Ajker Patrika

বিশ্বকাপে ভরাডুবিতে উইন্ডিজ কোচের পদত্যাগ

আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ১১: ২৭
বিশ্বকাপে ভরাডুবিতে উইন্ডিজ কোচের পদত্যাগ

ভুলে যাওয়ার মতোই একটি বিশ্বকাপ কাটিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হয়েছে উইন্ডিজদের। সেই ব্যর্থতার দায় কাঁধে নিয়ে প্রধান কোচের পদ ত্যাগ করেছেন ফিল সিমন্স।

সোমবার রাতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) পাঠানো এক বিবৃতিতে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সিমন্স। বিশ্বকাপে ব্যর্থতার কথা উল্লেখ করে দলটির প্রধান কোচ বলেন, ‘আমি স্বীকার করছি যে এই ব্যর্থতা  শুধু দলকে নয়, বরং যেসব দেশের আমরা প্রতিনিধিত্ব করি, তাদের সবাইকে কষ্ট দিয়েছে। এটা হতাশাজনক। আমরা বিশ্বকাপে ভালো খেলতে পারিনি এবং দর্শক হিসেবে টুর্নামেন্টটা দেখতে হবে। ভক্তদের কাছে আমি ক্ষমা চাইছি।’

বিশ্বকাপ শেষে অস্ট্রেলিয়ায় দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ৩০ নভেম্বর পার্থে শুরু হবে প্রথম টেস্ট। আর ৮ ডিসেম্বর অ্যাডিলেড ওভালে হবে দ্বিতীয় টেস্ট। সিমন্স জানিয়েছেন, এই টেস্ট সিরিজ শেষেই প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। উইন্ডিজ দলের প্রধান কোচ বলেন, ‘এখন এটা সবাইকে জানানোর সময় হয়েছে যে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের পর আমি ওয়েস্ট ইন্ডিজ দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত