নিজস্ব প্রতিবেদক, পুনে থেকে
২০২৩ বিশ্বকাপে বিপুল প্রত্যাশা নিয়ে এসে প্রায় ভরাডুবিই হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। ৮ ম্যাচে ২ জয় নিয়ে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের আটে আছে বাংলাদেশ। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি খেলা নিয়েই তৈরি হয়েছে সংশয়। এই ব্যর্থতার দায়ে বাংলাদেশ ক্রিকেটে বড় ধরনের পরিবর্তনের দাবি উঠেছে। দর্শক-সমর্থকেরা পরিবর্তন দেখতে চান নির্বাচক প্যানেলেও।
সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও চান নির্বাচক প্যানেলে বড় পরিবর্তন আসুক। তাঁর মতে, প্রায় এক যুগ ধরে প্রধান নির্বাচক হিসেবে থাকা মিনহাজুল আবেদীন নান্নুকে আর দেখতে চান না তিনি। আজ বিকেলে পুনেতে আশরাফুল বলেছেন, ‘অবশ্যই (পরিবর্তন হওয়া উচিত)। একটা মানুষ ১২ বছর ধরে আছেন। শুধু আমি নই বিশ্বের সব জায়গায়। আরেকবার বলেছিলাম এ কথাটা। তিনি (নান্নু) উদাহরণ দিয়েছিলেন, অস্ট্রেলিয়ার একজন এমন ছিলেন। তখন অস্ট্রেলিয়া টানা ১২–১৩ টেস্ট জিতেছিল। ওটা হিসাব করবেন না। আমাদের সবশেষ তিনটি আইসিসির ইভেন্ট ভালো যায়নি। এবারও ভালো হয়নি। দুটি ম্যাচ জিতে আটে আছি। এ কারণে অবশ্যই নতুন ব্রেন (মস্তিষ্ক) দরকার। এটা লম্বা সময়ে থাকার পজিশন নয়, ২–৪ বছর থাকার পজিশন। নতুন মানুষ এলে নতুন ভাবনা আসবে। ২৩ বছরে আমরা কেন ১০–১২জন (প্রধান) কোচ পরিবর্তন করলাম। নতুন কিছু চিন্তার জন্যই তো পরিবর্তন করেছি।’
নান্নুর কাছ থেকে নতুন কোনো ভাবনা আর পাওয়ার সম্ভাবনা নেই বলে মনে করেন আশরাফুল, ‘ওই মানের কোনো খাতেই কোয়ালিটি জিনিস নেই। আপনাদের কাছে নাম জিজ্ঞেস করলে আপনারা নাম খুঁজে পাবেন না। এটাই আসলে সমস্যা। নাম না পেলেও এই লেভেলে যারা কিছু খেলেছে, তাদের সুযোগ দিলে তাহলে নতুন নতুন আইডিয়া আসবে। একই আইডিয়া নিয়ে ১২ বছর ধরে আছেন, এখন পরিবর্তন আসা উচিত।’
যদি নির্বাচক হওয়ার প্রস্তাব দেওয়া হয়, আশরাফুল কি সেটি লুফে নেবেন? সাবেক এ অধিনায়কের উত্তর, ‘যেহেতু আমি ২৬–২৭ বছর ধরে ক্রিকেট খেলছি। ভবিষ্যতেও আমি ক্রিকেটের সঙ্গে থাকতে চাই। এ ধরনের যদি কোনো পরিস্থিতি আসে, অবশ্যই আমি চিন্তা করব।’
২০২৩ বিশ্বকাপে বিপুল প্রত্যাশা নিয়ে এসে প্রায় ভরাডুবিই হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। ৮ ম্যাচে ২ জয় নিয়ে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের আটে আছে বাংলাদেশ। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি খেলা নিয়েই তৈরি হয়েছে সংশয়। এই ব্যর্থতার দায়ে বাংলাদেশ ক্রিকেটে বড় ধরনের পরিবর্তনের দাবি উঠেছে। দর্শক-সমর্থকেরা পরিবর্তন দেখতে চান নির্বাচক প্যানেলেও।
সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও চান নির্বাচক প্যানেলে বড় পরিবর্তন আসুক। তাঁর মতে, প্রায় এক যুগ ধরে প্রধান নির্বাচক হিসেবে থাকা মিনহাজুল আবেদীন নান্নুকে আর দেখতে চান না তিনি। আজ বিকেলে পুনেতে আশরাফুল বলেছেন, ‘অবশ্যই (পরিবর্তন হওয়া উচিত)। একটা মানুষ ১২ বছর ধরে আছেন। শুধু আমি নই বিশ্বের সব জায়গায়। আরেকবার বলেছিলাম এ কথাটা। তিনি (নান্নু) উদাহরণ দিয়েছিলেন, অস্ট্রেলিয়ার একজন এমন ছিলেন। তখন অস্ট্রেলিয়া টানা ১২–১৩ টেস্ট জিতেছিল। ওটা হিসাব করবেন না। আমাদের সবশেষ তিনটি আইসিসির ইভেন্ট ভালো যায়নি। এবারও ভালো হয়নি। দুটি ম্যাচ জিতে আটে আছি। এ কারণে অবশ্যই নতুন ব্রেন (মস্তিষ্ক) দরকার। এটা লম্বা সময়ে থাকার পজিশন নয়, ২–৪ বছর থাকার পজিশন। নতুন মানুষ এলে নতুন ভাবনা আসবে। ২৩ বছরে আমরা কেন ১০–১২জন (প্রধান) কোচ পরিবর্তন করলাম। নতুন কিছু চিন্তার জন্যই তো পরিবর্তন করেছি।’
নান্নুর কাছ থেকে নতুন কোনো ভাবনা আর পাওয়ার সম্ভাবনা নেই বলে মনে করেন আশরাফুল, ‘ওই মানের কোনো খাতেই কোয়ালিটি জিনিস নেই। আপনাদের কাছে নাম জিজ্ঞেস করলে আপনারা নাম খুঁজে পাবেন না। এটাই আসলে সমস্যা। নাম না পেলেও এই লেভেলে যারা কিছু খেলেছে, তাদের সুযোগ দিলে তাহলে নতুন নতুন আইডিয়া আসবে। একই আইডিয়া নিয়ে ১২ বছর ধরে আছেন, এখন পরিবর্তন আসা উচিত।’
যদি নির্বাচক হওয়ার প্রস্তাব দেওয়া হয়, আশরাফুল কি সেটি লুফে নেবেন? সাবেক এ অধিনায়কের উত্তর, ‘যেহেতু আমি ২৬–২৭ বছর ধরে ক্রিকেট খেলছি। ভবিষ্যতেও আমি ক্রিকেটের সঙ্গে থাকতে চাই। এ ধরনের যদি কোনো পরিস্থিতি আসে, অবশ্যই আমি চিন্তা করব।’
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
৯ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১০ ঘণ্টা আগেহামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
১১ ঘণ্টা আগে