর ছয় ও চার মেরে সেটিকে টেনে নিয়ে গেলেন ক্যারিয়ারের প্রথম দ্বিশতকে। তরুণ ওপেনারের এমন দুর্দান্ত ব্যাটিং মন কেড়ে নিয়েছে কেভিন পিটারসেনের। ধারাভাষ্যকক্ষে থাকা সাবেক ইংলিশ ব্যাটারের কাছে জয়সওয়াল এখন ‘সুপারস্টার’। সামাজিক মাধ্যম এক্স-এ শিখর ধাওয়ান লিখেছেন, ‘দিন দিন তোমার ব্যাট জাদুদণ্ড হয়ে উঠছে।’
‘জয়সবল’ খেলে কয়েকটি মাইলফলকও ছুঁয়েছেন জয়সওয়াল। ভারতের হয়ে টেস্টে সবচয়ে কম বয়সে (২২ বছর ৩৭ দিন) ডাবল সেঞ্চুরি পাওয়া চতুর্থ ব্যাটার তিনি। প্রথম ডাবল সেঞ্চুরি পেতে তাঁর লাগল ১০ ইনিংস। ভারতের হয়ে জয়সওয়ালের চেয়ে কম ইনিংস খেলে এই কীর্তি গড়েছিলেন করুন নায়ার (৩), বিনোদ কাম্বলি (৪), সুনীল গাভাস্কার ও মায়াঙ্ক আগরওয়াল (৮) এবং চেতশ্বর পুজারা (৯)। তার মধ্যে গাভাস্কার ও আগরওয়াল ছাড়া বাকি সবাই করেছেন ইংল্যান্ডের বিপক্ষে।
১৭৯ রান দিয়ে দ্বিতীয় দিন শুরু করেন জয়সওয়াল। প্রথম সেশনে আগেরদিনের সঙ্গী রবিচন্দ্রন অশ্বিনকে (২০) হারালেও মধ্যাহ্নভোজের আগেই উদ্যাপন করেন দ্বিশতক। তবে এরপর বেশিদূর এগোতে পারেননি। ২৯০ বলে ২০৯ রানে ফেরেন জিমি অ্যান্ডাসনের তৃতীয় শিকার হয়ে। ভারতের প্রথম ইনিংস থামে ৩৯৬ রানে। স্বাগতিকেরা প্রথম দিন করেছিল ৬ উইকেটে ৩৩৬ রান।
দ্বিতীয় সেশনে প্রথম ইনিংস শুরু করেই বাজবল খেলে ভারতকে চিন্তায় ফেলে দেয় ইংল্যান্ড। ৬২ বলেই করে ফেলে ৫৯ রান। তবে ওপেনার বেন ডাকেটকে (২১) ফিরিয়ে স্বাগতিকদের ব্রেকথ্রু এনে দেন কুলদীপ। এরপরও অবশ্য নির্ভয়ে ব্যাট চালাচ্ছিলেন আরেক ওপেনার জ্যাক ক্রলি (৭৬)। তাঁর বিদায়ের পর দ্রুত ওলি পোপ (২৩), জো রুট (৫) ও জনি বেয়াস্টোকে (২৫) ফিরিয়ে ইংলিশদের উল্টো চেপে ধরেন বুমরা। তার মধ্যে দুর্দান্ত এক ইয়র্কারে ভারতীয় পেসার যেভাবে পোপের দুই স্টাম্প উপড়ে ফেলেন, সেই দৃশ্য চোখে গেঁথে থাকার মতোন। শেষ দিকে টম হার্টলির ২১ রানের সুবাদে ফলোঅন এড়ায় ইংল্যান্ড।
বেন স্টোকস (৪৭) চেষ্টা করেছিলেন দলের রান বাড়ানোর। বোল্ড করে ইংলিশ অধিনায়ককেও ফেরান বুমরা। ভারতীয় পেসার ৪৫ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। কুলদীপের শিকার ৩টি। সফরকারীদের প্রথম ইনিংস থামে ২৫৩ রানে। তৃতীয় সেশনে দ্বিতীয় ইনিংস শুরু করে বিনা উইকেটে ৫ ওভারে ২৮ রান করেছে ভারত। লিড নিয়েছে ১৭১ রান।
টেস্ট ক্রিকেটে বিদায় বলার তিন মাসও পূর্ণ হয়নি রোহিত শর্মার। খেলোয়াড় হিসেবে এবার তাই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দলে নেই রোহিত। কিন্তু যে ভারতের হয়ে ২০০৭ সাল থেকে খেলছেন, সেই দলের (ভারত) টানে এবার লন্ডনের ওভালে এসেছেন রোহিত।
৬ মিনিট আগেলন্ডনের ওভালে টেস্টে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২৬৩ রান করে জয়ের কীর্তি ইংল্যান্ডের। ১৯০২ সালে সেই ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। ইংলিশদের সামনে এবার নিজেদেরই ১২৩ বছরের পুরোনো রেকর্ড ভাঙার হাতছানি। ওভালে সিরিজের পঞ্চম টেস্টে ইংল্যান্ডের সামনে ৩৭৪ রানের লক্ষ্য নির্ধারণ করে দিয়েছে ভারত।
৪৩ মিনিট আগেভারত সেমিফাইনালে না খেলায় পাকিস্তান সরাসরি উঠে যায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) ফাইনালে। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তান বিন্দুমাত্র পাত্তা পায়নি। এবি ডি ভিলিয়ার্সের ঝোড়ো সেঞ্চুরিতেই পাকিস্তান চ্যাম্পিয়নস হয়ে যায় স্তব্ধ। একতরফা ফাইনালের পর রহস্যময় পোস্ট দিয়েছেন সুরেশ রা
১ ঘণ্টা আগেসভাপতির দায়িত্ব নিয়ে আমিনুল ইসলাম বুলবুল ঘোষণা দিয়েছিলেন, তাঁর প্রথম লক্ষ্য হলো, দেশব্যাপী ক্রিকেট ছড়িয়ে দেওয়া। আর ক্রিকেট বিকেন্দ্রীকরণের প্রথম শর্ত, দেশব্যাপী ভালো মানের কোচিং ছড়িয়ে দেওয়া। সেই লক্ষ্যে বিসিবি এখন জোর দিয়েছে গেম এডুকেশনে।
২ ঘণ্টা আগে