Ajker Patrika

এবারও নায়ক হতে পারলেন না ফারুকি 

এবারও নায়ক হতে পারলেন না ফারুকি 

সেই একই চিরপরিচিত গল্প। হেলমেট খুলে নাসিম শাহর বাধভাঙা উচ্ছ্বাস। অন্যদিকে দুর্দান্ত বোলিং করেও ফজল হক ফারুকির হতাশ হওয়া। ফরম্যাট যা-ই হোক, পাকিস্তানের বিপক্ষে আফগানদের তীরে এসে তরী ডোবার ঘটনা দেখা যাচ্ছে বারবার। 

হাম্বানটোটায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে গতকাল মুখোমুখি হয়েছিল পাকিস্তান-আফগানিস্তান। পাকিস্তানের জিততে শেষ ওভারে দরকার ১১ রান। এই ওভার করতে আসেন ফজলহক ফারুকি। প্রথম বলে শাদাব খানকে মানকাডিং করেন ফারুকি। পাকিস্তানের তখন ৯ উইকেট শেষ। উইকেটে যখন নাসিম ও হারিস রউফ, তখন খোদ পাকিস্তানি সমর্থকেরাও হয়তো জয়ের কথা ভাবতে পারেননি। কিন্তু গল্পের রোমাঞ্চ যে তখনও বাকি। এক পর্যায়ে শেষ দুই বলে পাকিস্তানের জয়ের সমীকরণ দাঁড়ায় ৩ রানের। ফারুকির বলে আউটসাইড এজ হয়ে শর্ট থার্ড পেরিয়ে চলে যায় বাউন্ডারিতে। ১ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে সিরিজও নিজেদের করে নেয় পাকিস্তান। 

এর আগে গত বছরের এশিয়া কাপেও শেষ ওভারের রোমাঞ্চে পাকিস্তানের কাছে হেরেছিল আফগানিস্তান। শারজায় সুপার ফোরের সেই ম্যাচে তখন পাকিস্তানের জিততে শেষ ওভারে দরকার ছিল ১১ রান, হাতে ছিল ১ উইকেট। ইয়র্কার করতে গিয়ে ফজলহক ফারুকি লো ফুলটস করে দেন। লং অফের ওপর দিয়ে ছক্কা মেরে দেন নাসিম। পরের বলও একই রকম করলেন ফারুকি। এই বলটাও লং অফের ওপর দিয়ে ছক্কা মেরে পাকিস্তানকে রুদ্ধশ্বাস জয় এনে দেন নাসিম। পাকিস্তানও চলে গিয়েছিল এশিয়া কাপের ফাইনালে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত