Ajker Patrika

টেনিস তারকা সানিয়া মির্জা এবার স্মৃতিদের মেন্টর

টেনিস তারকা সানিয়া মির্জা এবার স্মৃতিদের মেন্টর

টেনিসের পর এবার ক্রিকেট দুনিয়ায় পা রাখলেন সানিয়া মির্জা। ৪ মার্চ থেকে প্রথমবারের মতো শুরু হতে যাওয়া নারীদের আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে মেন্টরের দায়িত্ব পালন করবেন ভারতের কিংবদন্তি এই টেনিস তারকা।

 সানিয়ার মেন্টর হওয়ার তথ্য আজ নিশ্চিত করেছে আরসিবি। আরসিবি তাদের টুইটারে লিখেছে, ‘ভারতে নারীদের খেলার অগ্রদূত মাঠের ভেতরে ও বাইরে একজন বিজয়ী যে সবসময়, খেলোয়াড় জীবনে সাহসী ভূমিকা পালন করে আসছেন, সেই সানিয়া মির্জাকে আরসিবি নারী ক্রিকেট দলের মেন্টর হিসেবে স্বাগতম জানাতে পেরে আমরা গর্বিত।’ 

মেন্টর হয়ে কাজ করতে পেরে অনেক রোমা রোমাঞ্চিত বলে জানান ৩৬ বছর বয়সী টেনিস তারকা সানিয়া মির্জা। আরসিবি টিভিকে তিনি বলেন, ‘আমি নবীন মেয়েদের বিশ্বাস করিয়ে দিতে চাই যে, খেলা তাদের জীবনের বিভিন্ন পছন্দের মধ্যে প্রথম হতে পারে। আমি পরবর্তী প্রজন্মকে বিশ্বাস করিয়ে দিতে চাই, যত প্রতিকূলতাই সামনে আসুক তোমরা লক্ষ্য অর্জন করতে পারবেই।’ মূলত মেন্টর হিসেবে আরসিবির মেয়েদের মানসিক চাপ সামলানোর কাজ করবেন সানিয়া। ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট এটিপি দুবাই ওপেন খেলা শেষ করেই দলের সঙ্গে যোগ দিবেন তিনি।

নিলাম থেকে স্মৃতি মান্ধানা, এলিস পেরি, মেগান শুট, সোফি ডিভাইন, ডেন ভ্যান নেইকার্ক, রিচা ঘোষদের নিয়ে তারকা সমৃদ্ধ দলই গড়েছে আরসিবি। ৫ মার্চ দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ দিয়ে উইমেন্স আইপিএল শুরু করবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত