Ajker Patrika

মাহমুদউল্লাহ বলছেন, উইকেট বুঝতে পারেননি ব্যাটসম্যানরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাহমুদউল্লাহ বলছেন, উইকেট বুঝতে পারেননি ব্যাটসম্যানরা

প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করায় অনেকটা চাপমুক্ত হয়েই মাঠে নেমেছিল বাংলাদেশ। সিরিজে চতুর্থ টি–টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ। ম্যাচ হারলেও অস্ট্রেলিয়াকে সহজে জিততে দেয়নি বাংলাদেশ। ম্যাচশেষে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছেন, ব্যাটসম্যানরা উইকেট বুঝতে পারেননি। 

 ১০৫ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়া শুরুটা ভালো হলেও মোস্তাফিজ–মেহেদী–শরিফুলদের দারুণ বোলিংয়ে চাপে পড়ে ছিল অস্ট্রেলিয়া। ম্যাচ ১৯তম ওভার পর্যন্ত খেলতে হয়েছে অস্ট্রেলিয়াকে। ম্যাচ শেষে অধিনায়ক মাহমুদউল্লাহ বলেছেন, ব্যাটসম্যানদের উইকেট বুঝতে ভুল হয়েছে, ‘আজ উইকেটটা রান তাড়া করা কঠিন ছিল। ব্যাটসম্যানরা উইকেটটা ঠিকমতো বুঝতে পারেনি। ১২০ রানের উইকেট ছিল এটা। আজকের উইকেট গত ম্যাচগুলোর তুলনায় সবচেয়ে কঠিন ছিল।’

মাহমুদউল্লাহ আরও জানিয়েছেন, এই ধরনের উইকেটে ব্যাটসম্যানদের আরও সতর্ক হতে হবে। বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘আজ ১০–১৫ রান কম হয়ে গেছে। বোলাররা তাদের দায়িত্বটা ঠিকভাবে  পালন করেছে। ম্যাচটা ১৯ ওভার পর্যন্ত নিয়ে গেছে। আমার মনে হয় ব্যাটিং বিভাগে আরও একটু সতর্ক ও দায়িত্বশীল হওয়া প্রয়োজন ছিল।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত