Ajker Patrika

কোথায় পড়ে আছি আমরা

আমিনুল ইসলাম বুলবুল
অভিষেক টেস্টে সেঞ্চুরির কীর্তি রয়েছে আমিনুল ইসলাম বুলবুলের। ছবি: ফাইল ছবি আমিনুল ইসলাম বুলবুল
অভিষেক টেস্টে সেঞ্চুরির কীর্তি রয়েছে আমিনুল ইসলাম বুলবুলের। ছবি: ফাইল ছবি আমিনুল ইসলাম বুলবুল

একটা কথা মাঝে মাঝে মনে হয়, এই যে পবিত্র, এই যে এত বড় একটা খেলা আমাদের ক্রিকেট, দেশের সবাই ভালোবাসে, দেশের সবাই অনুসরণ করে। দেশের সবাই এটাকে দেখতে চায় আরও সুন্দর, আরও প্রতিষ্ঠিত, আরও পেশাদারি চোখে।

আমি কিছু বলতে চাই না এখানে, তবে একটা কথা বলতে চাই, সবার জবাবদিহি থাকা উচিত। একটা খেলোয়াড় যখন খারাপ খেলে, তখন তার পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ দিয়ে দিই। একজন আম্পায়ার যখন একের পর এক ভুল সিদ্ধান্ত দেয়, তাকে আমরা বাদ দেই। আর যারা আছে, কার কোথায় জবাবদিহি আছে আমি জানি না। সকলের জবাবদিহি থাকা উচিত। ক্রিকেট শুধুমাত্র এখন একটা খেলা না, এটা আমাদের সবচেয়ে বড় গৌরবের ব্যাপার। এই গর্বটা যদি আমরা ধরে রাখতে পারি, সে জন্য আমাদের মনে হয় যে, সকলেরই জবাবদিহি থাকা উচিত। যেখানে থেকে আমরা নির্দেশনা নিতে পারি বা রিপোর্ট করতে পারি। আমাদের এই ধরনের ঊর্ধ্বতন মহল কি আছে, আমি জানি না।

কদিন আগে মেয়েরা ওয়ানডে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করল, ভালো সংবাদ। অন্যদিকে ধারাবাহিক খারাপ খেলছে ছেলেদের জাতীয় দল। শেষ পর্যন্ত ঘরের মাঠে জিম্বাবুয়ের কাছে হেরেছি আমরা। মনোযোগ যেখানে রাখা দরকার, সেখানে না রেখে ঘরোয়া ক্রিকেট থেকেই বের হতে পারলাম না। মোহামেডান-আবাহনী থেকেই বের হতে পারলাম না। কোথায় পড়ে আছি আমরা?

লেখক: সাবেক অধিনায়ক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত