অনলাইন ডেস্ক
জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল চট্টগ্রামের ছেলে। শহরের এম এ আজিজ স্টেডিয়ামসংলগ্ন কাজীর দেউড়ি মোড়ে শৈশবের দৌড়ঝাঁপ করা তামিমের ক্রিকেটীয় যাত্রা শুরুও এই শহরের ছোট গলি থেকেই। এক সময় চিটাগং কিংস ও চিটাগাং ভাইকিংসের জার্সিতে বিপিএল মাতিয়েছেন তিনি। তবে এখন আর তিনি চিটাগং দলের নন। সবশেষ তিন আসরে ফরচুন বরিশালের আইকন ক্রিকেটার দলটির অধিনায়কও তামিম।
তামিম ফরচুন বরিশালের হয়ে খেললেও তাঁর প্রতি চট্টলার দর্শকদের ভালোবাসার একটা জায়গা রয়েই গেছে। যা দেখা গেছে বিপিএলের চট্টগ্রাম পর্বে। চট্টগ্রাম কিংসের খেলা না থাকলেও বরিশালের ম্যাচে মাঠে ছিল দর্শকের ঢল। তামিমকে এক নজর দেখতে এবং তাঁর ব্যাটিং উপভোগ করতে লাল জার্সি পরে হাজির হয়েছিলেন হাজারো ভক্ত। তামিম মাঠে থাকলে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পরিণত হতো উৎসবমুখর পরিবেশে।
তামিম যখন ব্যাট হাতে মাঠে নামেন, তখন পুরো গ্যালারির মনোযোগ থাকে তাঁর দিকেই। নীল-সাদা জার্সির দর্শকেরা তখনো হয়ে যান লাল জার্সি পরিহিত তামিমের ভক্ত।
এবারের বিপিএল ফাইনালে তামিমের বরিশাল মুখোমুখি হবে তার পুরোনো দল চিটাগং কিংসের। ২০১২ ও ২০১৩ মৌসুমে এই দলের হয়ে মাঠ মাতিয়েছিলেন তামিম। সেই স্মৃতি আজও উজ্জ্বল তাঁর মনে। তবে এবার তিনি প্রতিপক্ষ, বরিশালের নেতৃত্বে চট্টগ্রামের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবেন।
তো আজ ফাইনালে চট্টলার দর্শকদের কাছে কী চাওয়া তাঁর? তামিম বললেন, ‘আমার কাছে মনে হয়, চট্টগ্রামের মানুষের চিটাগং কিংসকেই সমর্থন করা উচিত। তবে আমি ব্যাটিংয়ে নামলে তাঁরা আমাকে একটু চিয়ারআপ করতে পারেন। চিটাগং পুরো লিগে দুর্দান্ত খেলেছে, তাদের সমর্থনই বেশি প্রাপ্য।’
জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল চট্টগ্রামের ছেলে। শহরের এম এ আজিজ স্টেডিয়ামসংলগ্ন কাজীর দেউড়ি মোড়ে শৈশবের দৌড়ঝাঁপ করা তামিমের ক্রিকেটীয় যাত্রা শুরুও এই শহরের ছোট গলি থেকেই। এক সময় চিটাগং কিংস ও চিটাগাং ভাইকিংসের জার্সিতে বিপিএল মাতিয়েছেন তিনি। তবে এখন আর তিনি চিটাগং দলের নন। সবশেষ তিন আসরে ফরচুন বরিশালের আইকন ক্রিকেটার দলটির অধিনায়কও তামিম।
তামিম ফরচুন বরিশালের হয়ে খেললেও তাঁর প্রতি চট্টলার দর্শকদের ভালোবাসার একটা জায়গা রয়েই গেছে। যা দেখা গেছে বিপিএলের চট্টগ্রাম পর্বে। চট্টগ্রাম কিংসের খেলা না থাকলেও বরিশালের ম্যাচে মাঠে ছিল দর্শকের ঢল। তামিমকে এক নজর দেখতে এবং তাঁর ব্যাটিং উপভোগ করতে লাল জার্সি পরে হাজির হয়েছিলেন হাজারো ভক্ত। তামিম মাঠে থাকলে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পরিণত হতো উৎসবমুখর পরিবেশে।
তামিম যখন ব্যাট হাতে মাঠে নামেন, তখন পুরো গ্যালারির মনোযোগ থাকে তাঁর দিকেই। নীল-সাদা জার্সির দর্শকেরা তখনো হয়ে যান লাল জার্সি পরিহিত তামিমের ভক্ত।
এবারের বিপিএল ফাইনালে তামিমের বরিশাল মুখোমুখি হবে তার পুরোনো দল চিটাগং কিংসের। ২০১২ ও ২০১৩ মৌসুমে এই দলের হয়ে মাঠ মাতিয়েছিলেন তামিম। সেই স্মৃতি আজও উজ্জ্বল তাঁর মনে। তবে এবার তিনি প্রতিপক্ষ, বরিশালের নেতৃত্বে চট্টগ্রামের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবেন।
তো আজ ফাইনালে চট্টলার দর্শকদের কাছে কী চাওয়া তাঁর? তামিম বললেন, ‘আমার কাছে মনে হয়, চট্টগ্রামের মানুষের চিটাগং কিংসকেই সমর্থন করা উচিত। তবে আমি ব্যাটিংয়ে নামলে তাঁরা আমাকে একটু চিয়ারআপ করতে পারেন। চিটাগং পুরো লিগে দুর্দান্ত খেলেছে, তাদের সমর্থনই বেশি প্রাপ্য।’
ঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
১৪ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৮ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
২ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা চলছে বছরের পর বছর ধরে। রাষ্ট্রীয় উত্তেজনার পরিস্থিতির মধ্যে ভক্ত-সমর্থকেরা যা একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটে। তবে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত চান না এসব কিছুই। এমনকি কোনো মেজর টুর্নামেন্ট থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
৩ ঘণ্টা আগে৩১১ রানে পিছিয়ে থেকে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে ভারত। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৭৪ রানে গতকাল চতুর্থ দিনের খেলা শেষ করেছে শুবমান গিলের নেতৃত্বাধীন ভারত। ইনিংস পরাজয় এড়াতে এখনো তাদের করতে হবে ১৩৭ রান। ওল্ড ট্রাফোর্ডে আজ চতুর্থ টেস্টের পঞ্চম দিনে...
৪ ঘণ্টা আগে