আমিনুল ইসলাম বুলবুল
একটা কথা মাঝে মাঝে মনে হয়, এই যে পবিত্র, এই যে এত বড় একটা খেলা আমাদের ক্রিকেট, দেশের সবাই ভালোবাসে, দেশের সবাই অনুসরণ করে। দেশের সবাই এটাকে দেখতে চায় আরও সুন্দর, আরও প্রতিষ্ঠিত, আরও পেশাদারি চোখে।
আমি কিছু বলতে চাই না এখানে, তবে একটা কথা বলতে চাই, সবার জবাবদিহি থাকা উচিত। একটা খেলোয়াড় যখন খারাপ খেলে, তখন তার পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ দিয়ে দিই। একজন আম্পায়ার যখন একের পর এক ভুল সিদ্ধান্ত দেয়, তাকে আমরা বাদ দেই। আর যারা আছে, কার কোথায় জবাবদিহি আছে আমি জানি না। সকলের জবাবদিহি থাকা উচিত। ক্রিকেট শুধুমাত্র এখন একটা খেলা না, এটা আমাদের সবচেয়ে বড় গৌরবের ব্যাপার। এই গর্বটা যদি আমরা ধরে রাখতে পারি, সে জন্য আমাদের মনে হয় যে, সকলেরই জবাবদিহি থাকা উচিত। যেখানে থেকে আমরা নির্দেশনা নিতে পারি বা রিপোর্ট করতে পারি। আমাদের এই ধরনের ঊর্ধ্বতন মহল কি আছে, আমি জানি না।
কদিন আগে মেয়েরা ওয়ানডে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করল, ভালো সংবাদ। অন্যদিকে ধারাবাহিক খারাপ খেলছে ছেলেদের জাতীয় দল। শেষ পর্যন্ত ঘরের মাঠে জিম্বাবুয়ের কাছে হেরেছি আমরা। মনোযোগ যেখানে রাখা দরকার, সেখানে না রেখে ঘরোয়া ক্রিকেট থেকেই বের হতে পারলাম না। মোহামেডান-আবাহনী থেকেই বের হতে পারলাম না। কোথায় পড়ে আছি আমরা?
লেখক: সাবেক অধিনায়ক
একটা কথা মাঝে মাঝে মনে হয়, এই যে পবিত্র, এই যে এত বড় একটা খেলা আমাদের ক্রিকেট, দেশের সবাই ভালোবাসে, দেশের সবাই অনুসরণ করে। দেশের সবাই এটাকে দেখতে চায় আরও সুন্দর, আরও প্রতিষ্ঠিত, আরও পেশাদারি চোখে।
আমি কিছু বলতে চাই না এখানে, তবে একটা কথা বলতে চাই, সবার জবাবদিহি থাকা উচিত। একটা খেলোয়াড় যখন খারাপ খেলে, তখন তার পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ দিয়ে দিই। একজন আম্পায়ার যখন একের পর এক ভুল সিদ্ধান্ত দেয়, তাকে আমরা বাদ দেই। আর যারা আছে, কার কোথায় জবাবদিহি আছে আমি জানি না। সকলের জবাবদিহি থাকা উচিত। ক্রিকেট শুধুমাত্র এখন একটা খেলা না, এটা আমাদের সবচেয়ে বড় গৌরবের ব্যাপার। এই গর্বটা যদি আমরা ধরে রাখতে পারি, সে জন্য আমাদের মনে হয় যে, সকলেরই জবাবদিহি থাকা উচিত। যেখানে থেকে আমরা নির্দেশনা নিতে পারি বা রিপোর্ট করতে পারি। আমাদের এই ধরনের ঊর্ধ্বতন মহল কি আছে, আমি জানি না।
কদিন আগে মেয়েরা ওয়ানডে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করল, ভালো সংবাদ। অন্যদিকে ধারাবাহিক খারাপ খেলছে ছেলেদের জাতীয় দল। শেষ পর্যন্ত ঘরের মাঠে জিম্বাবুয়ের কাছে হেরেছি আমরা। মনোযোগ যেখানে রাখা দরকার, সেখানে না রেখে ঘরোয়া ক্রিকেট থেকেই বের হতে পারলাম না। মোহামেডান-আবাহনী থেকেই বের হতে পারলাম না। কোথায় পড়ে আছি আমরা?
লেখক: সাবেক অধিনায়ক
জয়রথ ছুটছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের। মে মাসে শ্রীলঙ্কা সফরে যুব ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতেছিল ৩–২ ব্যবধানে। এবার এশিয়া কাপ ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতির পর্ব হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছে আজিজুল হাকিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের প্রথম ম্যাচেই ১৩০ রানের বড় জয় তুলে..
৭ ঘণ্টা আগেকিছুদিন আগেই ক্রিকেট ছেড়েছেন নিকোলাস পুরান। এবার ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল। একের পর এক এভাবে ক্রিকেটারদের জাতীয় দল ছেড়ে যাওয়াকে ভালো চোখে দেখছেন না ব্রায়ান লারা। এর জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকেই (সিডব্লুআই) দুষছেন ক্যারিবিয়ান এই ক্রিকেট কিংবদন্তি।
৯ ঘণ্টা আগেঅগোছাল ফুটবলের কারণে শুরুতে অচেনা লাগছিল বাংলাদেশকে। কোচ পিটার বাটলারও তাই একাদশে পরিবর্তন আনতে বাধ্য হন ৩১ মিনিটের মধ্যে। জড়তা কাটিয়ে মেয়েরাও খুঁজে পান ছন্দ। ভুটানকে ৩-০ গোলে হারিয়ে অক্ষত রাখেন টুর্নামেন্টে অপরাজিত থাকার ধারা।
৯ ঘণ্টা আগেম্যাচের শুরু থেকে অপেক্ষা বাংলাদেশ গোল কখন দেবে। কারণ আগের তিন ম্যাচেই প্রথমার্ধে গোলের দেখা পেয়ে যায় পিটার বাটলারের দল। তাও শুরুর দিকে। গোলের দেখা মিলেছে আজও। সেজন্য অপেক্ষা করতে হয় ৩৩ মিনিট। সেই এক গোলে এগিয়ে ভুটানের বিপক্ষে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
১০ ঘণ্টা আগে