২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি বাকি নেই। মূল পর্ব শুরুর আগে হবে প্রস্তুতি পর্ব। বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি পর্বের সূচি গত রাতে ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ভারত-যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলে নিজেদের ঝালিয়ে নেবে বাংলাদেশ।
২১, ২৩ ও ২৫ মে হবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজ শেষে ২৭ মে শুরু হচ্ছে বিশ্বকাপের প্রস্তুতি পর্ব। কানাডা-নেপাল, ওমান-পাপুয়া নিউগিনি, নামিবিয়া-উগান্ডা—তিনটি ম্যাচ হবে ২৭ মে। প্রস্তুতি পর্বে বাংলাদেশ মাঠে নামবে পরদিন। টেক্সাসে ২৮ মে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশের স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় ম্যাচ শুরু হবে। ১ জুন বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। এশিয়ার দুই দলের ম্যাচটি যুক্তরাষ্ট্রে হলেও ভেন্যু, ম্যাচ শুরুর সময় কোনোটিই জানায়নি আইসিসি।
২৮ মে আরও দুটি প্রস্তুতি ম্যাচ রয়েছে। শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস ম্যাচটি হবে ফ্লোরিডায়। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর কুইনস পার্ক ওভালে খেলবে অস্ট্রেলিয়া-নামিবিয়া। ২৯ মে ফ্লোরিডায় দক্ষিণ আফ্রিকা আন্তদলের প্রস্তুতি ম্যাচ রয়েছে। একই দিন কুইনস পার্ক ওভালে মুখোমুখি হবে আফগানিস্তান ও ওমান।
৩০ মে প্রস্তুতি পর্বের পাঁচটি ম্যাচ রয়েছে। নেপাল-যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস-কানাডা ম্যাচ দুটি হবে ডালাসে। কুইনস পার্ক ওভালে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া। স্কটল্যান্ড-উগান্ডা, নামিবিয়া-পাপুয়া নিউগিনি—এ দুটি ম্যাচ হবে ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমিতে। আয়ারল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচটি ৩১ মে ফ্লোরিডায় হবে। একই দিনে কুইনস পার্ক ওভালে খেলবে স্কটল্যান্ড ও আফগানিস্তান।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি পর্বে বাংলাদেশের ম্যাচ
প্রতিপক্ষ তারিখ ভেন্যু শুরুর সময় (বাংলাদেশ সময়)
যুক্তরাষ্ট্র ২৮ মে ডালাস রাত সাড়ে ৯ টা
ভারত ১ জুন - -
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি বাকি নেই। মূল পর্ব শুরুর আগে হবে প্রস্তুতি পর্ব। বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি পর্বের সূচি গত রাতে ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ভারত-যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলে নিজেদের ঝালিয়ে নেবে বাংলাদেশ।
২১, ২৩ ও ২৫ মে হবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজ শেষে ২৭ মে শুরু হচ্ছে বিশ্বকাপের প্রস্তুতি পর্ব। কানাডা-নেপাল, ওমান-পাপুয়া নিউগিনি, নামিবিয়া-উগান্ডা—তিনটি ম্যাচ হবে ২৭ মে। প্রস্তুতি পর্বে বাংলাদেশ মাঠে নামবে পরদিন। টেক্সাসে ২৮ মে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশের স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় ম্যাচ শুরু হবে। ১ জুন বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। এশিয়ার দুই দলের ম্যাচটি যুক্তরাষ্ট্রে হলেও ভেন্যু, ম্যাচ শুরুর সময় কোনোটিই জানায়নি আইসিসি।
২৮ মে আরও দুটি প্রস্তুতি ম্যাচ রয়েছে। শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস ম্যাচটি হবে ফ্লোরিডায়। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর কুইনস পার্ক ওভালে খেলবে অস্ট্রেলিয়া-নামিবিয়া। ২৯ মে ফ্লোরিডায় দক্ষিণ আফ্রিকা আন্তদলের প্রস্তুতি ম্যাচ রয়েছে। একই দিন কুইনস পার্ক ওভালে মুখোমুখি হবে আফগানিস্তান ও ওমান।
৩০ মে প্রস্তুতি পর্বের পাঁচটি ম্যাচ রয়েছে। নেপাল-যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস-কানাডা ম্যাচ দুটি হবে ডালাসে। কুইনস পার্ক ওভালে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া। স্কটল্যান্ড-উগান্ডা, নামিবিয়া-পাপুয়া নিউগিনি—এ দুটি ম্যাচ হবে ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমিতে। আয়ারল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচটি ৩১ মে ফ্লোরিডায় হবে। একই দিনে কুইনস পার্ক ওভালে খেলবে স্কটল্যান্ড ও আফগানিস্তান।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি পর্বে বাংলাদেশের ম্যাচ
প্রতিপক্ষ তারিখ ভেন্যু শুরুর সময় (বাংলাদেশ সময়)
যুক্তরাষ্ট্র ২৮ মে ডালাস রাত সাড়ে ৯ টা
ভারত ১ জুন - -
নিষেধাজ্ঞা আগেই পেয়েছিলেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার সাদ উদ্দিন। একইসঙ্গে কারণ দর্শানো নোটিশও পান তিনি। নোটিশের জবাব পাওয়ার পর তাঁকে ৬ মাস নিষিদ্ধ করেছে বাফুফের শৃঙ্খলা কমিটি।
৬ ঘণ্টা আগেভারত ম্যাচের আগ দিয়ে উন্মোচন হয়েছিল বাংলাদেশে অ্যাওয়ে জার্সি। আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচটি হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। তাই হোম জার্সি কেমন হবে সেটাই ছিল দেখার অপেক্ষা। আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাদা রংয়ের হোম জার্সি উন্মোচন করল বাফুফের...
৯ ঘণ্টা আগেআরামবাগ ক্রীড়া সংঘের নামের পাশে লেপ্টে আছে। ম্যাচ পাতানোর দায়ে ২০২১ সালে দুই বছর নিষিদ্ধ হয়েছিল ক্লাবটি। যদিও সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমে আসে এক বছরে। কিন্তু ফুটবলে ফিরতে গত বছর পর্যন্ত অপেক্ষা। সিনিয়র ডিভিশন লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগ মারিয়ে এসে চার বছর পর প্রিমিয়ার লিগের দরজা খুলল তারা।
৯ ঘণ্টা আগেজাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে ঘিরে আশাবাদী তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে পেস বোলিং কোচ হিসেবে পাওয়াটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি। মিরপুরে আজ নিজের পুনর্বাসন সেশন শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘আশা করছি টেইট আসায় ভালো কিছু হবে।
১১ ঘণ্টা আগে