প্রথম দিনের ৩৫ ওভারের পর দুই দিনের বেশি সময় খেলা হয়নি বৃষ্টির প্রভাবে। না হওয়া আড়াই দিনের খেলা এক দিনেই পুষিয়ে দিল বাংলাদেশ ও ভারত। কানপুর টেস্ট এখন শেষ দিনের রোমাঞ্চে। যথেষ্ট সম্ভাবনা রয়েছে ফল আসারও।
গ্রিন পার্কে আজ চতুর্থ দিন ক্ষণে ক্ষণে রং বদলাতে দেখেছেন মেহেদী হাসান মিরাজ। স্বীকার করে নিলেন, কানপুর টেস্টে একদমই নতুন এক অভিজ্ঞতা তাঁর জন্য। ব্যাপারটিকে আরেক শিক্ষা হিসেবে উল্লেখ করলেন এই অলরাউন্ডার, ‘টেস্ট ক্রিকেটে অনেক সময় এমন পরিস্থিতি আসে। যেহেতু খেলা দুদিনে শেষ হচ্ছে। আগের দুদিন বৃষ্টির কারণে হয়নি। এ রকম পরিস্থিতি কখনো হয়নি। এখান থেকে আমর নতুন অনেক কিছু শেখার আছে, আমরা শিখতে পেরেছি।’
পুরো দিনে ছিল উইকেট বৃষ্টি আর ছক্কা-চারের ফুলঝুরি—১২ ছক্কা, ৬০ টির মতো চার, ১৮ উইকেট, ৪৩৭ রান। মুমিনুল হকের দুর্দান্ত সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ২৩৩ রানে থামে বাংলাদেশের ইনিংস। তাণ্ডব চালিয়ে ৩৪.৪ ওভারে ৯ উইকেটে ২৮৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। বড় সংগ্রহের পথেই হাঁটছিল তারা। সাকিব আল হাসান ও মিরাজ ঘূর্ণি জাদুতে টানেন লাগাম।
সাকিব-মিরাজ দুজনই নিয়েছেন ৪টি করে উইকেট। ভারতের ব্যাটিংয়ের ধরনকে টি-টোয়েন্টি বললেন মিরাজ, ‘দেখেন টেস্টে সব সময় যেকোনো দৃশ্য দেখা যায়। আজ যেরকম খেলা হয়েছে, টি-টোয়েন্টির মতোই হয়েছে। জেতার জন্য খেলেছে। সবাই রানের জন্য খেলেছে। আমরা চেষ্টা করেছি তাদের রান কীভাবে আটকানো যায়। তারা নম্বর ওয়ান দল। বিশ্বমানের ক্রিকেটার আছে তাদের দলে। কৃতিত্ব তো দিতেই হবে।’ ভারত ওভারপ্রতি রান তুলেছে ৮.২২ হারে।
৫২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ২৬ রানে দিন শেষ করেছে বাংলাদেশ। স্বাগতিকেরা এখনো এগিয়ে ২৬ রানে। স্বাভাবিকভাবেই কিছুটা পিছিয়ে সফরকারীরা। কাল শেষ দিন দায়িত্ব নিয়ে ব্যাটিং করলে হয়তো অন্তত হারবে না তারা। প্রথম ইনিংসের মতো ধসে পড়লে ধবলধোলাই এড়ানো কঠিনই হবে শান্তদের।
মিরাজ অবশ্য এখনো এখনই দলকে পিছিয়ে রাখতে নারাজ, ‘টেস্ট ক্রিকেটে সবই সম্ভব। আমরা যে হেরে গেছি, তা কিন্তু নয়। এ রকম অনেক ম্যাচ আমরা জিতেছিও, ভালো করেছি। আমাদের সুযোগ আছে। উইকেট এখনো ভালো আছে। চ্যালেঞ্জিং হবে। তবে যারা আছে, ওপর থেকে একটা ভালো জুটি হলে, একটা সেশন দায়িত্ব নিয়ে যদি ব্যাটিং করতে পারি আমাদের ভালো হবে। এখনো কালকের দিন আছে, এখনই এ রকম চিন্তা না করি।’
প্রথম দিনের ৩৫ ওভারের পর দুই দিনের বেশি সময় খেলা হয়নি বৃষ্টির প্রভাবে। না হওয়া আড়াই দিনের খেলা এক দিনেই পুষিয়ে দিল বাংলাদেশ ও ভারত। কানপুর টেস্ট এখন শেষ দিনের রোমাঞ্চে। যথেষ্ট সম্ভাবনা রয়েছে ফল আসারও।
