ফরচুন বরিশালের সত্ত্বাধিকারী মিজানুর রহমান আগেই বেলস পার্কে অনুষ্ঠানের কথা জানিয়ে দিয়েছিলেন। সেই কথা অনুযায়ী গতকাল বেলস পার্কে হয়েছে বিপিএল শিরোপা জয়ের উৎসব। লোকে লোকারণ্য এই অনুষ্ঠান দেখে তাওহিদ হৃদয় যেন ভাষা হারিয়ে ফেলেছেন।
লঞ্চে যাওয়ার কথা থাকলেও তামিম ইকবালের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল শিরোপাসহ বিমানে করে গিয়েছে বরিশালে। সত্ত্বাধিকারী মিজানুর, অধিনায়ক তামিম, ইবাদত হোসেন চৌধুরী, হৃদয়সহ অনেকেই ‘২০২৫ বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল’ লেখা জার্সি পরেছেন। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে গত রাতে হৃদয় ২ মিনিট ১৩ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে ইবাদতকে বলতে শোনা গেছে, ‘আমরা বরিশাল এসেছি। আবার হবে।’ বিমানের মধ্যেই যেন উৎসব শুরু হয়ে যায় তাঁদের। হৃদয় ক্যাপশন দিয়েছেন, ‘ভালোবাসার অত্যাচার কি সেটা সম্ভবত আজ টের পেলাম। বরিশালবাসীর সঙ্গে অনেকটা সময় কাটাতে না পারার কষ্ট পুষে রাখব নাকি এত বেশি ভালোবাসা, আগ্রহ আর পাগলামি মনে রাখব বুঝতে পারছি না।’
তামিমরা সেখানে উপস্থিত হওয়ার আগেই ভক্ত-সমর্থকে টইটম্বুর হয়ে ওঠে বেলস পার্ক। অপেক্ষার প্রহর কাটিয়ে গতকাল বিকেল ৪টার দিকে ট্রফি হাতে ফরচুন বরিশাল পৌঁছেছে মাঠে। তাদের হয়তো আশা ছিল, সেখানে তামিমরা বেশ কিছু সময় থাকবেন, দর্শকদের উদ্দেশে কিছু বলবেন। কিন্তু সবাইকে হতাশ করে তিন-চার মিনিট পরই বেলস পার্ক থেকে চলে যান তাঁরা। তাতে দর্শকদের হতাশা রূপ নেয় ক্ষোভে। হৃদয় বলেন, ‘প্রিয় বরিশালবাসী, আপনাদের ক্রিকেটের প্রতি আগ্রহ, পাগলামি আর ভালোবাসাতে মুগ্ধ আমি। হয়তো উচ্ছ্বাস কম দেখালে আরও কিছুটা সময় বেশি থাকতে পারতাম আপনাদের সঙ্গে। তবে এই অতিরিক্ত ভালোবাসা মনে থাকবে আমৃত্যু।’
বেলস পার্কের এমন জনসমুদ্র দেখে হতবাক ফরচুন বরিশালের অধিনায়ক তামিম। ফ্র্যাঞ্চাইজিটির অফিশিয়াল ফেসবুক পেজে তিনি বলেন, ‘আমাদের অনেক পরিকল্পনা ছিল। আমাদের দেখা হবে। প্রত্যেক খেলোয়াড় কথা বলবে। সবার সঙ্গে সময় কাটাবে। দুর্ভাগ্য, মঞ্চে খুব কম সময় থাকতে পেরেছি। আমার জীবনে একসঙ্গে এত মানুষ দেখিনি। আমাদের দেখার জন্য আপনারা দেড়-দুই লাখ মানুষ ছিলেন ওখানে। একটা সময় এমন অবস্থা হয়ে গিয়েছিল, আমাদের নিরাপত্তা দল এ পরিস্থিতি আর নিরাপদ মনে করেনি।’
আরও পড়ুন:
ফরচুন বরিশালের সত্ত্বাধিকারী মিজানুর রহমান আগেই বেলস পার্কে অনুষ্ঠানের কথা জানিয়ে দিয়েছিলেন। সেই কথা অনুযায়ী গতকাল বেলস পার্কে হয়েছে বিপিএল শিরোপা জয়ের উৎসব। লোকে লোকারণ্য এই অনুষ্ঠান দেখে তাওহিদ হৃদয় যেন ভাষা হারিয়ে ফেলেছেন।
লঞ্চে যাওয়ার কথা থাকলেও তামিম ইকবালের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল শিরোপাসহ বিমানে করে গিয়েছে বরিশালে। সত্ত্বাধিকারী মিজানুর, অধিনায়ক তামিম, ইবাদত হোসেন চৌধুরী, হৃদয়সহ অনেকেই ‘২০২৫ বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল’ লেখা জার্সি পরেছেন। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে গত রাতে হৃদয় ২ মিনিট ১৩ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে ইবাদতকে বলতে শোনা গেছে, ‘আমরা বরিশাল এসেছি। আবার হবে।’ বিমানের মধ্যেই যেন উৎসব শুরু হয়ে যায় তাঁদের। হৃদয় ক্যাপশন দিয়েছেন, ‘ভালোবাসার অত্যাচার কি সেটা সম্ভবত আজ টের পেলাম। বরিশালবাসীর সঙ্গে অনেকটা সময় কাটাতে না পারার কষ্ট পুষে রাখব নাকি এত বেশি ভালোবাসা, আগ্রহ আর পাগলামি মনে রাখব বুঝতে পারছি না।’
