ক্রীড়া ডেস্ক
স্বীকৃতি টি-টোয়েন্টিতে আজকের আগে একবারও ৫ উইকেট নিতে পারেননি মিচেল স্টার্ক। এই অপূর্ণতা অস্ট্রেলীয় পেসার ঘোচালেন আজ আইপিএলে। ৩৫ রান দিয়ে নিলেন ৫ উইকেট। আর তাতে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে স্টার্কের দল দিল্লি ক্যাপিটাল জিতেছে ৭ উইকেটে।
বিশাখাপট্টনামে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিল হায়দরাবাদ। পাওয়ার প্লেতেই ইশান কিষান (২), নীতিশ কুমার রেড্ডি (০) ও ট্রাভিস হেডকে (২২) ফিরে হায়দরাবাদের বড় স্কোর গড়ার পথে বাধা হয়ে দাঁড়ান স্টার্ক। পরে ডেথ ওভারেও ফিরিয়ে দেন হর্ষিত প্যাটেল (৫) ও উইগান মুল্ডারকে (৯)। তাতে ১৮.৪ ওভারে ১৬৩ রানে গুটিয়ে যায় হায়দরাবাদ।
৫ উইকেট টি-টোয়েন্টিতে এটাই প্রথম স্টার্কের। এর আগে স্বীকৃতি টি-টোয়েন্টিতে তাঁর সেরা বোলিং ছিল ১৫ রানে ৫ উইকেট। আজ স্টার্কের ৫ উইকেট পাওয়ার আগে আইপিএলে ৫ উইকেটে পেয়েছিলেন ১৭ বছর আগে অমিত মিশ্র। ২০০৮ আইপিএলে সেসময়ের দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে ১৭ রান দিয়ে মিশ্র ৫ উইকেট নিয়েছিলেন ডেকান চার্জাসের বিপক্ষে।
স্টার্কের বোলিং সাফল্যের পরও ৪১ বলে ইনিংস সর্বোচ্চ ৭৪ রান করেন অনিকেত ভার্মা। ৩২ রান আসে হেনরিক ক্লাসেনের ব্যাটে।
লক্ষ্য তাড়ায় ২৪ বল ও ৭ উইকেট হাতে রেখেই জিতে যায় অক্ষর প্যাটেলের দিল্লি ক্যাপিটালস। ইনিংস সর্বোচ্চ ৫০ করেন ফাফ ডু প্লেসি। জিশান আনসারি নেন ৩ উইকেট।
স্বীকৃতি টি-টোয়েন্টিতে আজকের আগে একবারও ৫ উইকেট নিতে পারেননি মিচেল স্টার্ক। এই অপূর্ণতা অস্ট্রেলীয় পেসার ঘোচালেন আজ আইপিএলে। ৩৫ রান দিয়ে নিলেন ৫ উইকেট। আর তাতে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে স্টার্কের দল দিল্লি ক্যাপিটাল জিতেছে ৭ উইকেটে।
বিশাখাপট্টনামে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিল হায়দরাবাদ। পাওয়ার প্লেতেই ইশান কিষান (২), নীতিশ কুমার রেড্ডি (০) ও ট্রাভিস হেডকে (২২) ফিরে হায়দরাবাদের বড় স্কোর গড়ার পথে বাধা হয়ে দাঁড়ান স্টার্ক। পরে ডেথ ওভারেও ফিরিয়ে দেন হর্ষিত প্যাটেল (৫) ও উইগান মুল্ডারকে (৯)। তাতে ১৮.৪ ওভারে ১৬৩ রানে গুটিয়ে যায় হায়দরাবাদ।
৫ উইকেট টি-টোয়েন্টিতে এটাই প্রথম স্টার্কের। এর আগে স্বীকৃতি টি-টোয়েন্টিতে তাঁর সেরা বোলিং ছিল ১৫ রানে ৫ উইকেট। আজ স্টার্কের ৫ উইকেট পাওয়ার আগে আইপিএলে ৫ উইকেটে পেয়েছিলেন ১৭ বছর আগে অমিত মিশ্র। ২০০৮ আইপিএলে সেসময়ের দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে ১৭ রান দিয়ে মিশ্র ৫ উইকেট নিয়েছিলেন ডেকান চার্জাসের বিপক্ষে।
স্টার্কের বোলিং সাফল্যের পরও ৪১ বলে ইনিংস সর্বোচ্চ ৭৪ রান করেন অনিকেত ভার্মা। ৩২ রান আসে হেনরিক ক্লাসেনের ব্যাটে।
লক্ষ্য তাড়ায় ২৪ বল ও ৭ উইকেট হাতে রেখেই জিতে যায় অক্ষর প্যাটেলের দিল্লি ক্যাপিটালস। ইনিংস সর্বোচ্চ ৫০ করেন ফাফ ডু প্লেসি। জিশান আনসারি নেন ৩ উইকেট।
আসছে জুলাইয়ে বেয়াল্লিশ ছাড়িয়ে তেতাল্লিশে পা রাখবেন জেমস অ্যান্ডারসন। এ বয়সে এসেও ইংল্যান্ডের সাবেক এই পেসার মনে করেন, আরও দুই তিন বছরে খেলার সামর্থ্য আছে তাঁর।
৪ ঘণ্টা আগেবুন্দেসলিগায় সেন্ট পাউলির বিপক্ষে গত শনিবার গোল করেছেন হ্যারি কেইন। তাঁর এবং লে রয় সানের জোড়া গোলের সুবাদে বায়ার্ন ম্যাচটি জেতে ৩-২ গোলে। এই ম্যাচে একটা কীর্তি গড়েছেন হ্যারি কেইন, আর সে কীর্তিতে বায়ার্নের ইংলিশ এই স্ট্রাইকার পাশে বসে গেছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার।
৫ ঘণ্টা আগেএফএ কাপের কোয়ার্টার ফাইনালে রোববার চোট পেয়েছে মাঠ ছাড়েন আর্লিং হালান্ড। বোর্নমাউথের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর মাঠের বাইরে ছিটকে গেছেন হালান্ড। সেটা কত দিনের জন্য—প্রশ্ন এখন এটাই।
৬ ঘণ্টা আগেপ্রেমে মজেছেন কিংবদন্তি গলফার টাইগার উডস। ডোনাল্ড ট্রাম্পের সাবেক পুত্রবধূ ভ্যানেসা ট্রাম্পের সঙ্গে উডসের প্রেমে পড়ার খবরটা নতুন কিছু নয়। কিছুদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্যানেসা ও উডস এক যৌথ বার্তায় পরস্পরের প্রেমে পড়ার কথা জানিয়েছিলেন। নতুন তথ্য, দুজনের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন...
৬ ঘণ্টা আগে