সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই বিশ্রামে ছিলেন তাসকিন আহমেদ। চোটের কারণে জাতীয় দলের হয়ে খেলতে পারেননি নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের ও প্রতিপক্ষের মাঠে সিরিজে। এবারের বিপিএল দিয়েই মাঠে ফিরেছেন তিনি।
বিপিএলে ফেরার পরও চোট মাথাচাড়া দিয়েছিল। চোটের কারণে এক ম্যাচ তো বোলিং কোটাই পূর্ণ করতে পারেননি তাসকিন। টেস্ট থেকে তাই বিরতি চেয়ে বিসিবির কাছে চিঠি দিয়েছেন বাংলাদেশের পেসার। কেন বিরতি চেয়েছেন, গতকাল সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচ শেষে দুর্দান্ত ঢাকার পেসার সেই ব্যাখ্যা দিয়েছেন।
১০ বছরের ক্যারিয়ারে সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশের অন্যতম সেরা পেসার হলেও টেস্টে নিয়মিত হতে পারেননি তাসকিন। গতকাল ঢাকাকে নেতৃত্ব দেওয়া অধিনায়ক বলেছেন, ‘আমার কাঁধে ৪৫ শতাংশ টিয়ার (পেশি ছিঁড়েছে) ছিল, সর্বশেষ এমআরআই যখন করেছিলাম বিশ্বকাপের সময়। এখনো রিহ্যাব ম্যানেজ করেই আমাকে খেলতে হচ্ছে। আল্লাহ না করুন, আরেকটু বড় টিয়ার হলে সার্জারি বাধ্যতামূলক। সার্জারি করলে আট মাস থেকে এক বছর বাইরে থাকা লাগতে হতে পারে। আবার ছন্দ কেমন হবে না হবে, অনেক কিছুর বিষয় আছে।’
বিপিএলের পর সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন তাসকিন। তিনি বলেছেন, ‘বোর্ডকে তাই জানিয়েছিলাম যে আমাকে যদি টেস্ট ক্রিকেট থেকে বিরত রাখা যায়... তাহলে যত দিন আমার কাঁধ ভালো রাখা যায়...। যদি ভবিষ্যতে উন্নতি হয়, তাহলে চেষ্টা করব। এ জন্যই বলেছিলাম টেস্ট ক্রিকেটে আমাকে যেন আপাতত বিবেচনা না করা হয়। এখানে মেডিকেল দল বা সবার কাছেই প্রমাণ আছে, লুকানোর কিছু নাই। বলেছে বিপিএলের পর বসবে। কোচ এলে বোর্ডের সবাই মিলে বসবে। তখন কথা বলবে।’
সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই বিশ্রামে ছিলেন তাসকিন আহমেদ। চোটের কারণে জাতীয় দলের হয়ে খেলতে পারেননি নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের ও প্রতিপক্ষের মাঠে সিরিজে। এবারের বিপিএল দিয়েই মাঠে ফিরেছেন তিনি।
বিপিএলে ফেরার পরও চোট মাথাচাড়া দিয়েছিল। চোটের কারণে এক ম্যাচ তো বোলিং কোটাই পূর্ণ করতে পারেননি তাসকিন। টেস্ট থেকে তাই বিরতি চেয়ে বিসিবির কাছে চিঠি দিয়েছেন বাংলাদেশের পেসার। কেন বিরতি চেয়েছেন, গতকাল সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচ শেষে দুর্দান্ত ঢাকার পেসার সেই ব্যাখ্যা দিয়েছেন।
১০ বছরের ক্যারিয়ারে সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশের অন্যতম সেরা পেসার হলেও টেস্টে নিয়মিত হতে পারেননি তাসকিন। গতকাল ঢাকাকে নেতৃত্ব দেওয়া অধিনায়ক বলেছেন, ‘আমার কাঁধে ৪৫ শতাংশ টিয়ার (পেশি ছিঁড়েছে) ছিল, সর্বশেষ এমআরআই যখন করেছিলাম বিশ্বকাপের সময়। এখনো রিহ্যাব ম্যানেজ করেই আমাকে খেলতে হচ্ছে। আল্লাহ না করুন, আরেকটু বড় টিয়ার হলে সার্জারি বাধ্যতামূলক। সার্জারি করলে আট মাস থেকে এক বছর বাইরে থাকা লাগতে হতে পারে। আবার ছন্দ কেমন হবে না হবে, অনেক কিছুর বিষয় আছে।’
বিপিএলের পর সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন তাসকিন। তিনি বলেছেন, ‘বোর্ডকে তাই জানিয়েছিলাম যে আমাকে যদি টেস্ট ক্রিকেট থেকে বিরত রাখা যায়... তাহলে যত দিন আমার কাঁধ ভালো রাখা যায়...। যদি ভবিষ্যতে উন্নতি হয়, তাহলে চেষ্টা করব। এ জন্যই বলেছিলাম টেস্ট ক্রিকেটে আমাকে যেন আপাতত বিবেচনা না করা হয়। এখানে মেডিকেল দল বা সবার কাছেই প্রমাণ আছে, লুকানোর কিছু নাই। বলেছে বিপিএলের পর বসবে। কোচ এলে বোর্ডের সবাই মিলে বসবে। তখন কথা বলবে।’
বাংলাদেশ দলের হয়ে প্রথম খেলতে এসে হামজা চৌধুরী দেখেছিলেন জনস্রোত। শুধু জনস্রোত বললে ভুল হবে, ভক্ত-সমর্থকদের সঙ্গে ভালোবাসার স্রোত তো ছিলই। বাংলাদেশের মানুষদের এমন বাঁধহীন ভালোবাসা মুগ্ধ করেছে হামজাকে। তাঁর ক্লাব লেস্টার সিটিকে দেওয়া সাক্ষাৎকারে এই মিডফিল্ডার জানিয়েছেন, হৃদয়ের অনেকটা অংশ বাংলাদেশেই।
১১ ঘণ্টা আগেবাংলাদেশের জার্সিতে কিউবা মিচেলের অভিষেক হয়নি এখনো। এর আগেই বাংলাদেশের একটি ক্লাবে নাম লিখিয়েছেন তিনি। নতুন মৌসুমের জন্য তাঁকে দলে ভিড়িয়েছে বসুন্ধরা কিংস। বিষয়টি নিশ্চিত করেছে একটি সূত্র।
১১ ঘণ্টা আগে২০২৪-২৫ মৌসুমে লিগ শিরোপা হাতছাড়া হয় বসুন্ধরা কিংসের। মৌসুম শেষ হওয়ার পরপরই কোচ ভ্যালিরিউ তিতাকে বিদায় করে তারা। আগামী মৌসুমে দলটির ডাগআউটে কে দাঁড়াবেন, সেটি ছিল দেখার অপেক্ষা। অবশেষে আজ নতুন কোচের নামও ঘোষণা করল বসুন্ধরা কিংস। ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের সাবেক কোচ সার্জিও ফারিয়াসকে নিয়োগ দিয়েছে...
১২ ঘণ্টা আগেপ্রথমবারের মতো নারী এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ। কাল সিডনির বিখ্যাত টাউন হলে হবে টুর্নামেন্টের ড্র। যেখানে নির্ধারণ হবে বাংলাদেশ কোন গ্রুপে খেলবে। কিন্তু ড্রয়ের সময় উপস্থিত থাকবে না বাফুফের কোনো প্রতিনিধি।
১২ ঘণ্টা আগে