Ajker Patrika

আফগানদের বিপক্ষেও গিলকে পাচ্ছে না ভারত 

আফগানদের বিপক্ষেও গিলকে পাচ্ছে না ভারত 

নিজের প্রথম বিশ্বকাপ নিয়ে রোমাঞ্চিত থাকেন তো সবাই। শুবমান গিলও হয়তো বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলার স্বপ্নে বিভোর ছিলেন। যেখানে এ বছরটা তাঁর দারুণ কাটছে। তবে এখনো পর্যন্ত বিশ্বকাপে তার খেলা হয়নি এক ম্যাচও। অপেক্ষাটা তাঁর বেড়েই চলেছে।

চেন্নাইয়ের চিদম্বরমে গতকাল অষ্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হয় ভারতের বিশ্বকাপ মিশন। তবে এই ম্যাচের কয়েকদিন আগেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন গিল। ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড় তখন জানিয়েছেন, ম্যাচ শুরুর দিন পর্যন্ত অপেক্ষা করা হবে। অজিদের বিপক্ষে ম্যাচের দিন জানা যায়, গিল খেলছেন না। এবার তাঁকে পাওয়া যাবে না দ্বিতীয় ম্যাচেও। যেখানে বুধবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে খেলবে ভারত। বিসিসিআই জানিয়েছে, গিল দলের সঙ্গে দিল্লিতে যাচ্ছেন না। চেন্নাইয়ে তিনি মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে থাকবেন।

গিল না খেলায় রোহিত শর্মার সঙ্গে গতকাল ওপেনিংয়ে নামেন ইশান কিষান। আর ওপেনিংয়ে নেমে গোল্ডেন ডাক মেরেছেন তিনি। ইনিংসের চতুর্থ বলে মিচেল স্টার্ককে কাভার ড্রাইভ করতে যান কিষান। আউটসাইড এজ হওয়া বল প্রথম স্লিপে ক্যাচ ধরেন ক্যামেরন গ্রিন। ইশানের পর রোহিত শর্মা, শ্রেয়াস আয়ার-দুই ব্যাটারই আউট হয়েছেন ০ রানে আউট হয়েছেন শ্রেয়াস। তাতে প্রথমবারের মতো ভারতের ওয়ানডে ইতিহাসে প্রথম চার ব্যাটারের তিনজনই আউট হয়েছেন ০ রানে।   আর অস্ট্রেলিয়াকে ৫২ বল হাতে রেখে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপে শুভসূচনা করেছে ভারত।

আন্তর্জাতিক ক্রিকেটে এ বছরের সর্বোচ্চ রান সংগ্রাহক গিল। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি মিলে ৩৬ ম্যাচে ৫১.৮৮ গড়ে করেছেন ১৭৬৪ রান। সেঞ্চুরি করেছেন ৭ টি, যার মধ্যে ওয়ানডেতে তিন অঙ্ক ছুঁয়েছেন ৫ বার, টেস্ট ও টি-টোয়েন্টিতে ১টি করে সেঞ্চুরি করেছেন। ওয়ানডে ক্যারিয়ারের ডাবল সেঞ্চুরিও এ বছর করেছেন ভারতীয় এই ব্যাটার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত