টিকিট বিক্রিতে আগেও ডিজিটাল যুগে প্রবেশ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সেটির ধারাবাহিকতা থাকেনি। দীর্ঘ সময় লাইনে দাড়ানোর ঝামেলা এড়িয়ে অনলাইনেই টিকেট কেটে খেলার ব্যবস্থা আবারও করছে বিসিবি। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকেই এই সুবিধা পাবেন দর্শকেরা।
বিসিবির ওয়েবসাইট গিয়ে অ্যাকাউন্ট খুলে একজন দর্শক সর্বোচ্চ ২টি টিকেট কিনতে পারবেন। অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে টিকেট কেনার প্রক্রিয়া দেখে নিতে পারেন এখান থেকে—
১. টিকেট কিনতে প্রথমে বিসিবির অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘বাই টিকেট’ অপশনে ক্লিক করতে হবে।
২. জাতীয় নিবন্ধন পত্রের নম্বরসহ যাবতীয় তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করুন।
৩. নিবন্ধন সম্পন্ন হলেই ফোন নম্বরে একটি যাচাইকরণ কোড যাবে। ‘ওটিপি’ কোড লিখে সাবমিট অপশনে ক্লিক করলেই সম্পন্ন হবে রেজিস্ট্রেশন।
৪. এবার ই-মেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে এবং আপনার পছন্দ এবং চাহিদামতে গ্যালারি এবং টিকেটের সংখ্যা লিখে সাবমিট অপশনে ক্লিক করার পর টিকেটের মূল্য মোবাইল ব্যাংকিং বা কার্ডের মাধ্যমে পরিশোধ করা যাবে।
৫. টিকেটের মূল্য পরিশোধ করার পরই ফোনে চলে যাবে অনলাইন টিকেটের কোড। এরপর নির্ধারিত বুথে গিয়ে অনলাইনের ক্রয়কৃত টিকিটের রশিদ দেখিয়ে মূল টিকিট সংগ্রহ করতে হবে।
টিকেট সংগ্রহ করতে হবে ম্যাচের আগের দিন সকাল ৯টা ৩০ থেকে বিকেল ৬টার আগেই। সে হিসেবে আগামীকালে সিলেটে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের টিকিট বিক্রি শুরু। সিরিজের প্রথম ওয়ানডে হবে আগামী শনিবার।
টিকিট বিক্রিতে আগেও ডিজিটাল যুগে প্রবেশ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সেটির ধারাবাহিকতা থাকেনি। দীর্ঘ সময় লাইনে দাড়ানোর ঝামেলা এড়িয়ে অনলাইনেই টিকেট কেটে খেলার ব্যবস্থা আবারও করছে বিসিবি। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকেই এই সুবিধা পাবেন দর্শকেরা।
বিসিবির ওয়েবসাইট গিয়ে অ্যাকাউন্ট খুলে একজন দর্শক সর্বোচ্চ ২টি টিকেট কিনতে পারবেন। অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে টিকেট কেনার প্রক্রিয়া দেখে নিতে পারেন এখান থেকে—
১. টিকেট কিনতে প্রথমে বিসিবির অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘বাই টিকেট’ অপশনে ক্লিক করতে হবে।
২. জাতীয় নিবন্ধন পত্রের নম্বরসহ যাবতীয় তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করুন।
৩. নিবন্ধন সম্পন্ন হলেই ফোন নম্বরে একটি যাচাইকরণ কোড যাবে। ‘ওটিপি’ কোড লিখে সাবমিট অপশনে ক্লিক করলেই সম্পন্ন হবে রেজিস্ট্রেশন।
৪. এবার ই-মেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে এবং আপনার পছন্দ এবং চাহিদামতে গ্যালারি এবং টিকেটের সংখ্যা লিখে সাবমিট অপশনে ক্লিক করার পর টিকেটের মূল্য মোবাইল ব্যাংকিং বা কার্ডের মাধ্যমে পরিশোধ করা যাবে।
৫. টিকেটের মূল্য পরিশোধ করার পরই ফোনে চলে যাবে অনলাইন টিকেটের কোড। এরপর নির্ধারিত বুথে গিয়ে অনলাইনের ক্রয়কৃত টিকিটের রশিদ দেখিয়ে মূল টিকিট সংগ্রহ করতে হবে।
টিকেট সংগ্রহ করতে হবে ম্যাচের আগের দিন সকাল ৯টা ৩০ থেকে বিকেল ৬টার আগেই। সে হিসেবে আগামীকালে সিলেটে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের টিকিট বিক্রি শুরু। সিরিজের প্রথম ওয়ানডে হবে আগামী শনিবার।
আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ৯ নম্বরে। ৬ ধাপ পিছিয়ে ১৫ নম্বরে অবস্থান সংযুক্ত আরব আমিরাতের। এই দলের বিপক্ষে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সিরিজে দুই লক্ষ্য বাংলাদেশের।
৫ ঘণ্টা আগেভারত-পাকিস্তান সামরিক সংঘাতের প্রভাব ক্রিকেটে কতটা পড়েছে, সেটা তো কারও অজানা নয়। আইপিএল, পিএসএল দুটি টুর্নামেন্টই বাধ্য হয়ে স্থগিত করা হয়েছিল। ভারত-পাকিস্তানের এই দুই ফ্র্যাঞ্চাইজি লিগ যখন মাঠে গড়াচ্ছে আবার, তখন ঘটছে নানা ঘটনা।
৬ ঘণ্টা আগেসাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রতিপক্ষ হিসেবে ভারতকে পেয়েছে বাংলাদেশ। আজ সেমিফাইনালে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়েছে ভারত।
৬ ঘণ্টা আগেরেকর্ড গড়ার চেয়ে সহজ কাজ হয়তো ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে নেই। মাঠের ফুটবল তো বটেই। অন্যান্য ক্ষেত্রেও তিনি গড়ে চলেছেন রেকর্ড। টানা তিনবার সর্বোচ্চ উপার্জন করা ক্রীড়াবিদ হলেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।
৭ ঘণ্টা আগে