Ajker Patrika

শেঠি মানসিকভাবে সুস্থ কি না, প্রশ্ন রমিজের

আপডেট : ১৭ মে ২০২৩, ১৭: ২৪
শেঠি মানসিকভাবে সুস্থ কি না, প্রশ্ন রমিজের

অনেক দিন ধরেই এশিয়া কাপ নিয়ে ভারতের সঙ্গে মনোমালিন্য চলছে পাকিস্তানের, তা এখনো মেটেনি। অনেক আগে ভারত নিশ্চিত করেছে পাকিস্তানে টুর্নামেন্ট খেলতে যাবে না তারা। তাই বিকল্প পথ হিসেবে ‘হাইব্রিড মডেলের’ প্রস্তাব দিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি নাজাম শেঠি। 

সেই প্রস্তাবে আপত্তি জানিয়েছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। এশিয়ার দুই দেশের সমর্থন না পাওয়ায় সর্বশেষ ইংল্যান্ডে এশিয়া কাপ আয়োজনের কথা জানিয়েছেন শেঠি। ভারতের এক সংবাদমাধ্যমকে এমনটি জানান তিনি। এ নিয়ে এখন পর্যন্ত অন্য দেশ কিংবা ব্যক্তি মন্তব্য না করলেও স্বদেশি রমিজ রাজার তোপের মুখে পড়েছেন পিসিবি সভাপতি। 

শেঠির শুধু সমালোচনাই করেননি সাবেক পিসিবি সভাপতি রমিজ। সঙ্গে বর্তমান সভাপতি মানসিকভাবে সুস্থ কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। নিজের ইউটিউব চ্যানেলে সাবেক ক্রিকেটার বলেছেন, ‘পিসিবি সভাপতির মুখে লর্ডসে এশিয়া কাপ হলে দারুণ হবে এমন শোনার পর আমি হতবাক হয়েছি। তিনি মানসিকভাবে সুস্থ আছেন তো? এশিয়া কাপের মূল উদ্দেশ্যই হচ্ছে বিশ্বকাপের আগে যেন উপমহাদেশের কন্ডিশনের সঙ্গে দলগুলো মানিয়ে নিতে পারে।’ 

করের কারণে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নবম আসর সংযুক্ত আরব আমিরাতে করতে চাওয়ার বিষয় নিয়েও শেঠির সমালোচনা করেছেন রমিজ। তিনি বলেছেন, ‘তাঁর আরেকটি বিবৃতি নিয়েও আমি রাগান্বিত, করের ঝামেলার কারণে নাকি আরব আমিরাতে আয়োজন করতে চান পিএসএল। অথচ একদিকে বলছেন ক্রিকেটের জন্য পাকিস্তান নিরাপদ, অন্যদিকে বলছে পাকিস্তানে পিএসএল হওয়া উচিত নয়। এটার অর্থ কী?’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত