২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি বাকি নেই। মূল পর্ব শুরুর আগে হবে প্রস্তুতি পর্ব। বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি পর্বের সূচি গত রাতে ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ভারত-যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলে নিজেদের ঝালিয়ে নেবে বাংলাদেশ।
২১, ২৩ ও ২৫ মে হবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজ শেষে ২৭ মে শুরু হচ্ছে বিশ্বকাপের প্রস্তুতি পর্ব। কানাডা-নেপাল, ওমান-পাপুয়া নিউগিনি, নামিবিয়া-উগান্ডা—তিনটি ম্যাচ হবে ২৭ মে। প্রস্তুতি পর্বে বাংলাদেশ মাঠে নামবে পরদিন। টেক্সাসে ২৮ মে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশের স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় ম্যাচ শুরু হবে। ১ জুন বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। এশিয়ার দুই দলের ম্যাচটি যুক্তরাষ্ট্রে হলেও ভেন্যু, ম্যাচ শুরুর সময় কোনোটিই জানায়নি আইসিসি।
২৮ মে আরও দুটি প্রস্তুতি ম্যাচ রয়েছে। শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস ম্যাচটি হবে ফ্লোরিডায়। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর কুইনস পার্ক ওভালে খেলবে অস্ট্রেলিয়া-নামিবিয়া। ২৯ মে ফ্লোরিডায় দক্ষিণ আফ্রিকা আন্তদলের প্রস্তুতি ম্যাচ রয়েছে। একই দিন কুইনস পার্ক ওভালে মুখোমুখি হবে আফগানিস্তান ও ওমান।
৩০ মে প্রস্তুতি পর্বের পাঁচটি ম্যাচ রয়েছে। নেপাল-যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস-কানাডা ম্যাচ দুটি হবে ডালাসে। কুইনস পার্ক ওভালে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া। স্কটল্যান্ড-উগান্ডা, নামিবিয়া-পাপুয়া নিউগিনি—এ দুটি ম্যাচ হবে ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমিতে। আয়ারল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচটি ৩১ মে ফ্লোরিডায় হবে। একই দিনে কুইনস পার্ক ওভালে খেলবে স্কটল্যান্ড ও আফগানিস্তান।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি পর্বে বাংলাদেশের ম্যাচ
প্রতিপক্ষ তারিখ ভেন্যু শুরুর সময় (বাংলাদেশ সময়)
যুক্তরাষ্ট্র ২৮ মে ডালাস রাত সাড়ে ৯ টা
ভারত ১ জুন - -
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি বাকি নেই। মূল পর্ব শুরুর আগে হবে প্রস্তুতি পর্ব। বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি পর্বের সূচি গত রাতে ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ভারত-যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলে নিজেদের ঝালিয়ে নেবে বাংলাদেশ।
২১, ২৩ ও ২৫ মে হবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজ শেষে ২৭ মে শুরু হচ্ছে বিশ্বকাপের প্রস্তুতি পর্ব। কানাডা-নেপাল, ওমান-পাপুয়া নিউগিনি, নামিবিয়া-উগান্ডা—তিনটি ম্যাচ হবে ২৭ মে। প্রস্তুতি পর্বে বাংলাদেশ মাঠে নামবে পরদিন। টেক্সাসে ২৮ মে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশের স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় ম্যাচ শুরু হবে। ১ জুন বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। এশিয়ার দুই দলের ম্যাচটি যুক্তরাষ্ট্রে হলেও ভেন্যু, ম্যাচ শুরুর সময় কোনোটিই জানায়নি আইসিসি।
২৮ মে আরও দুটি প্রস্তুতি ম্যাচ রয়েছে। শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস ম্যাচটি হবে ফ্লোরিডায়। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর কুইনস পার্ক ওভালে খেলবে অস্ট্রেলিয়া-নামিবিয়া। ২৯ মে ফ্লোরিডায় দক্ষিণ আফ্রিকা আন্তদলের প্রস্তুতি ম্যাচ রয়েছে। একই দিন কুইনস পার্ক ওভালে মুখোমুখি হবে আফগানিস্তান ও ওমান।
৩০ মে প্রস্তুতি পর্বের পাঁচটি ম্যাচ রয়েছে। নেপাল-যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস-কানাডা ম্যাচ দুটি হবে ডালাসে। কুইনস পার্ক ওভালে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া। স্কটল্যান্ড-উগান্ডা, নামিবিয়া-পাপুয়া নিউগিনি—এ দুটি ম্যাচ হবে ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমিতে। আয়ারল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচটি ৩১ মে ফ্লোরিডায় হবে। একই দিনে কুইনস পার্ক ওভালে খেলবে স্কটল্যান্ড ও আফগানিস্তান।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি পর্বে বাংলাদেশের ম্যাচ
প্রতিপক্ষ তারিখ ভেন্যু শুরুর সময় (বাংলাদেশ সময়)
যুক্তরাষ্ট্র ২৮ মে ডালাস রাত সাড়ে ৯ টা
ভারত ১ জুন - -
ব্যাটারদের বধ্যভূমি হিসেবে মিরপুরের উইকেটের পরিচিতি অনেক আগেই। রানের চাকা সচল রাখতে ব্যাটাররা যখন চড়াও হয়ে খেলেন, তখনই টপাটপ উইকেট পড়তে থাকে। বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে গতকাল সব মিলিয়ে ২৫০ রান না হলেও পড়েছে ১৩ উইকেট।
১০ মিনিট আগেমিরপুরে গতকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। বিশেষ করে, মোস্তাফিজুর রহমান-তাসকিন আহমেদদের নিয়ন্ত্রিত বোলিংয়ে যেন চোখে সর্ষেফুল দেখেছেন পাকিস্তানি ব্যাটাররা। ১১৭ বল পর্যন্ত খেললেও স্কোরবোর্ডে লড়াই করার মতো পুঁজি পায়নি সফরকারীরা।
৩৩ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলা থেমে আছে ৯ মাস ধরে। তবে মিরপুরে গতকাল বাংলাদেশ-পাকিস্তান প্রথম টি-টোয়েন্টিতে না থেকেও ছিলেন। শেরেবাংলার গ্যালারিতে শোনা যায় ‘সাকিব, সাকিব’ ধ্বনি। বাংলাদেশের জার্সিতে তাঁর খেলার সম্ভাবনা নিয়ে প্রায়ই চলে আলোচনা।
১ ঘণ্টা আগেগত জুনে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটির দ্বিতীয়ার্ধ দেরিতে শুরু হওয়ায় শাস্তির মুখে পড়েছে বাফুফে। তাদের ১৫০০ ডলার (প্রায় দুই লাখ টাকা) জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
১১ ঘণ্টা আগে