তামিমরা সেখানে উপস্থিত হওয়ার আগেই ভক্ত-সমর্থকে টইটম্বুর হয়ে ওঠে বেলস পার্ক। অপেক্ষার প্রহর কাটিয়ে গতকাল বিকেল ৪টার দিকে ট্রফি হাতে ফরচুন বরিশাল পৌঁছেছে মাঠে। তাদের হয়তো আশা ছিল, সেখানে তামিমরা বেশ কিছু সময় থাকবেন, দর্শকদের উদ্দেশে কিছু বলবেন। কিন্তু সবাইকে হতাশ করে তিন-চার মিনিট পরই বেলস পার্ক থেকে চলে যান তাঁরা। তাতে দর্শকদের হতাশা রূপ নেয় ক্ষোভে। হৃদয় বলেন, ‘প্রিয় বরিশালবাসী, আপনাদের ক্রিকেটের প্রতি আগ্রহ, পাগলামি আর ভালোবাসাতে মুগ্ধ আমি। হয়তো উচ্ছ্বাস কম দেখালে আরও কিছুটা সময় বেশি থাকতে পারতাম আপনাদের সঙ্গে। তবে এই অতিরিক্ত ভালোবাসা মনে থাকবে আমৃত্যু।’
বেলস পার্কের এমন জনসমুদ্র দেখে হতবাক ফরচুন বরিশালের অধিনায়ক তামিম। ফ্র্যাঞ্চাইজিটির অফিশিয়াল ফেসবুক পেজে তিনি বলেন, ‘আমাদের অনেক পরিকল্পনা ছিল। আমাদের দেখা হবে। প্রত্যেক খেলোয়াড় কথা বলবে। সবার সঙ্গে সময় কাটাবে। দুর্ভাগ্য, মঞ্চে খুব কম সময় থাকতে পেরেছি। আমার জীবনে একসঙ্গে এত মানুষ দেখিনি। আমাদের দেখার জন্য আপনারা দেড়-দুই লাখ মানুষ ছিলেন ওখানে। একটা সময় এমন অবস্থা হয়ে গিয়েছিল, আমাদের নিরাপত্তা দল এ পরিস্থিতি আর নিরাপদ মনে করেনি।’
আরও পড়ুন:
লিটন দাসের হাতে সোনালি ট্রফি, মুখে চওড়া হাসি। সর্বশেষ বাংলাদেশ বিদেশ থেকে কোনো সিরিজের ট্রফি জিতে ফিরেছিল লিটনেরই নেতৃত্বে, গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। মাঝে ৬টা মাস বাংলাদেশের বড্ড কঠিন সময় গেল। টানা ব্যর্থতায় হাবুডুবু খাচ্ছিল দল। ব্যর্থ হওয়ার তালিকায় আছে আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হার...
১৩ মিনিট আগেজয়রথ ছুটছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের। মে মাসে শ্রীলঙ্কা সফরে যুব ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতেছিল ৩–২ ব্যবধানে। এবার এশিয়া কাপ ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতির পর্ব হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছে আজিজুল হাকিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের প্রথম ম্যাচেই ১৩০ রানের বড় জয় তুলে..
১১ ঘণ্টা আগেকিছুদিন আগেই ক্রিকেট ছেড়েছেন নিকোলাস পুরান। এবার ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল। একের পর এক এভাবে ক্রিকেটারদের জাতীয় দল ছেড়ে যাওয়াকে ভালো চোখে দেখছেন না ব্রায়ান লারা। এর জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকেই (সিডব্লুআই) দুষছেন ক্যারিবিয়ান এই ক্রিকেট কিংবদন্তি।
১২ ঘণ্টা আগেঅগোছাল ফুটবলের কারণে শুরুতে অচেনা লাগছিল বাংলাদেশকে। কোচ পিটার বাটলারও তাই একাদশে পরিবর্তন আনতে বাধ্য হন ৩১ মিনিটের মধ্যে। জড়তা কাটিয়ে মেয়েরাও খুঁজে পান ছন্দ। ভুটানকে ৩-০ গোলে হারিয়ে অক্ষত রাখেন টুর্নামেন্টে অপরাজিত থাকার ধারা।
১৩ ঘণ্টা আগে