যেকোনো বিশ্বকাপ বিবেচনায় সেরা টুর্নামেন্ট পার করছে আফগানরা। গ্রুপ পর্বে ৪ ম্যাচের ৩ জয় নিয়ে সুপার এইটে ওঠা আফগানিস্তান আগে কখনো বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠতে পারেনি। আফগানদের এবারের গল্পটা তাই ক্রিকেট ইতিহাসে আলাদা হয়েই থাকবে।
সুপার এইটের লক্ষ্য নিয়ে বিশ্বকাপে এসেছিল আফগানিস্তান। দ্বিতীয় রাউন্ডে তারা যা অর্জন করবে, সেটা হবে বাড়তি পাওয়া। ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর আফগান অধিনায়ক রশিদ খান বলেছেন, ‘বড় পরাজয়ে আফগানিস্তানের সমস্যা হবে কি না? আমার মনে হয় না। আমরা যেটা চেয়েছিলাম, সুপার এইটে উঠতে পেরেছি। সামনে ভিন্ন ধরনের পিচ আসছে। আমরা এর সঙ্গে মানিয়ে নিতে পারব।’
বার্বাডোজের কেনসিংটন ওভালে আজ নির্ভার রশিদ-নবীদের মুখোমুখি ভারত। টি-টোয়েন্টিতে আগের ৮ দেখায় ৬টিতে জয় ভারতের। আর জয়ের গেরো খুলতে পারেনি আফগানরা। এ বছরের জানুয়ারিতে বেঙ্গালুরুতে জিততে জিততেও হেরে যায় তারা। ‘টাই’ হওয়া ম্যাচ দুবার সুপার ওভারের পর জেতে ভারত। একটি ম্যাচ পরিত্যক্ত।
২০ ওভারের ম্যাচে আফগানদের হালকাভাবে নিলে ভুল করবে ভারত। গ্রুপ পর্বে শক্তিশালী নিউজিল্যান্ডকে হারিয়েছে তারা। ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলেও তিন ম্যাচে পেয়েছে বড় জয়। পরশু পর্যন্ত ১৬৭ রান নিয়ে এই বিশ্বকাপের শীর্ষ রান সংগ্রাহক তাদেরই, রহমানউল্লাহ গুরবাজ। ১২ শিকার নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারিও তাদের, ফজলহক ফারুকি।
যেকোনো বিশ্বকাপ বিবেচনায় সেরা টুর্নামেন্ট পার করছে আফগানরা। গ্রুপ পর্বে ৪ ম্যাচের ৩ জয় নিয়ে সুপার এইটে ওঠা আফগানিস্তান আগে কখনো বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠতে পারেনি। আফগানদের এবারের গল্পটা তাই ক্রিকেট ইতিহাসে আলাদা হয়েই থাকবে।
সুপার এইটের লক্ষ্য নিয়ে বিশ্বকাপে এসেছিল আফগানিস্তান। দ্বিতীয় রাউন্ডে তারা যা অর্জন করবে, সেটা হবে বাড়তি পাওয়া। ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর আফগান অধিনায়ক রশিদ খান বলেছেন, ‘বড় পরাজয়ে আফগানিস্তানের সমস্যা হবে কি না? আমার মনে হয় না। আমরা যেটা চেয়েছিলাম, সুপার এইটে উঠতে পেরেছি। সামনে ভিন্ন ধরনের পিচ আসছে। আমরা এর সঙ্গে মানিয়ে নিতে পারব।’
বার্বাডোজের কেনসিংটন ওভালে আজ নির্ভার রশিদ-নবীদের মুখোমুখি ভারত। টি-টোয়েন্টিতে আগের ৮ দেখায় ৬টিতে জয় ভারতের। আর জয়ের গেরো খুলতে পারেনি আফগানরা। এ বছরের জানুয়ারিতে বেঙ্গালুরুতে জিততে জিততেও হেরে যায় তারা। ‘টাই’ হওয়া ম্যাচ দুবার সুপার ওভারের পর জেতে ভারত। একটি ম্যাচ পরিত্যক্ত।
২০ ওভারের ম্যাচে আফগানদের হালকাভাবে নিলে ভুল করবে ভারত। গ্রুপ পর্বে শক্তিশালী নিউজিল্যান্ডকে হারিয়েছে তারা। ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলেও তিন ম্যাচে পেয়েছে বড় জয়। পরশু পর্যন্ত ১৬৭ রান নিয়ে এই বিশ্বকাপের শীর্ষ রান সংগ্রাহক তাদেরই, রহমানউল্লাহ গুরবাজ। ১২ শিকার নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারিও তাদের, ফজলহক ফারুকি।
মিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত বোলিংয়ে পাওয়ার-প্লেতে পাকিস্তানকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছে বাংলাদেশ। ৬ ওভার শেষে ৪ উইকেটে ৪১ রান পাকিস্তানের। একটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ, শেখ মেহেদী, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।
২৯ মিনিট আগেশূন্যে কয়েন ছুড়লেন স্বাগতিক অধিনায়ক লিটন দাস। সফরকারী দল পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা ‘কল’ দিলেন। এবার ভাগ্য লিটনের পক্ষে কথা বলেছে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে টসে জিতেছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। টানা ৯ ম্যাচে টস হারের পর অবশেষে এবার জিতলেন লিটন। দলের একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে খেলেছিলেন তিনি। সিরিজ জয়ের পরের দুই ম্যাচে ছিলেন না একাদশে।
১ ঘণ্টা আগেইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে ভারত। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে পরশু শুবমান গিলের নেতৃত্বে ভারত নামবে সমতায় ফেরাতে। সিরিজের চতুর্থ টেস্ট যখন দরজায় কড়া নাড়ছে, তখন ভারত বেশ দুশ্চিন্তায় পড়েছে।
২ ঘণ্টা আগে