Ajker Patrika

ভারতকে নিয়ে ছেলেখেলায় মেতে চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবারা

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৭: ৫৯
ভারতকে নিয়ে ছেলেখেলায় মেতে চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবারা

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে মাঠ ভেজা থাকায় খেলা গড়াল ৪২ ওভারের। কলকাতার ইডেন গার্ডেন্সে সেই প্রভাবে প্রভাবিত হলেন নাঈমুর রহমান নয়ন, এসএম মেহেরব, আশিকুর জামানরা। 

তিনজনের বোলিং তোপে মাত্র দুজন ব্যাটার ছুঁতে পারলেন দুই অঙ্ক। বাকি নয়জনের রান ফোন নম্বরের মতো—২,২, ০,৫, ২,১, ০,১, ০! এক কথায়, ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলকে ক্রিকেট শেখাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তিন দলের ওয়ানডে সিরিজের ফাইনালে স্বাগতিকদের মাত্র ৫৩ রানে গুঁড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হলো যুবারা। 

সফরে প্রথম তিন ম্যাচ জিতে সবার আগে ফাইনালে উঠেছিল যুব ক্রিকেটের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ। বৃষ্টির কারণে একটি ম্যাচ হয়েছিল পরিত্যক্ত। সিরিজের আরেক দল ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ কোনো ম্যাচ জিততে পারেনি। 

২৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আজ বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দল। প্রথম পাওয়ার প্লেতে ৪ উইকেট খুইয়ে ম্যাচ থেকেই ছিটকে স্বাগতিকেরা।

পঞ্চম উইকেটে উদয় সাহারন ও কুশল তাম্বে বিপর্যয় কাটানোর চেষ্টা করলেও পেরে ওঠেননি। ১৮ তম ওভারে উদয়কে ফিরিয়ে ভারতের ভরাডুবি নিশ্চিত করেন নয়ন। স্বাগতিকেরা শেষ ছয় উইকেট হারায় মাত্র ৫ রানে। 

এর আগে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ১১৫ রানে ৭ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল সফরকারীরাও। সেখান থেকে দলকে উদ্ধার করেন আইচ মোল্লা (৯৩)। তাঁকে যোগ্য সঙ্গ দেন আশিকুর (৫০)। আইচ-আশিকুরের ৯৪ রানের জুটিতেই চ্যালেঞ্জিং পুঁজি পায় বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত