ক্রীড়া ডেস্ক
টেনিসের পর এবার ক্রিকেট দুনিয়ায় পা রাখলেন সানিয়া মির্জা। ৪ মার্চ থেকে প্রথমবারের মতো শুরু হতে যাওয়া নারীদের আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে মেন্টরের দায়িত্ব পালন করবেন ভারতের কিংবদন্তি এই টেনিস তারকা।
সানিয়ার মেন্টর হওয়ার তথ্য আজ নিশ্চিত করেছে আরসিবি। আরসিবি তাদের টুইটারে লিখেছে, ‘ভারতে নারীদের খেলার অগ্রদূত মাঠের ভেতরে ও বাইরে একজন বিজয়ী যে সবসময়, খেলোয়াড় জীবনে সাহসী ভূমিকা পালন করে আসছেন, সেই সানিয়া মির্জাকে আরসিবি নারী ক্রিকেট দলের মেন্টর হিসেবে স্বাগতম জানাতে পেরে আমরা গর্বিত।’
মেন্টর হয়ে কাজ করতে পেরে অনেক রোমা রোমাঞ্চিত বলে জানান ৩৬ বছর বয়সী টেনিস তারকা সানিয়া মির্জা। আরসিবি টিভিকে তিনি বলেন, ‘আমি নবীন মেয়েদের বিশ্বাস করিয়ে দিতে চাই যে, খেলা তাদের জীবনের বিভিন্ন পছন্দের মধ্যে প্রথম হতে পারে। আমি পরবর্তী প্রজন্মকে বিশ্বাস করিয়ে দিতে চাই, যত প্রতিকূলতাই সামনে আসুক তোমরা লক্ষ্য অর্জন করতে পারবেই।’ মূলত মেন্টর হিসেবে আরসিবির মেয়েদের মানসিক চাপ সামলানোর কাজ করবেন সানিয়া। ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট এটিপি দুবাই ওপেন খেলা শেষ করেই দলের সঙ্গে যোগ দিবেন তিনি।
নিলাম থেকে স্মৃতি মান্ধানা, এলিস পেরি, মেগান শুট, সোফি ডিভাইন, ডেন ভ্যান নেইকার্ক, রিচা ঘোষদের নিয়ে তারকা সমৃদ্ধ দলই গড়েছে আরসিবি। ৫ মার্চ দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ দিয়ে উইমেন্স আইপিএল শুরু করবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
টেনিসের পর এবার ক্রিকেট দুনিয়ায় পা রাখলেন সানিয়া মির্জা। ৪ মার্চ থেকে প্রথমবারের মতো শুরু হতে যাওয়া নারীদের আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে মেন্টরের দায়িত্ব পালন করবেন ভারতের কিংবদন্তি এই টেনিস তারকা।
সানিয়ার মেন্টর হওয়ার তথ্য আজ নিশ্চিত করেছে আরসিবি। আরসিবি তাদের টুইটারে লিখেছে, ‘ভারতে নারীদের খেলার অগ্রদূত মাঠের ভেতরে ও বাইরে একজন বিজয়ী যে সবসময়, খেলোয়াড় জীবনে সাহসী ভূমিকা পালন করে আসছেন, সেই সানিয়া মির্জাকে আরসিবি নারী ক্রিকেট দলের মেন্টর হিসেবে স্বাগতম জানাতে পেরে আমরা গর্বিত।’
মেন্টর হয়ে কাজ করতে পেরে অনেক রোমা রোমাঞ্চিত বলে জানান ৩৬ বছর বয়সী টেনিস তারকা সানিয়া মির্জা। আরসিবি টিভিকে তিনি বলেন, ‘আমি নবীন মেয়েদের বিশ্বাস করিয়ে দিতে চাই যে, খেলা তাদের জীবনের বিভিন্ন পছন্দের মধ্যে প্রথম হতে পারে। আমি পরবর্তী প্রজন্মকে বিশ্বাস করিয়ে দিতে চাই, যত প্রতিকূলতাই সামনে আসুক তোমরা লক্ষ্য অর্জন করতে পারবেই।’ মূলত মেন্টর হিসেবে আরসিবির মেয়েদের মানসিক চাপ সামলানোর কাজ করবেন সানিয়া। ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট এটিপি দুবাই ওপেন খেলা শেষ করেই দলের সঙ্গে যোগ দিবেন তিনি।
নিলাম থেকে স্মৃতি মান্ধানা, এলিস পেরি, মেগান শুট, সোফি ডিভাইন, ডেন ভ্যান নেইকার্ক, রিচা ঘোষদের নিয়ে তারকা সমৃদ্ধ দলই গড়েছে আরসিবি। ৫ মার্চ দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ দিয়ে উইমেন্স আইপিএল শুরু করবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
বিপিএলের প্লে-অফ ঘিরে রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স এবং ফরচুন বরিশাল— তিন দলই ২৪ ঘণ্টারও কম সময়ে নিজেদের দলকে শক্তিশালী করতে বিদেশি ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে। তবে জেমস ভিন্স, টিম ডেভিড এবং আন্দ্রে রাসেলের মতো তারকাদের নিয়ে গড়া রংপুর রাইডার্সের পারফর্ম করতে ব্যর্থ হয়েছে।
১ ঘণ্টা আগেদুই দলের ব্যাটিংয়ের শুরুটা হয়েছিল দুরকমের। ২৪ রানে ৪ উইকেট হারিয়ে চিটাগং কিংসের দুঃস্বপ্নের শুরু। আর ফরচুন বরিশালের দুর্দান্ত শুরু—প্রথম উইকেট পড়ার আগেই ওপেনিং জুটি ৫৫ রান। বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে ভালো শুরু করা ফরচুন বরিশালই হেসেছে জয়ের হাসি। ১৬ বল হাতে রেখে চিটাগং কিংসকে ৯ উইকেটে হারিয়ে...
২ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের ক্রিকেটে স্বচ্ছতা ও নৈতিকতা বজায় রাখতে এবং ফিক্সিংসহ দুর্নীতিবিরোধী কার্যক্রম আরও কার্যকর করতে তিন সদস্যের একটি স্বাধীন অনুসন্ধান কমিটি গঠন করেছে।
২ ঘণ্টা আগেপারফরম্যান্সে অবদানের স্বীকৃতি হিসেবে অস্ট্রেলিয়ার বর্ষসেরা পুরস্কার ‘অ্যালান বোর্ডার’ মেডেল জিতেছেন ট্রাভিস হেড। মেয়েদের বিভাগে বর্ষসেরা ‘বেলিন্ডা ক্লার্ক’ পুরস্কার জিতেছেন অ্যানাবেল সাদারল্যান্ড। দুজনই প্রথমবারের মতো এ পুরস্কার জিতেছেন।
৩ ঘণ্টা আগে