গ্রিন পার্কে আজ চতুর্থ দিন ক্ষণে ক্ষণে রং বদলাতে দেখেছেন মেহেদী হাসান মিরাজ। স্বীকার করে নিলেন, কানপুর টেস্টে একদমই নতুন এক অভিজ্ঞতা তাঁর জন্য। ব্যাপারটিকে আরেক শিক্ষা হিসেবে উল্লেখ করলেন এই অলরাউন্ডার, ‘টেস্ট ক্রিকেটে অনেক সময় এমন পরিস্থিতি আসে। যেহেতু খেলা দুদিনে শেষ হচ্ছে। আগের দুদিন বৃষ্টির কারণে হয়নি। এ রকম পরিস্থিতি কখনো হয়নি। এখান থেকে আমর নতুন অনেক কিছু শেখার আছে, আমরা শিখতে পেরেছি।’
পুরো দিনে ছিল উইকেট বৃষ্টি আর ছক্কা-চারের ফুলঝুরি—১২ ছক্কা, ৬০ টির মতো চার, ১৮ উইকেট, ৪৩৭ রান। মুমিনুল হকের দুর্দান্ত সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ২৩৩ রানে থামে বাংলাদেশের ইনিংস। তাণ্ডব চালিয়ে ৩৪.৪ ওভারে ৯ উইকেটে ২৮৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। বড় সংগ্রহের পথেই হাঁটছিল তারা। সাকিব আল হাসান ও মিরাজ ঘূর্ণি জাদুতে টানেন লাগাম।
সাকিব-মিরাজ দুজনই নিয়েছেন ৪টি করে উইকেট। ভারতের ব্যাটিংয়ের ধরনকে টি-টোয়েন্টি বললেন মিরাজ, ‘দেখেন টেস্টে সব সময় যেকোনো দৃশ্য দেখা যায়। আজ যেরকম খেলা হয়েছে, টি-টোয়েন্টির মতোই হয়েছে। জেতার জন্য খেলেছে। সবাই রানের জন্য খেলেছে। আমরা চেষ্টা করেছি তাদের রান কীভাবে আটকানো যায়। তারা নম্বর ওয়ান দল। বিশ্বমানের ক্রিকেটার আছে তাদের দলে। কৃতিত্ব তো দিতেই হবে।’ ভারত ওভারপ্রতি রান তুলেছে ৮.২২ হারে।
৫২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ২৬ রানে দিন শেষ করেছে বাংলাদেশ। স্বাগতিকেরা এখনো এগিয়ে ২৬ রানে। স্বাভাবিকভাবেই কিছুটা পিছিয়ে সফরকারীরা। কাল শেষ দিন দায়িত্ব নিয়ে ব্যাটিং করলে হয়তো অন্তত হারবে না তারা। প্রথম ইনিংসের মতো ধসে পড়লে ধবলধোলাই এড়ানো কঠিনই হবে শান্তদের।
মিরাজ অবশ্য এখনো এখনই দলকে পিছিয়ে রাখতে নারাজ, ‘টেস্ট ক্রিকেটে সবই সম্ভব। আমরা যে হেরে গেছি, তা কিন্তু নয়। এ রকম অনেক ম্যাচ আমরা জিতেছিও, ভালো করেছি। আমাদের সুযোগ আছে। উইকেট এখনো ভালো আছে। চ্যালেঞ্জিং হবে। তবে যারা আছে, ওপর থেকে একটা ভালো জুটি হলে, একটা সেশন দায়িত্ব নিয়ে যদি ব্যাটিং করতে পারি আমাদের ভালো হবে। এখনো কালকের দিন আছে, এখনই এ রকম চিন্তা না করি।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে দীর্ঘ দিন কাজ করেছেন মিনহাজুল আবেদীন নান্নু। প্রশংসার চেয়ে সমালোচিতই বেশি হয়েছেন প্রধান নির্বাচক হিসেবে। নান্নু এখন কাজ করছেন বিসিবির হেড অব প্রোগ্রাম হিসেবে। এশিয়া কাপ, বিশ্বকাপে খেলার আগে তিনি বিসিবিকে কিছু পরামর্শ দিয়েছেন।
১ ঘণ্টা আগেখেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
৩ ঘণ্টা আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
৪ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৯ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
৬ ঘণ্টা আগে