দীর্ঘদিন পর বিপিএল দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন মাশরাফি বিন মর্তুজা। মাঠে ফিরে সিলেট স্ট্রাইকারসকে সামনে থেকে নেতৃত্বও দিচ্ছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। তাঁর নেতৃত্বে এবারের বিপিএলে ‘হ্যাটট্রিক’ জয় পেয়েছে সিলেট।
আজ বিপিএলে মাশরাফি ও তাঁর দলকে সমর্থন দিতে মাঠে এসেছিলেন তাঁর স্ত্রী সুমনা হক সুমি। ম্যাচ শেষে স্বামীকে নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথাও বলেছেন তিনি। তাঁর মতে, মাশরাফির নেতৃত্বে বিশেষ কিছু আছে এবং স্বামী হিসেবে সুপার হাজবেন্ড।
মাশরাফির অধিনায়কত্বে বিপিএলে টানা তৃতীয় জয় পেয়েছে সিলেট। তাঁর হাতে কোনো জাদু আছে কি না, এমন প্রশ্নের উত্তরে সুমি বলেছেন, ‘সব দর্শকের মতো আমিও বিশ্বাস করি, তার কাছে বিশেষ কিছু একটা আছে। সে ভাঙা দলকে কীভাবে দাঁড় করাতে হয়, সেটা ভালোভাবে জানে। বলব না যে সে সুপারম্যান, তবে ভিন্ন কিছু একটা আছে।’ আর স্বামী হিসেবে সাবেক অধিনায়ক কেমন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেছেন,‘ অবশ্যই সে সুপার হাজবেন্ড।’
মাশরাফিকে অনুপ্রেরণা দেওয়ার বিষয়ে সুমি বলেছেন,‘ স্টেডিয়ামে উপস্থিত থেকে তাকে সমর্থন দেওয়ার কিছু নেই। মানসিক শান্তি দেওয়াটাই গুরুত্বপূর্ণ। আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। এই সমর্থন দেওয়ার জন্য প্রত্যেক খেলোয়াড়ের কেউ না কেউ আছে।’
মাশরাফির সঙ্গে জিন আছে কি না এমন প্রশ্নের উত্তরে সুমি বলেছেন,‘ এ রকম আমার জানা নেই, তবে সুপার পাওয়ার বা সৃষ্টিকর্তা প্রদত্ত কিছু একটা আছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আত্মবিশ্বাস থাকলে সবকিছু করা সম্ভব। ওর ক্ষেত্রেও একই জিনিস। নিজের প্রতি সে অনেক আত্মবিশ্বাসী থাকে।’
এবারের বিপিএলে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে ৫ উইকেট নিয়েছেন মাশরাফি। সমান ম্যাচ ও উইকেট নিয়ে তাঁর সতীর্থ রেজাউর রহমান রাজা। ২০২৩ বিপিএলে ৫ উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষ আছেন তাঁরা। ৪ উইকেট নিয়ে যৌথভাবে দ্বিতীয় আছেন তাঁদের আরেক সতীর্থ মোহাম্মদ আমির ও এক ম্যাচ খেলা ঢাকা ডমিনেটরসের পেসার আল আমিন হোসেন।
দীর্ঘদিন পর বিপিএল দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন মাশরাফি বিন মর্তুজা। মাঠে ফিরে সিলেট স্ট্রাইকারসকে সামনে থেকে নেতৃত্বও দিচ্ছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। তাঁর নেতৃত্বে এবারের বিপিএলে ‘হ্যাটট্রিক’ জয় পেয়েছে সিলেট।
আজ বিপিএলে মাশরাফি ও তাঁর দলকে সমর্থন দিতে মাঠে এসেছিলেন তাঁর স্ত্রী সুমনা হক সুমি। ম্যাচ শেষে স্বামীকে নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথাও বলেছেন তিনি। তাঁর মতে, মাশরাফির নেতৃত্বে বিশেষ কিছু আছে এবং স্বামী হিসেবে সুপার হাজবেন্ড।
মাশরাফির অধিনায়কত্বে বিপিএলে টানা তৃতীয় জয় পেয়েছে সিলেট। তাঁর হাতে কোনো জাদু আছে কি না, এমন প্রশ্নের উত্তরে সুমি বলেছেন, ‘সব দর্শকের মতো আমিও বিশ্বাস করি, তার কাছে বিশেষ কিছু একটা আছে। সে ভাঙা দলকে কীভাবে দাঁড় করাতে হয়, সেটা ভালোভাবে জানে। বলব না যে সে সুপারম্যান, তবে ভিন্ন কিছু একটা আছে।’ আর স্বামী হিসেবে সাবেক অধিনায়ক কেমন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেছেন,‘ অবশ্যই সে সুপার হাজবেন্ড।’
মাশরাফিকে অনুপ্রেরণা দেওয়ার বিষয়ে সুমি বলেছেন,‘ স্টেডিয়ামে উপস্থিত থেকে তাকে সমর্থন দেওয়ার কিছু নেই। মানসিক শান্তি দেওয়াটাই গুরুত্বপূর্ণ। আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। এই সমর্থন দেওয়ার জন্য প্রত্যেক খেলোয়াড়ের কেউ না কেউ আছে।’
মাশরাফির সঙ্গে জিন আছে কি না এমন প্রশ্নের উত্তরে সুমি বলেছেন,‘ এ রকম আমার জানা নেই, তবে সুপার পাওয়ার বা সৃষ্টিকর্তা প্রদত্ত কিছু একটা আছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আত্মবিশ্বাস থাকলে সবকিছু করা সম্ভব। ওর ক্ষেত্রেও একই জিনিস। নিজের প্রতি সে অনেক আত্মবিশ্বাসী থাকে।’
এবারের বিপিএলে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে ৫ উইকেট নিয়েছেন মাশরাফি। সমান ম্যাচ ও উইকেট নিয়ে তাঁর সতীর্থ রেজাউর রহমান রাজা। ২০২৩ বিপিএলে ৫ উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষ আছেন তাঁরা। ৪ উইকেট নিয়ে যৌথভাবে দ্বিতীয় আছেন তাঁদের আরেক সতীর্থ মোহাম্মদ আমির ও এক ম্যাচ খেলা ঢাকা ডমিনেটরসের পেসার আল আমিন হোসেন।
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
৯ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১০ ঘণ্টা আগেহামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
১১ ঘণ্টা আগে