Ajker Patrika

চাহালকে ১৫ তলা থেকে ফেলে দিচ্ছিলেন মাতাল সতীর্থ

আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১১: ৩২
চাহালকে ১৫ তলা থেকে ফেলে দিচ্ছিলেন মাতাল সতীর্থ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে বিস্ফোরণ অভিযোগ করেছেন যুজবেন্দ্র চাহাল। দাবি করেছেন, ২০১৩ সালে মুম্বাইয়ের হয়ে খেলার সময় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন তিনি। রাজস্থান রয়্যালসের চ্যাট শোতে রবিচন্দ্রন অশ্বিনের সামনে এসব তুলে ধরেন চাহাল। তাঁর এই মন্তব্য ঘিরে আলোচনার ঝড় উঠেছে ভারতীয় ক্রিকেটে। 

 ৯ বছর আগে আইপিএলে মুম্বাইয়ের হয়ে খেলার সময় বেঙ্গালুরুতে অবস্থানকালে চাহালের সঙ্গে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। মদ খেয়ে মাতাল হয়ে তাঁর এক সতীর্থ নাকি তাঁকে ১৫ তলা থেকে ঝুলিয়ে দিয়েছিলেন। চাহাল বলেন, ‘২০১৩ সালে আমি যখন মুম্বাই ইন্ডিয়ানসে ছিলাম, তখনকার ঘটনা। বেঙ্গালুরুতে ম্যাচ শেষে পার্টি চলছিল। সেখানে একজন ক্রিকেটার প্রচণ্ড মদ পান করেছিল। তার নাম প্রকাশ করতে চাই না। এতটাই পান করে ফেলেছিল যে আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে ছিল। এরপর সে আমাকে ডেকে ব্যালকনিতে নিয়ে যায়।’ 

ব্যালকনিতে নিয়ে গিয়ে যা ঘটেছিল সেটি হয়তো কল্পনাও করতে পারেননি চাহাল। সেদিনের লোমহর্ষক ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘ব্যালকনিতে নিয়ে গিয়ে পেছন থেকে আমার দুই হাত শক্ত করে ধরে ব্যালকনি থেকে ঝুলিয়ে দেয়। ১৫ তলা থেকে নিচে ঝুলিয়ে দেওয়া হয়েছিল আমাকে। সেই মুহূর্তে আমার হাত ফসকে গেলে কোনোভাবেই কেউ বাঁচাতে পারত না। ভাগ্যিস কয়েকজন সেই পরিস্থিতি দেখে ফেলে এবং আমাকে বাঁচাতে ছুটে আসে।’ 

ঘটনার পরে বেশ কিছুক্ষণ অজ্ঞান ছিলেন চাহাল, ‘বেশ কিছুক্ষণ আমি অচেতন অবস্থায় পড়ে ছিলাম। সেটাই আমার জীবনের অন্যতম ভয়ংকর মুহূর্ত। সেই মুহূর্ত আমাকে আরও শক্তিশালী করে তুলেছে। এর পর থেকে ক্রিকেট আমাকে আরও শক্তি দিয়েছে। এই অভিজ্ঞতা কোনো দিন ভুলতে পারব না।’   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত